মন মোহন সিং রায়

মন মোহন সিং রায় ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল এবং সাবেক উপ সেনা প্রধান। তিনি জেনারেল ফিলিপ ক্যাম্পোজের জায়গায় উপ সেনা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন এবং মন মোহন ২০১৬ সালে অবসরে গেলে জেনারেল বিপিন রাওয়াত উপ সেনা প্রধান (পরে সেনাপ্রধান) হন।[১][২][৩][৪][৫]

লেঃ জেনারেল

মন মোহন সিং রায়

পিভিএসএম, এভিএসএম, ভিএসএম
আনুগত্য ভারত
সেবা/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৭৬-২০১৬
পদমর্যাদা লেঃ জেনারেল
সার্ভিস নম্বরIC-34003
ইউনিটবোম্বে স্যাপার্স
নেতৃত্বসমূহ পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড
১২ কোর
পুরস্কার পরম বিশিষ্ট সেবা পদক
অতি বিশিষ্ট সেবা পদক
বিশিষ্ট সেবা পদক

পূর্ব জীবন এবং শিক্ষা

পুনের জাতীয় প্রতিরক্ষা বিত্যায়তন থেকে মন মোহন মৌলিক সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বোম্বে স্যাপার্স (ইঞ্জিনিয়ার্স কোর)-এ ১৯৭৬ সালে কমিশন লাভ করেছিলেন। স্টাফ কোর্স এবং এনডিসি কোর্স তিনি ভারতেই করেছিলেন।

সামরিক জীবন

১৯৭৬ সালের ১৫ই ডিসেম্বর সেনা জীবন শুরু হয় মন মোহনের ২য় লেফটেন্যান্ট পদবীতে। সাঁজোয়া ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়নের অধিনায়কত্ব, মাউন্টেন ব্রিগেডের অধিনায়কত্ব, একটি কোরের অধিনায়কত্ব করা মন মোহন জীবনের অধিকাংশ সময়েই সেনা সদরে বিভিন্ন দায়িত্ব পেয়েছিলেন, তিনি কোনো ডিভিশনের নেতৃত্ব দেননি।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন