মো. বজলুর রহমান

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি

মো. বজলুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি।

জীবনের প্রথমার্ধ

রহমান ১৯৬৪ সালের ৫ জুন নলছিটি উপজেলা, ঝালকাঠি জেলা, পূর্ব পাকিস্তান, পাকিস্তানে জন্মগ্রহণ করেন।[১] ১৯৭৯ সালে, তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে তার এসএসসি[১] এবং তিনি ১৯৮৪ এবং ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন[১] তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন।[১]

কর্মজীবন

১৯৮৭ সালে রহমান ঢাকা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।[১]

রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের বিচার বিভাগীয় শাখায় ১৯৮৯ সালে সহকারী জজ হিসেবে যোগদান করেন।[১]

২০১৪ সালেনরহমান জেলা ও দায়রা জজ পদে উন্নীত হন।[১] তিনি পুলিশ ট্রাফিক ট্রেনিং স্কুল, ঢাকা, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এবং জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের সাথে অধিভুক্ত।[১]

রহমানকে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ৩১ জুলাই ২০২২ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত করেন।[১] [২] তিনি এবং নবনিযুক্ত দশজন বিচারপতি নিয়োগের পর সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন।[৩]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন