মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সিলেটের বটেশ্বরে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ৩ মে ২০০৩ সালে তৌফিক রহমান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে ও "বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২"-এর অধীনে প্রতিষ্ঠিত করেন।[১]

মেট্রোপলিটন ইউনিভার্সিটি
লোগো
নীতিবাক্যশিখতে এসো, নেতৃত্ব দিতে বেরিয়ে যাও
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত৩ মে ২০০৩
চেয়ারম্যানড. তৌফিক রহমান চৌধুরী
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৮৫
ঠিকানা
পীরের বাজার, সিলেট – তামাবিল মহাসড়ক, বটেশ্বর, সিলেট সদর
,
সিলেট-৩১০৩
,
২৪°৫৫′৪৯″ উত্তর ৯১°৫৮′২৩″ পূর্ব / ২৪.৯৩০১৮২° উত্তর ৯১.৯৭৩০৬৩° পূর্ব / 24.930182; 91.973063
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামএমইউ
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.metrouni.edu.bd
মানচিত্র

মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়, প্রতি বছরে তিনটি সেমিস্টার তথা মেয়াদ থাকে, তিনটি টার্মের নাম হল বসন্ত, গ্রীষ্ম, শরৎ সেমিস্টার। স্নাতক কোর্সগুলো ৪ বছর মেয়াদি হয়, আর স্নাতকোত্তর কোর্সগুলো ১ বছর মেয়াদি হয়।[২][৩]

ইতিহাস

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ৩ মে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর অস্থায়ী ক্যাম্পাসটি সিলেট শহরের জিন্দাবাজারে অবস্থিত। ৪টি অনুষদের অধীনে ৬টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়টি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমবর্তন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২২ এপ্রিল ২০১০ এবং ৩১ জানুয়ারি ২০১৫ সালে।

উপাচার্যগণ

নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

একাডেমিক কার্যক্রম

অনুষদ এবং বিভাগসমূহ

বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ৪টি অনুষদের অধীনে মোট ৬টি বিভাগ রয়েছে[৪]:

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ

ব্যবসা প্রশাসন অনুষদ

  • ব্যবসায় প্রশাসন বিভাগ

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ

  • ইংরেজি বিভাগ
  • অর্থনিতি বিভাগ

আইন অনুষদ

  • আইন বিভাগ

স্নাতকোত্তর

  • এমএসসি ইন এমআইএস
  • বিবিএ সম্পন্নকারীদের জন্য এমবিএ
  • যেকোন বিভাগ থেকে স্নাতক সম্পন্নকারীর জন্য এমবিএ
  • ইংরেজিতে মাষ্টার্স
  • এলএলএম

অতিরিক্ত শিক্ষা সহায়ক কার্যক্রম

  • অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন