মানুষী ছিল্লার

মিস ওয়ার্ল্ড ২০১৭

মানুষী ছিল্লার (হিন্দি: मानुषी छिल्लर; জন্ম: ১৪ই মে ১৯৯৭) হচ্ছেন একজন ভারতীয় মডেল এবং সুন্দরী প্রতিযোগিতার শিরোপাধারী, যিনি মিস ওয়ার্ল্ড ২০১৭-এর মুকুট জিতেন।[২] এর পূর্বে ২৫ জুন ২০১৭-এ তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭ এর মুকুট জিতেছেন। ওয়ার্ল্ড খেতাবধারীদের মধ্যে ছিল্লার হচ্ছেন ৬ষ্ঠ ভারতীয় মহিলা, এবং এর পূর্বে মিস ওয়ার্ল্ড ২০০০-এ এই খেতাব জিতেন প্রিয়াঙ্কা চোপড়া

মানুষী ছিল্লার
मानुषी छिल्लर
জন্ম (1997-05-14) ১৪ মে ১৯৯৭ (বয়স ২৭)
শিক্ষাসেন্ট থমাস স্কুল
বাগাট পোল শিং মেডিকেল কলেজ
পেশা
  • সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
  • মডেল
উচ্চতা১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
উপাধিফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭
মিস ওয়ার্ল্ড ২০১৭
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংবাদামী
চোখের রংবাদামী
প্রধান
প্রতিযোগিতা
ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭
(বিজয়ী)
মিস ওয়ার্ল্ড ২০১৭
(বিজয়ী)

জীবন ও কর্মজীবন

প্রারম্ভিক ও ব্যক্তিগত জীবন

ছিল্লার হরিয়াণার চিকিৎসক পিতা-মাতার ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতা ডা. মিত্র বসু ছিল্লার, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন এর একজন বিজ্ঞানী। তার মা ডা. নিলাম ছিল্লার, ইনস্টিটিউট অব হিউম্যান ব্রিবেইহিয়ার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস এর স্নায়ুরসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান।[৩]

ছিল্লার নতুন দিল্লির সেন্ট থমাস স্কুল এ পড়েছেন এবং সোনিপাত এর বাগাট পুল সিং মেডিকেল কলেজ থেকে ডাক্তারি ডিগ্রী অর্জন করেছেন।[৪][৫] তিনি একজন প্রশিক্ষিত কুচিপুড়ি নৃত্যশিল্পী এবং তিনি প্রশিক্ষিত হয়েছেন বিখ্যাত নৃত্যশিল্পী দম্পতি রাজা এবং রাধা রেড্ডি এবং কৌশল্যা রেড্ডির নিকট। চিল্লার ন্যাশনাল স্কুল অব ড্রামাতেও যোগদান করেছেন।[৬]

প্রতিযোগিতা

২৫ জুন ২০১৭-এ, চিল্লার ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭ প্রতিযোগিতায় অংশ নেন, এবং হরিয়াণা রাজ্যের প্রতিনিধিত্ব করেন।[৭] প্রতিযোগিতার সময়, ছিল্লার মিস ফটোজেনিকের মুকুট জিতেন এবং প্রতিযোগিতায় জয়ী হন, এবং মিস ওয়ার্ল্ড ২০১৭ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার অধিকার লাভ করেন।[৮][৯][১০][১১]

মিস ওয়ার্ল্ড ২০১৭-এ, ছিল্লার টপ মডেল, পিপল'স চয়েস, এবং মাল্টিমিডিয়া প্রতিযোগিতায় সেমিফাইনালিষ্ট হন, যখন তিনি বিউটি উইথ এ পারপোজ সহ-বিজয়ী ছিলেন। চিল্লারের বিউটি উইথ এ পারপোজ প্রজেক্ট ছিল প্রজেক্ট শক্তি। এই প্রচারাভিযানের লক্ষ্য হল মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বিস্তার করা।[১২] তিনি এই প্রজেক্টের জন্য ২০ টি গ্রাম ঘুরেছেন এবং প্রায় ৫০০০ নারীর চিকিৎসা করেছেন।[১৩] ১৮ই নভেম্বর ২০১৭-এ, চিল্লার 'মিস ওয়ার্ল্ড ২০১৭ মুকুট জিতেন বিদায়ী মিস ওয়ার্ল্ড শিরোনামধারী স্টেফানি ডেল ভ্যালের মাধ্যমে। তিনি হচ্ছেন মিস ওয়ার্ল্ড শিরোনামধারী ৬ষ্ঠ ভারতীয় নারী, মিস ওয়ার্ল্ড ২০০০-এ প্রিয়াঙ্কা চোপড়ার মিস ওয়ার্ল্ড শিরোপা জয়ের পর তিনি তা অর্জন করেন।[১৪][১৫]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
স্টেফানি ডেল ভ্যালে
মিস ওয়ার্ল্ড
২০১৭
উত্তরসূরী
[নির্ধারিত হয়নি]
পূর্বসূরী
প্ৰিয়দৰ্শিনী চট্টোপাধ্যায়
ফেমিনা মিস ইন্ডিয়া
২০১৭
উত্তরসূরী
[নির্ধারিত হয়নি]
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী