মনজিল

এক সপ্তাহে কুরআন পাঠ করার উদ্দেশ্যে সেটির সাতটি ভাগের প্রতিটির নাম

কুরআন পাঠকারী যাতে এক সপ্তাহে পুরো কুরআন সম্পূর্ণ পাঠ করতে পারেন, সেক্ষেত্রে সুবিধার জন্য পুরো কুরআনকে সাত ভাগে ভাগ করা হয়েছে। এই সাত ভাগের প্রত্যেক ভাগকে একেকটি মনজিল (আরবি: مَنْزِلٌ) বলা হয়।[১]

এই সাত ভাগ নিম্নরূপ:[১]

  1. সূরা আল-ফাতিহা (প্রথম সূরা) থেকে সূরা আন-নিসা (চতুর্থ সূরা) পর্যন্ত, এতে ৪টি সূরা রয়েছে।
  2. সূরা আল-মায়িদাহ (পঞ্চম সূরা) থেকে সূরা আত-তাওবাহ্‌ (নবম সূরা) পর্যন্ত, এতে ৫টি সূরা রয়েছে।
  3. সূরা ইউনুস (দশম সূরা) থেকে সূরা আন-নাহল (ষষ্ঠদশতম সূরা) পর্যন্ত, এতে ৭টি সূরা রয়েছে।
  4. সূরা আল-ইসরা' (সপ্তদশতম সূরা) থেকে সূরা আল-ফুরকান (পঞ্চবিশতম সূরা) পর্যন্ত, এতে ৯টি সূরা রয়েছে।
  5. সূরা আশ্‌-শূরা' (ষষ্ঠবিংশতম সূরা) থেকে সূরা ইয়াসীন (ছত্রিশতম সূরা) এতে ১১টি সূরা রয়েছে।.
  6. সূরা আস-সাফফাত (সাঁইত্রিশতম সূরা) থেকে সূরা আল-হুজুরাত (উনপঞ্চাশতম সূরা) এতে ১৩টি সূরা রয়েছে।
  7. সূরা ক্বাফ (পঞ্চাশতম সূরা) থেকে সূরা নাস (একশত চৌদ্দতম সূরা) এতে ৬৫টি সূরা রয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন