মাদুরাই লোকসভা কেন্দ্র

মাদুরাই লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ৩৯ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তামিল।

মাদুরাই লোকসভা কেন্দ্র
ভারতীয় নির্বাচনী এলাকা
তামিলনাড়ুএর লোকসভা কেন্দ্রসমূহ ও ৩২ নং-এ মাদুরাই
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যতামিলনাড়ু
বিধানসভা নির্বাচনী এলাকা৬টি
প্রতিষ্ঠিত১৯৫২-বর্তমান
মোট নির্বাচক১,৪৪১,৪৩৪[১]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
সু. বেঙ্কটেশন
দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
নির্বাচিত বছর২০১৯

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে যদি ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, তবে তাকে উপনির্বাচন বলা হয়।

এই লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ুর সমগ্র মাদুরাই জেলার মাদুরাই শহর ও পারিপার্শ্বিক শহরতলির অঞ্চলগুলি নিয়ে গঠিত৷

ইতিহাস

মাদুরাই লোকসভা কেন্দ্রে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্রগুলি

মাদুরাই লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ২৩৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[২] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য তামিলনাড়ু বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৬ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রে কোনো সংরক্ষিত আসন নেই, এর ছয়টি বিধানসভা কেন্দ্রগুলি হলো,

মাদুরাই উত্তর বিধানসভা কেন্দ্র

মাদুরাই উত্তর বা মাদুরাই বড়কু বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মাদুরাই জেলায় উত্তরভাগ ও উত্তর শহরতলিতে অবস্থিত৷

মাদুরাই দক্ষিণ বিধানসভা কেন্দ্র

মাদুরাই দক্ষিণ বা মাদুরাই তেরকু বিধানসভা কেন্দ্রটি তামলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি দক্ষিণ মাদুরাই শহরে অবস্থিত৷

মাদুরাই পূর্ব বিধানসভা কেন্দ্র

মাদুরাই পূর্ব বা মাদুরাই কীলকু বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মাদুরাই জেলার পূর্ব শহরতলিতে অবস্থিত৷

মাদুরাই পশ্চিম বিধানসভা কেন্দ্র

মাদুরাই পশ্চিম বা মাদুরাই মেরকু বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৪ নং বিধানসভা কেন্দ্র। এটি মাদুরাই জেলার পশ্চিম শহরতলিতে অবস্থিত৷

মাদুরাই মধ্য বিধানসভা কেন্দ্র

মাদুরাই মধ্য বা মাদুরাই মত্তি বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯৩ নং বিধানসভা কেন্দ্র। এটি মাদুরাই জেলার উত্তর ও মধ্য মাদুরাই শহরে অবস্থিত৷

মেলুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮৮ নং বিধানসভা কেন্দ্র। এটি মাদুরাই জেলার উত্তর পূর্ব দিকে অবস্থিত৷

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা

নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। এই আসনে সব থেকে বেশি সংখ্যকবার বিজয়ী হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পদপ্রার্থীগণ এবং সর্বাধিক নির্বাচিত প্রার্থী হলেন এ. জি. এস. রামবাবু। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির শ্রী সু. বেঙ্কটেশন।[৩]

সংসদ সদস্য

লোকসভাস্থিতিকালকেন্দ্রএমপির নামপার্টি
প্রথম লোকসভা১৯৫২-৫৭মাদুরাইবালসুব্রহ্মণ্যম কোড়িমঙ্গলমভারতীয় জাতীয় কংগ্রেস [৪]
দ্বিতীয় লোকসভা ১৯৫৭-৬২কে. টি. কে. থাঙ্কামণিভারতীয় কমিউনিস্ট পার্টি[৫]
তৃতীয় লোকসভা ১৯৬২-৬৭এন. এম. আর. শুভরামণভারতীয় জাতীয় কংগ্রেস[৬]
চতুর্থ লোকসভা ১৯৬৭-৭১পি. রামমূর্ত্তিভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[৭]
পঞ্চম লোকসভা১৯৭১-৭৭আর. ভি. স্বামীনাথনভারতীয় জাতীয় কংগ্রেস[৮]
ষষ্ঠ লোকসভা১৯৭৭-১৯৮০আর. ভি. স্বামীনাথনভারতীয় জাতীয় কংগ্রেস [৯]
সপ্তম লোকসভা১৯৮০-১৯৮৪এ. জি. শুভরামণভারতীয় জাতীয় কংগ্রেস [১০]
অষ্টম লোকসভা ১৯৮৪-১৯৮৯এ. জি. শুভরামণভারতীয় জাতীয় কংগ্রেস[১১]
নবম লোকসভা১৯৮৯-১৯৯১এ. জি. এস. রামবাবুভারতীয় জাতীয় কংগ্রেস[১২]
দশম লোকসভা ১৯৯১-১৯৯৬এ. জি. এস. রামবাবুভারতীয় জাতীয় কংগ্রেস[১৩]
একাদশ লোকসভা১৯৯৬-১৯৯৮এ. জি. এস. রামবাবুতামিল মানিলা কংগ্রেস [১৪]
দ্বাদশ লোকসভা ১৯৯৮-১৯৯৯সুব্রহ্মণ্যন স্বামীজনতা পার্টি [১৫]
ত্রয়োদশ লোকসভা ১৯৯৯-২০০৪পি. মোহনভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৬]
চতুর্দশ লোকসভা২০০৪-২০০৯পি. মোহনভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৭]
পঞ্চদশ লোকসভা২০০৯-২০১৪এম. কে. অলগিরিদ্রাবিড় মুনেত্র কড়গম[১৮]
ষোড়শ লোকসভা২০১৪-২০১৯আর. গোপালকৃষ্ণণ যাদবসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম[১৯]
সপ্তদশ লোকসভা ২০১৯-বর্তমান সু. বেঙ্কটেশভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী