ভারতের ফৌজদারি আইন

ভারতের ফৌজদারি আইন বলতে ভারতে অপরাধ সম্পর্কিত বিভিন্ন আইনদের বোঝায়। ২০২৩ সালে ভারতীয় সংসদে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য আইন, ২০২৩ এই তিন ফৌজদারি আইন পাস হয়েছিল, যা ভারতীয় দণ্ড বিধি (আইপিসি), দণ্ড প্রক্রিয়া বিধি (সিআরপিসি) ও ভারতীয় সাক্ষ্য আইন, ১৮৭২ এই তিন ফৌজদারি আইনদের প্রতিস্থাপিত করেছিল।[১] এছাড়া সংসদ বেশ কিছু ফৌজদারি আইন পাস করেছিল, যেমন চেতনানাশক ড্রাগ ও সাইকোট্রপিক দ্রব্য আইন, ১৯৮৫, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ ইত্যাদি।

বর্তমান ফৌজদারি আইন

ভারতীয় ন্যায় সংহিতা

ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ভারতীয় প্রজাতন্ত্রের দণ্ড বিধি,[১] যা ১৮৬০ সালে চালু হওয়া ভারতীয় দণ্ড বিধিকে প্রতিস্থাপিত করেছে। দণ্ড বিধি হিসাবে ভারতীয় ন্যায় সংহিতায় অপরাধ, শাস্তি, প্রতিরক্ষা ও দণ্ড প্রক্রিয়া অন্তর্গত।[২]

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (সাধারণত বিএনএসএস বা ভানাসুসং নামে পরিচিত), হল ভারতে প্রকৃত ফৌজদারি আইন পরিচালনার পদ্ধতির প্রধান আইন।[৩][৪][৫]

ভারতীয় সাক্ষ্য আইন, ২০২৩

প্রাক্তন ফৌজদারি আইন

ভারতীয় দণ্ড বিধি

ভারতীয় দণ্ড বিধি (English: The Indian Penal Code (IPC)) হল ভারতের মাটিতে সংঘটনীয় বিবিধ অপরাধের বিবরণ ও সংশ্লিষ্ট শাস্তি বা দণ্ডের বিধান সংবলিত প্রধান আইন। ১৮৩৩ সালের চার্টার আইনের নির্দেশে ১৮৩৪ খ্রিষ্টাব্দে থমাস ব্যাবিংটন মেকলের সভাপতিত্বে গঠিত প্রথম ভারতীয় আইন কমিশনের সুপারিশে ১৮৬০ খ্রিষ্টাব্দে এই দণ্ড বিধির খসড়া তৈরী হয়।[৬][৭][৮] ভারতে ব্রিটিশ রাজের শুরুর দিকে ১৮৬০ খ্রিষ্টাব্দে ভারতে এই আইন বলবৎ হয়। তবে, দেশীয় রাজ্যগুলিতে নিজস্ব আইন-আদালত থাকার জন্য এই আইন ১৯৪০ খ্রিষ্টাব্দ পর্যন্ত চালু হয়নি। চালু হবার পর থেকে এই বিধির অনেক সংশোধন ও সম্প্রসারণ হয়েছে।

দণ্ড প্রক্রিয়া বিধি

ভারতীয় সাক্ষ্য আইন, ১৮৭২

ভারতীয় সাক্ষ্য আইন - ১৮৭২ ( ইংরেজি: Indian Evidence Act -1872) প্রবর্তিত হয় ব্রিটিশ শাসনামলে। ১৯৪৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাবসান ও ভারতবর্ষ বিভাগের মাধ্যমে ভারত নামক স্বাধীন দেশ প্রতিষ্ঠার পরও এই আইন বলবৎ থাকে। ভারতীয় উপমহাদেশীয় বিভিন্ন দেশের বর্তমান সাক্ষ্যপ্রণালী এই আইনের ভিত্তিতে কার্যকর হয়। [৯]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন