ব্রেন্ডন ম্যাককুলাম

নিউজিল্যান্ড ক্রিকেটার

ব্রেন্ডন ম্যাককুলাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য। তিনি দলের উইকেট কীপারের দায়িত্ব পালন করা ছাড়াও দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেন। তিনি তিন ধরনের ক্রিকেট ম্যাচেই ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

ব্রেন্ডন ম্যাককুলাম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ব্রেন্ডন ব্যারি ম্যাককুলাম
ডাকনামবাজ
উচ্চতা১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি মিডিয়াম
ভূমিকাউইকেট-রক্ষক-ব্যাটসম্যান
সম্পর্কনাথান ম্যাককুলাম (ভাই)
স্টুয়ার্ট ম্যাককুলাম (পিতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক১০ মার্চ ২০০৪ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট৩১ আগস্ট ২০১২ বনাম ভারত
ওডিআই অভিষেক১৭ জানুয়ারি ২০০২ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই১৬ জুলাই ২০১২ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই শার্ট নং৪২
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৯–২০০৩ওতাগো ভোল্টস
২০০৩–২০০৬ক্যান্টারবারি উইজার্ডস
২০০৬গ্ল্যামারগন কাউন্টি ক্রিকেট ক্লাব
২০০৭–বর্তমানওতাগো ভোল্টস
২০০৯নিউ সাউথ ওয়ালস ক্রিকেট দল
২০০৮-২০১০, ২০১২-কলকাতা নাইট রাইডার্স
২০১০সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব
২০১১কোচি টাস্কার্স কেরালা
২০১১–বর্তমানব্রিসবেন হিট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআইএফসিএলএ
ম্যাচ সংখ্যা৬৭২০৩১১৩২৪৭
রানের সংখ্যা৩,৯৫৫৪,৫৫৪৬,৬৬৪৫,৬০২
ব্যাটিং গড়৩৬.২৮৩০.৩৬৩৫.৬৩৩০.৪৪
১০০/৫০৬/২৩৪/২২১১/৩৮৭/২৬
সর্বোচ্চ রান২২৫১৬৬২২৫১৭০
বল করেছে৩৬৩৬
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং০/১৮০/১৮
ক্যাচ/স্ট্যাম্পিং১৭২/১১২৩১/১৫২৭৯/১৯২৭৪/১৭
উৎস: ক্রিকইনফো, ২৩ সেপ্টেম্বর ২০১২

বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের টুয়েন্টি২০ ফরমেটের সর্ব্বোচ্চ রান সংগ্রহকারী। এছাড়াও তিনিই একমাত্র ব্যক্তি যিনি টুয়েন্টি২০তে দুইবার শতরান করেছেন এবং তার রানও সর্বোচ্চ ২০০০।[২][৩][৪]

ক্রিকেট বিশ্বকাপ

নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ ৮ জানুয়ারি, ২০১৫ তারিখে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য ম্যাককুলামকে অধিনায়কের দায়িত্ব প্রদানপূর্বক ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। ২০ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে নিউজিল্যান্ড দল গ্রুপ-পর্বে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় খেলায় অংশগ্রহণ করে। টিম সাউদির (৭/৩৩) অসামান্য বোলিং নৈপুণ্যে ৩৩.২ ওভারে ইংল্যান্ড দল মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় যা বিশ্বকাপের ইতিহাসে তাদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।[৫] স্বল্প রানকে তাড়া করতে গিয়ে তিনি মাত্র ১৮ বলে অর্ধ-শতকের ন্যায় বিধ্বংসী ব্যাটিং করে নিউজিল্যান্ড দলকে মাত্র ১২.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে দেন ও দল ৮ উইকেটের সহজ জয় পায়।[৬]

শতকের তালিকা

টেস্ট শতক

নিজের ক্যারিয়ারের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করে তিনি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন ৷

ব্রেন্ডন ম্যাককালামের টেস্ট শতক[৭]
#রানখেলাবিপক্ষেশহর/দেশস্থানবছরফলাফল
১৪৩  বাংলাদেশঢাকা, বাংলাদেশবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম২০০৪জয়ী
১১১১৬  জিম্বাবুয়েহারারে, জিম্বাবুয়েহারারে স্পোর্টস ক্লাব২০০৫জয়ী
১১৫৪৩  ভারতনেপিয়ার, নিউজিল্যান্ডম্যাকলিন পার্ক২০০৯ড্র
১৮৫৫০  বাংলাদেশহ্যামিল্টন, নিউজিল্যান্ডসিডন পার্ক২০১০জয়ী
১০৪৫১  অস্ট্রেলিয়াওয়েলিংটন, নিউজিল্যান্ডব্যাসিন রিজার্ভ২০১০পরাজিত
২২৫৫৪  ভারতহায়দ্রাবাদ, ভারতরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম২০১০ড্র
১১৩৮০  ওয়েস্ট ইন্ডিজডুনেডিন, নিউজিল্যান্ডইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন২০১৩ড্র
২২৪৮৩  ভারতআকল্যান্ড, নিউজিল্যান্ডইডেন পার্ক২০১৪জয়ী
৩০২৮৪  ভারতওয়েলিংটন, নিউজিল্যান্ডব্যাসিন রিজার্ভ২০১৪ড্র

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতক

ব্রেন্ডন ম্যাককালামের একদিনের আন্তর্জাতিক ম্যাচ শতক[৮]
#রানখেলাবিপক্ষেশহর/দেশস্থানবছরফলাফল
১৬৬১৩৪  আয়ারল্যান্ডঅ্যাবরদিন, স্কটল্যান্ডম্যানোফিল্ড পার্ক২০০৮জয়ী
১৩১১৬২  পাকিস্তানআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতশেখ জায়েদ স্টেডিয়াম২০০৯জয়ী
১০১১৮৮  কানাডামুম্বই, ভারতওয়াংখেড়ে স্টেডিয়াম২০১১জয়ী
১১৯১৯৮  জিম্বাবুয়েনেপিয়ার, নিউজিল্যান্ডম্যাকলিন পার্ক২০১২জয়ী

টি২০ শতক

ব্রেন্ডন ম্যাককালামের টি২০ শতক[৯]
#রানবলপক্ষেবিপক্ষেস্থানবছরফলাফল
১৫৮*৭৩কলকাতা নাইট রাইডার্সরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরবেঙ্গালুরু২০০৮জয়ী
১০৮*৬৭ওতাগো ভোল্টসঅকল্যান্ড এইসেসডুনেডিন২০১০জয়ী
১১৬*৫৬  নিউজিল্যান্ড  অস্ট্রেলিয়াক্রাইস্টচার্চ২০১০জয়ী
১০৩*৫৪ওতাগো ভোল্টসনর্দার্ন নাইটসহ্যামিল্টন২০১২জয়ী
১২৩৫৮  নিউজিল্যান্ড  বাংলাদেশক্যান্ডি২০১২জয়ী
  • কলামে রান, *-এর অর্থ অপরাজিত
  • কলামে শিরোনাম ম্যাচ-এর অর্থ তার ক্যারিয়ারের ম্যাচ নাম্বার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন