মারিদ

মারিদ (আরবি: مارد mārid) হল ইসলামী অনুশীলনে এক ধরণের শক্তিশালী শয়তান। আরবি ভাষায় "মারিদ" শব্দটি "বিদ্রোহী" অর্থ বহন করে, যা এই অতিপ্রাকৃত সত্ত্বাগুলির প্রতি প্রয়োগ করা হয়।

ব্যুৎপত্তি

'Mārid' শব্দটি m-r-d (مرد) মূল থেকে এসেছে, যার প্রাথমিক অর্থ হলো 'অবাধ্য' বা 'বিদ্রোহী'। ইবনে মানযুর কর্তৃক সংকলিত ধ্রুপদী আরবির বিশ্বকোষীয় অভিধান 'লিসান আল-আরব' এই মূলের সাধারণ অর্থই স্বীকৃতি দেয়। কুরআনেও এটি একটি বিশেষণ হিসেবে মন্দ আত্মাদের বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে (আস-সাফফাত, ৩৭:৭), যেখানে "প্রতিটি বিদ্রোহী শয়তানের বিরুদ্ধে রক্ষাকবচ" (আরবি: شيطان مارد, রোমানাইজড: shayṭān mārid) বলা হয়েছে। একই সেমেটিক মূল থেকে হিব্রু 'বিদ্রোহ' (হিব্রু: מרד, রোমানাইজড: mɛrɛḏ) এবং 'বিদ্রোহী' (হিব্রু: מוֹרֵد, রোমানাইজড: moreḏ) শব্দগুলো এসেছে।[১]

আধুনিক লিখিত আরবি অভিধানে দ্বিতীয় অর্থ হিসেবে 'দানব' এবং 'রাক্ষস' (ফার্সি: دیو, রোমানাইজড: div) পাওয়া যায়। লেনের আরবি-ইংরেজি অভিধানে একটি উৎস উল্লেখ করা হয়েছে যেখানে এটিকে "সবচেয়ে শক্তিশালী শ্রেণীর একটি মন্দ জিন" হিসাবে বলা হয়েছে। তবে এই পার্থক্য সর্বজনীন নয়। উদাহরণস্বরূপ, 'আরব্য রজনী'র (হাজার এক রাত) ম্যাকনাটেন সংস্করণে 'marid' এবং 'ifrit' শব্দগুলো একে অপরের সমার্থক হিসেবে ব্যবহৃত হতে দেখা যায় (যেমন, 'জেলের কাহিনী')।[২]

কনস্টান্টিন জিরেসেক বিশ্বাস করতেন যে 'mārid' গ্রীক শব্দ Μαρδαϊται (Mardaitai) থেকে এসেছে যা আরব-বাইজেন্টাইন যুদ্ধগুলোর লুটেরা ভাড়াটে সৈন্যদের বোঝাতো। এর নামানুসারেই আলবেনীয় গোত্র মিরদিতার নামকরণ হয়।[৩]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন