মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভা

পশ্চিমবঙ্গের মন্ত্রিপরিষদ পশ্চিমবঙ্গ সরকারের একটি সামগ্রিক সিদ্ধান্ত-গ্রহণকারী কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী ও ৩৪ জন ক্যাবিনেট মন্ত্রী (প্রবীণতম সরকারি মন্ত্রী) নিয়ে এই মন্ত্রিপরিষদ গঠিত। প্রথাগত সাংবিধানিক রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব অনুযায়ী, ওয়েস্টমিনস্টার ধাঁচের সরকার ব্যবস্থায় শাসনবিভাগের সর্বোচ্চ নীতিনির্ধারক অঙ্গটি হল ক্যাবিনেট।

পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান মন্ত্রিপরিষদটি ২০১১ সালে ছয় দফায় অনুষ্ঠিত (১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৭ এপ্রিল, ৩ মে, ৭ মে ও ১০ মে) বিধানসভা নির্বাচনের পর গঠিত হয়। ১৩ মে উক্ত নির্বাচনের ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে পঞ্চদশ বিধানসভা গঠিত হয়। ২০ মে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের একাদশ মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন এবং তার পরেই মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যবৃন্দ শপথ নেন।

সাংবিধানিক বিধি

রাজ্যপালের সহায়ক ও পরামর্শদাতা রূপে মন্ত্রিপরিষদ

ভারতীয় সংবিধান অনুসারে, (অনুচ্ছেদ ১৬৩)

এর অর্থ মন্ত্রিগণ রাজ্যপালের সন্তোষের ভিত্তিতে কার্যনির্বাহ করেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে তিনি মন্ত্রিদের অপসারিতও করতে পারেন।

মন্ত্রিপরিষদ-সংক্রান্ত অন্যান্য ব্যবস্থা

ভারতীয় সংবিধান অনুসারে, (অনুচ্ছেদ ১৬৪)

অর্থাৎ, ২০১১ সালের নভেম্বর মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার সদস্য না হতে পারলে, তিনি আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না।

সরকার ও রাজনীতি

ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংসদীয় ব্যবস্থা দ্বারা শাসিত হয়। রাজ্যের সকল বাসিন্দার সার্বজনীন ভোটাধিকার রয়েছে। সরকারের দুটি শাখা রয়েছে। আইনসভা, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভা, নির্বাচিত প্রতিনিধি এবং বিশেষ আধিকারিক অর্থাৎ অধ্যক্ষ ও উপাধ্যক্তকে নিয়ে গঠিত। উক্ত আধিকারিকদ্বয় প্রতিনিধিদের দ্বারাই নির্বাচিত হন। বিধানসভার অধিবেশনে পৌরোহিত্য করেন অধ্যক্ষ অথবা অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ। কলকাতা হাইকোর্ট ও একাধিক নিম্ন আদালত নিয়ে রাজ্যের বিচারবিভাগ গঠিত। রাজ্যের প্রশাসনিক কর্তৃত্ব ভোগ করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ। যদিও রাজ্যের নামসর্বস্ব প্রধান হলেন রাজ্যপাল। রাজ্যপালকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল রাজ্যের মন্ত্রিপরিষদ নিয়োগ করেন। মন্ত্রিপরিষদ বিধানসভায় প্রতিবেদন দাখিল করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা এককক্ষীয়। বিধানসভার প্রতিনিধিদের বলে বিধায়ক। পশ্চিমবঙ্গে একজন মনোনীত অ্যাংলো-ইন্ডিয়ান বিধায়ক সহ মোট বিধায়কের সংখ্যা ২৯৫।[১][২] বিধানসভা নির্দিষ্ট সময়ের আগে ভেঙে দেওয়া না হলে, বিধায়কদের কার্যকালের মেয়াদ ৫ বছর। পঞ্চায়েত ইত্যাদি সহায়ক কর্তৃপক্ষগুলি স্থানীয় স্বায়ত্ত্বশাসনের ভারপ্রাপ্ত। এগুলিতেও নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ থেকে সংসদের নিম্নকক্ষ লোকসভায় ৪২ জন ও উচ্চকক্ষ রাজ্যসভায় ১৬ জন সদস্য নির্বাচিত হন।[৩]

পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রধান রাজনৈতিক দলগুলি হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসবামফ্রন্ট। ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-ভারতীয় জাতীয় কংগ্রেস জোট বিধানসভায় ২২৫টি আসন দখল করে ক্ষমতা এসেছে।[৪] তার আগে ৩৪ বছর পশ্চিমবঙ্গ বামফ্রন্ট কর্তৃক শাসিত হয়। এই সরকার ছিল বিশ্বের দীর্ঘতম মেয়াদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার।[৫][৬]

মন্ত্রিপরিষদ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়

এই তালিকাটি ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পর গঠিত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের তালিকা। সকল মন্ত্রীই কলকাতায় নিজ নিজ দপ্তরে বসেন। ভারতীয় সংবিধান অনুযায়ী, সকল ক্যাবিনেট মন্ত্রীই রাজ্য বিধানসভার সদস্য। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বিধানসভার সদস্য হননি।[৭]

ক্যাবিনেট মন্ত্রী

মন্ত্রীরা দুটি শ্রেণিতে বিভক্ত। ক্যাবিনেট পদমর্যাদার অধক্রম অনুযায়ী, এঁরা হলেন:

  • ক্যাবিনেট মন্ত্রী – কোনো মন্ত্রকের প্রবীণ মন্ত্রী। অন্য কোনো মন্ত্রকে ক্যাবিনেট মন্ত্রী নিযুক্ত না হলে, একজন ক্যাবিনেট মন্ত্রী সেই মন্ত্রকের দায়িত্ব সামলাতে পারেন।
ক্রম সংখ্যানামমন্ত্রকবিধানসভা কেন্দ্র
মমতা বন্দ্যোপাধ্যায়পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী[৮]
অতিরিক্ত দায়িত্ব:
ভবানীপুর
সুব্রত বক্সীপুর্ত মন্ত্রক
পরিবহণ মন্ত্রক
ভবানীপুর
পার্থ চট্টোপাধ্যায়বাণিজ্য ও শিল্প মন্ত্রক
সংসদীয়-বিষয়ক মন্ত্রক
সরকারি উদ্যোগ মন্ত্রক
শিল্প পুনর্গঠন মন্ত্রক
তথ্যপ্রযুক্তি মন্ত্রক[৯][১০][১১]
বেহালা পশ্চিম
অমিত মিত্রঅর্থ মন্ত্রক
শুল্ক মন্ত্রক[৯][১০][১১]
খড়দহ
মণীশ গুপ্তউন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রক[১১]যাদবপুর
সুব্রত মুখোপাধ্যায়জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রক[১১]বালিগঞ্জ
আবদুল করিম চৌধুরীজনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রক[৯][১০]ইসলামপুর
সাধন পাণ্ডেক্রেতা সুরক্ষা মন্ত্রকমানিকতলা
উপেন বিশ্বাসঅনগ্রসর শ্রেণি উন্নয়ন মন্ত্রকবাগদা
১০জাভেদ খানত্রাণ মন্ত্রক
দমকল ও জরুরি পরিষেবা মন্ত্রক
অসামরিক প্রতিরক্ষা মন্ত্রক[৯][১০]
কসবা
১১রবীন্দ্রনাথ ভট্টাচার্যকৃষি মন্ত্রক[১১]সিঙ্গুর
১২সাবিত্রী মিত্রনারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রক[১১]মানিকচক
১৩জ্যোতিপ্রিয় মল্লিকখাদ্য ও সরবরাহ মন্ত্রক[৯][১০]হাবড়া
১৪শান্তিরাম মাহাতোস্বাবলম্বন ও স্বনিযুক্তি মন্ত্রকবলরামপুর
১৫হায়দর আজিজ সফিসমবায় মন্ত্রক
অন্তর্দেশীয় জলপথ-পরিবহন মন্ত্রক[১১]
উলুবেড়িয়া পূর্ব
১৬মলয় ঘটকআইন মন্ত্রক
বিচারবিভাগ-বিষয়ক মন্ত্রী
আসানসোল উত্তর
১৭পূর্ণেন্দু বসুশ্রম মন্ত্রক[১১]রাজারহাট গোপালপুর
১৮ব্রাত্য বসুস্কুল ও উচ্চশিক্ষা মন্তক[১১]দমদম
১৯রচপাল সিংপর্যটন মন্ত্রক[১১]তারকেশ্বর
২০হিতেন বর্মনবন মন্ত্রকশীতলকুচি
২১গৌতম দেবউত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকডাবগ্রাম-ফুলবাড়ি
২২নুর আলম চৌধুরীপ্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রকমুরারই
২৩শঙ্কর চৌধুরীঅপ্রচলিত শক্তি উৎস মন্ত্রক
সংশোধনাগার প্রশাসন মন্ত্রক
বালুরঘাট
২৪রবিরঞ্জন চট্টোপাধ্যায়কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ মন্ত্রক
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক
জৈবপ্রযুক্তি মন্ত্রক
বর্ধমান দক্ষিণ
২৫সুদর্শন ঘোষদস্তিদাসপরিবেশ মন্ত্রক[১১]মহিষাদল
২৬উজ্জ্বল বিশ্বাসযুব পরিষেবা মন্ত্রক[১১]কৃষ্ণনগর দক্ষিণ
২৭শ্যাম মুখোপাধ্যায়আবাসন মন্ত্রকবিষ্ণুপুর
২৮ফিরাদ হাকিমপুর মন্ত্রক
নগরোন্নয়ক মন্ত্রক[১১]
কলকাতা বন্দর
২৯সুকুমার হাঁসদাপশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক[১১]ঝাড়গ্রাম
৩০সৌমেন মহাপাত্রজলসম্পদ সমীক্ষা ও উন্নয়ন মন্ত্রকতমলুক
৩১অরূপ রায়কৃষি বিপণন মন্ত্রকহাওড়া মধ্য
৩২চন্দ্রনাথ সিংহপঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকবোলপুর
৩৩মানস ভুঁইয়াসেচ ও জলপথ মন্ত্রক
ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্র মন্ত্রক[১১]
সবং
৩৪আবু হেনামৎস্য মন্ত্রক
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন মন্ত্রক[১১]
লালগোলা

প্রতিমন্ত্রী

মন্ত্রীরা দুটি শ্রেণিতে বিভক্ত। ক্যাবিনেট পদমর্যাদার অধক্রম অনুযায়ী, কনিষ্ঠরা হলেন প্রতিমন্ত্রী:

  • প্রতিমন্ত্রী –কনিষ্ঠ মন্ত্রীরা ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে কাজ করেন। সাধারণত তাঁদের কিছু নির্দিষ্ট কর্তব্য পালন করতে হয়। উদাহরণ স্বরূপ, অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রীকে শুধুমাত্র কর বিভাগটি দেখতে হতে পারে।
ক্রম সংখ্যানামমন্ত্রকবিধানসভা কেন্দ্র
৩৫মঞ্জুলকৃষ্ণ ঠাকুরশরণার্থী ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)
ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্র মন্ত্রক
গাইঘাটা
৩৬মদন মিত্রক্রীড়া মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)[৬]কামারহাটি
৩৭সুব্রত সাহাপুর্ত মন্ত্রকসাগরদিঘি
৩৮শ্যামল মণ্ডলসুন্দরবন মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)
সেচ ও জলপথ মন্ত্রক
ক্যানিং পশ্চিম
৩৯প্রমথনাথ রায়উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রককালীগঞ্জ
৪০আবু নাসের খান চৌধুরীবিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকসুজাপুর
৪১মনোজ চক্রবর্তীসংসদীয়-বিষয়ক মন্ত্রকবহরমপুর
৪২সুনীলচন্দ্র তিরকেখাদ্য সুরক্ষা মন্ত্রকফাঁসিদেওয়া
৪৩সাবিনা ইয়াসমিনশ্রম মন্ত্রকমোথাবাড়ি

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন