মিশর জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

মিশর জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: Egypt national under-23 football team; যা মিশর অলিম্পিক ফুটবল দল অথবা মিশর অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মিশরের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম মিশরের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১]

মিশর অনূর্ধ্ব-২৩
দলের লোগো
ডাকনামআল-ফিরাইনা (পারোহ)
অ্যাসোসিয়েশনমিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচশাওকি গুরাইব
মাঠকায়রো আন্তর্জাতিক স্টেডিয়াম
ফিফা কোডEGY
ওয়েবসাইটwww.efa.com.eg
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ১১ (১৯২০-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (১৯২৮, ১৯৬৪)
আফ্রিকা অনূর্ধ্ব-২৩ কাপ অব নেশন্স
অংশগ্রহণ৩ (২০১১-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১৯)
আফ্রিকান গেমস
অংশগ্রহণ৭ (১৯৭৩-এ প্রথম)
সেরা সাফল্যস্বর্ণ পদক (১৯৮৭, ১৯৯৫)

৭৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে আল-ফিরাইনা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] এই দলের প্রধান কার্যালয় মিশরের রাজধানী কায়রোয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শাওকি গুরাইব। মিশর অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ১১ বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯২৮ এবং ১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করা।

মারওয়ান মহসিন, হুসাম হাসান, শিহাব আহমদ, মুস্তফা মুহাম্মদ এবং আহমদ ইয়াসির রাইয়ানের মতো খেলোয়াড়গণ মিশরের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন