ভারতের সাধারণ নির্বাচন, ১৯২৬

ভারতের সাধারণ নির্বাচন ১৯২৬, ব্রিটিশ ভরতে ২৮শে আক্টোবর ১৯২৬ থেকে নভেম্বরের শেষের দিকে আনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচনের মাধ্যমে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলপ্রাদেশিক লেজিসলেটিভ কাউন্সিলের জন্য সদস্য নির্বাচন করা হয়েছিল।[১]

বঙ্গমাদ্রাজে স্বরাজ পার্টি প্রাদেশিক কাউন্সিলে জয় লাভ করে। এছাড়াও বিহারউড়িষ্যার আসন লাভ করে। তবে জাতীয় পর্যায়ে তাদের দলের আসন সংখ্যা কম ছিল।[২]

ফলাফল

কেন্দ্রীয় বিধানসভা পরিষদ

দলভোট%আসন
স্বরাজ পার্টি৩৮
জাতীয়তাবাদী দল২২
কেন্দ্রীয় মুসলিম ও এর জোটসমূহ১৮
সতন্ত্র১৩
ছোট দলসমূহ, অসংশ্লিষ্ট সতন্ত্র, অজানা
ইউরোপীয়
মোট১০৫
উৎস: সুয়ের্টজবার্গ এটলাস

কেন্দ্রীয় বিধানসভা পরিষদের সদস্যবৃন্দ

মনোনীত বেসারকারি কর্মকর্তা

মুহাম্মদ ইয়ামিন খান (ইউনাইটেড প্রোভিনেন্স), মারিয়াদাস রুথনাস্বামী (মাদ্রাজ)

বোম্বে

জামনাদাস মেহতা (বম্বে শহরের জেনারেল),[৩] শ্বেত হারচন্দ্রাই ভিসানদাস (সিন্ধু জেনারেল), ভিথালভাই প্যাটেল, জোসেফ বেপটিস্টা,[৪] জিন্নাহ্‌ (বোম্বে সিটি মুসলিম), শাহ্‌ নেওয়াজ ভুট্রু(সিন্ধু মুসলিম), আব্দুল্লাহ হারুন (সিন্ধু মুসলিম), ওয়াহিদ বক্স ভুট্ট্রু (সিন্ধু জাগিরদার ও জমিদার)

ইউনাইটেড প্রোভিনেন্স

মুন্সী ইসওয়ার শ্যারন (ইউপি সিটি জেনারেল), লালা গিরধারিয়াল আগারাওয়াল (আগ্রা জেনারেল), মদন মোহন মৌলভি (এলাহবাদ ও জানসি জেনারেল), পণ্ডিত শ্যামলাল নেহেরু (মিরুত জেনারেল), গণশেয়াম দাস বিরাল (বেনারিশ ও গুরাগপুর জেনারেল),[৫] শঙ্কর প্রসাদ বাজপী (লাখনো জেনারেল), রাধা কিশাণ দাস, বিসম্বর নাথ, মহাদেও প্রসাদ, সুরুজ বক্স সিং, রাফি আহমেদ কিদওয়াই, ডঃ এল. কে. হায়দার (আগ্রা গ্রামীণ মুসলিম)

কেন্দ্রীয় প্রদেশ

হাড়ি সিং গৌড়[৪] (নাগপুর), রামরাও দেশমুখ

বঙ্গ

স্বতীন্দ্র চন্দ্র মিত্র (চট্টগ্রাম ও রাজশাহীর জেনারেল),[৩] কে. সি. নেওয়াজি,[৪] কবিরুদ্দিন আহমেদ,[৪] কে. আহমদ (রাজশাহী মুসলিম)[৩]

মাদ্রাজ

এস. শ্রীনিভাস (মাদ্রাজ শহরের জেনারেল), ট্যাঙ্গোতুরি প্রকাশ (পূর্ব ও পশ্চিম গুধাভারি কাম কৃঞ্চ জেনারেল), আর. কে. সেনমুখম (সালেম ও কমবেতুর কইর কাম জেনারেল),[৩] এ. রঙ্গস্বামী (ট্রানজোর কাম ট্রিচিনোপলি জেনারেল),[৩] টি. রঙ্গচারি,[৪] রামা,[৪] সাঈদ মর্তুজা,[৪] পি. এস. শিবাস্বামী, বি. ভেনকাতাপাত্রিয়াজু,[৪]

পাঞ্জাব

লাল লাজপাত রাজ (জুল্লুনদার জেনারেল), দেওয়ান চ্যামন লাল (জেনারেল), আব্দুল হাই (পূর্ব পাঞ্জাব মুসলিম)

অন্যান্য

স্যার মুহাম্মদ ইয়াকুব,[৪] কে. সি. রায়,[৪] স্যার আব্দুল কাউয়ুম,[৪] হরবিলাস সর্দা

তথ্যসূত্র


🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন