ম্যারি পপিন্স (বই ধারাবাহিক)

ম্যারি পপিন্স অস্ট্রেলীয়-ব্রিটিশ লেখক পি. এল. ট্র্যাভার্স রচিত আটটি শিশুতোষ বইয়ের ধারাবাহিক, যা ১৯৩৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্রকাশিত হয়। ম্যারি শেপার্ড এই ধারাবাহিকের প্রচ্ছদ করেন।[১]

ম্যারি পপিন্স
  • ম্যারি পপিন্স
  • ম্যারি পপিন্স কামস ব্যাক
  • ম্যারি পপিন্স ওপেনস দ্য ডোর
  • ম্যারি পপিন্স ইন দ্য পার্ক
  • ম্যারি পপিন্স ফ্রম এ টু জেড
  • ম্যারি পপিন্স ইন দ্য কিচেন
  • ম্যারি পপিন্স ইন চেরি ট্রি লেন
  • ম্যারি পপিন্স অ্যান্ড দ্য হাউজ নেক্সট ডোর
লেখকপি. এল. ট্র্যাভার্স
অলংকরণম্যারি শেপার্ড
দেশযুক্তরাজ্য
বর্গশিশুসাহিত্য
প্রকাশকহার্পারকলিন্স, লন্ডন
হারকোর্ট, ব্রেস, নিউ হ্যামশায়ার
প্রকাশকাল১৯৩৪-১৯৮৮
মিডিয়া ধরনশক্তমলাট

বইগুলো ঐন্দ্রজালিক ক্ষমতাসম্পন্ন আয়া ম্যারি পপিন্সকে কেন্দ্র করে রচিত, যিনি লন্ডনের ১৭ নং চেরি ট্রি লেনের ব্যাঙ্কস পরিবারে তাদের বাচ্চাদের দেখাশোনার জন্য আসেন। বিভিন্ন রোমাঞ্চকর যাত্রার পর ম্যারি পপিন্স চলে যান। আটটি বইয়ের প্রথম তিনটি বইয়ে ম্যারি পপিন্সের আসা ও যাওয়ার বর্ণনা রয়েছে। পরবর্তী পাঁচটি বইয়ে পূর্বের আসা যাওয়ার পথে রোমাঞ্চকর গল্পগুলো বর্ণিত হয়েছে। ট্র্যাভার্স ম্যারি পপিন্সের পরিচয় দিয়ে গিয়ে বলেন, "তিনি বারবার আসতে ও যেতে পারবেন না।"[২]

ওয়াল্ট ডিজনি বইগুলো থেকে ম্যারি পপিন্স (১৯৬৪) শিরোনামে একটি সঙ্গীতধর্মী চলচ্চিত্র নির্মাণ করে, এতে নাম ভূমিকায় অভিনয় করেন জুলি অ্যান্ড্রুজসেভিং মিস্টার ব্যাঙ্কস (২০১৩) চলচ্চিত্রে ১৯৬৪ সালের চলচ্চিত্রটির নির্মাণের চিত্রায়ন দেখানো হয়েছে। ডিজনির ১৯৬৪ সালের চলচ্চিত্রের অনুবর্তী পর্ব ম্যারি পপিন্স রিটার্নস (২০১৮)-এ নাম ভূমিকায় অভিনয় করেন এমিলি ব্লান্ট

২০০৪ সালে ডিজনি থিয়েট্রিক্যাল ও স্যার ক্যামেরন ম্যাকইন্টশ লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটারে ম্যারি পপিন্স শিরোনামে একটি সঙ্গীতনাট্য মঞ্চায়ন করে। সঙ্গীতনাট্যটি পরে ২০০৬ সালে নিউ ইয়র্কে ব্রডওয়ে মঞ্চে মঞ্চস্থ হয় এবং ২০১৩ সালের ৩ মার্চ পর্যন্ত চলে।[৩]

বইসমূহ

  • ম্যারি পপিন্স
  • ম্যারি পপিন্স কামস ব্যাক
  • ম্যারি পপিন্স ওপেনস দ্য ডোর
  • ম্যারি পপিন্স ইন দ্য পার্ক
  • ম্যারি পপিন্স ফ্রম এ টু জেড
  • ম্যারি পপিন্স ইন দ্য কিচেন
  • ম্যারি পপিন্স ইন চেরি ট্রি লেন
  • ম্যারি পপিন্স অ্যান্ড দ্য হাউজ নেক্সট ডোর

মূল চরিত্রাবলি

  • ম্যারি পপিন্স
  • তোতা আমব্রেলা
  • ব্যাঙ্কস পরিবারের বাচ্চারা
    • জেন
    • মাইকেল
    • জন
    • বারবারা
    • অ্যানাবেল
  • মিস্টার ব্যাঙ্কস
  • মিসেস ব্যাঙ্কস
  • পার্কের দ্বাররক্ষক
  • বার্ট
  • মিস লার্ক
  • অ্যাডমিরাল বুম
  • অন্যান্য গৃহপরিচারক
    • এলেন
    • ব্রিল
    • রবার্টসন এ

বিভিন্ন চরিত্রের উপস্থিতি

ম্যারি পপিন্স (১৯৩৪)ম্যারি পপিন্স কামস ব্যাক (১৯৩৫)ম্যারি পপিন্স ওপেনস দ্য ডোর (১৯৪৩)ম্যারি পপিন্স ইন দ্য পার্ক (১৯৫২)ম্যারি পপিন্স ফ্রম এ টু জেড (১৯৬২)ম্যারি পপিন্স ইন দ্য কিচেন (১৯৭৫)ম্যারি পপিন্স ইন চেরি ট্রি লেন (১৯৮২)ম্যারি পপিন্স অ্যান্ড দ্য হাউজ নেক্সট ডোর (১৯৮৮)ম্যারি পপিন্স (১৯৬৪-এর চলচ্চিত্র)ম্যারি পপিন্স (২০০৪-এর সঙ্গীতনাট্য)ম্যারি পপিন্স রিটার্নস (২০১৮-এর চলচ্চিত্র)
বই ধারাবাহিকডিজনির উপযোগকরণ
ম্যারি পপিন্সহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁ
তোতা আমব্রেলাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁ
জেনহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁ
মাইকেলহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁ
জনহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনানানানা
বারবারাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনানানা
অ্যানাবেলনাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনানানা
মিস্টার ব্যাঙ্কসহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনা
মিসেস ব্যাঙ্কসহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনা
পার্কের দ্বাররক্ষকনাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁহ্যাঁ
বার্টহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁনাহ্যাঁহ্যাঁনা
এলেনহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁ
মিসেস ব্রিলহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁহ্যাঁহ্যাঁনা
রবার্টসন এহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনানাহ্যাঁনাহ্যাঁনা
অ্যাডমিরাল বুমহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁ
মিস লার্কহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁ
মিসেস করিহ্যাঁনাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁহ্যাঁনা
পাখিওয়ালা নারীহ্যাঁনাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁহ্যাঁনা
মিস অ্যান্ড্রুনাহ্যাঁহ্যাঁহ্যাঁনানানাহ্যাঁনাহ্যাঁনা
আলবার্ট উইগহ্যাঁনাহ্যাঁহ্যাঁনানানানাহ্যাঁনানা
টপসি টার্ভিনাহ্যাঁহ্যাঁনানাহ্যাঁহ্যাঁনানানাহ্যাঁ
আর্থার টার্ভিনাহ্যাঁহ্যাঁনানাহ্যাঁহ্যাঁনানানাহ্যাঁ
ব্যালন ওম্যাননাহ্যাঁহ্যাঁনাহ্যাঁনানানানানাহ্যাঁ
সুইপনাহ্যাঁহ্যাঁনাহ্যাঁনানানাহ্যাঁহ্যাঁনা
ফ্যানি অ্যান অ্যানিহ্যাঁনাহ্যাঁহ্যাঁনাহ্যাঁহ্যাঁনাহ্যাঁহ্যাঁনা
ফ্রেড টুইগলিনানাহ্যাঁনানাহ্যাঁনানানানানা
নেলি রুবিনানাহ্যাঁহ্যাঁনানানানানানানানা
আঙ্কল ডজারনাহ্যাঁহ্যাঁনানানানানানানানা
নেলেউসনাহ্যাঁহ্যাঁহ্যাঁনানানানানাহ্যাঁনা
কনস্টেবল এগবার্টহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁহ্যাঁনা
প্রফেসরহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁনানানানা
মিসেস বুমহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনানাহ্যাঁহ্যাঁনানানা
বিনাকলনানাহ্যাঁনাহ্যাঁনানাহ্যাঁহ্যাঁনাহ্যাঁ
ওরিয়ননাহ্যাঁনানানানাহ্যাঁনানানানা
আইসক্রিম বিক্রেতানাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনানানানা
প্রধানমন্ত্রীনাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁহ্যাঁনানানা
লর্ড মেয়রনাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনানানানানানা
অ্যাল্ডারমেননানাহ্যাঁহ্যাঁহ্যাঁনানানানানানা
অ্যান্ড্রুহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনানা
উইলাফবিহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁনাহ্যাঁহ্যাঁ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • বার্গস্টেন, স্টেফান (১৯৭৮)। Mary Poppins and Myth। স্টকহোম: আল্মকভিস্ট অ্যান্ড ভিকসেল। আইএসবিএন 91-22-00127-1 
  • বস্টরিজ, মার্ক (১৯ সেপ্টেম্বর ২০১৪), "Hail Mary", দি ইন্ডিপেন্ডেন্ট, লন্ডন 
  • গ্রিলি, জর্জিয়া (২০০৭) [১৯৯৭]। Myth, Symbol, and Meaning in Mary Poppins: The Governess as Provocateur [In volo, dietro la porta: Mary Poppins e Pamela Lyndon Travers]। জেনিফার ভার্নি কর্তৃক অনূদিত। Foreword by Neil Gaiman। নিউ ইয়র্ক: রুটলেজ। আইএসবিএন 978-0-415-97767-8 
  • কুঞ্জ, জুলিয়া (২০১৪)। Intertextuality and Psychology in P. L. Travers's Mary Poppins Books। ALPH: Approaches to Literary Phantasy, 7। ফ্রাঙ্কফুর্ট: পিটার ল্যাং। আইএসএসএন 1864-323Xআইএসবিএন 978-3-631-64873-5 
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন