য়

বাংলা বর্ণমালার ৪৬তম বর্ণ

য় (অন্তস্থ অ) হল বাংলা ভাষার পয়ত্রিংশ ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ৪৬তম বর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণের নিচে বিন্দু দিয়ে য় বর্ণের সৃষ্টি করেন। ১৮৫৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর "বাংলা বর্ণ পরিচয়" গ্রন্থের বর্ণটি অন্তর্ভুক্ত করেন।

য়
ব্যবহার
লিখনপদ্ধতিবাংলা লিপি
ধরনশব্দীয় বর্ণমালা লিপি
উৎপত্তির ভাষাবাংলা ভাষা
ইউনিকোড মানU+09DF
বর্ণমালায় অবস্থান৪৬
ইতিহাস
ক্রমবিকাশ
ব্রাহ্মী য়
  • গুপ্ত য়
    • সিদ্ধং য়
        • য়
অন্যান্য
লেখার দিকবাম থেকে ডানে

বর্ণনা

বাংলা ভাষায় য় এর ব্যবহার শব্দের মাঝে এবং শব্দের শেষে চালু আছে। শব্দের প্রথমে য় এর ব্যবহার হয়না। য় এর উচ্চারন অ এর মত। তাতে া, ে, ু, ইত্যাদি যোগ করে যথাক্রমে আ, এ, উ উচ্চারণ করা হয়।

স্বরবর্ণয়'র সাথে যুক্ত হলে
য়
য়া
য়ি
য়ী
য়ু
য়ূ
য়ৃ
য়ে
য়ৈ
য়ো
য়ৌ

বৈশিষ্ট্য

য় বর্ণের নিজস্ব কোনো উচ্চারণ নেই। শব্দে "য়" বর্ণটি যে স্বরবর্ণের সাথে যুক্ত থাকে তার উচ্চারণ ধারণ করে। যেমন:[১]

  • ‘য়’ বর্ণের সঙ্গে অ-কার যুক্ত হলে বর্ণটি অ-র মতো উচ্চারিত হয়। যেমন: অভয়, অন্বয়, ছয়, মলয়, জয়, প্রলয়, সময়, বিষয় ইত্যাদি।
  • ‘য়’ বর্ণের সঙ্গে আ-কার যুক্ত থাকলে বর্ণটি আ-র মতো উচ্চারিত হয়। যেমন: দয়া, নয়া, অভয়া।
  • ‘য়’ বর্ণের সঙ্গে ই ঈ যুক্ত হলে বর্ণটি ই-র মতো উচ্চারিত হয়। যেমন: জয়ী, দায়ী, দায়িত্ব, স্থায়িত্ব ইত্যাদি।
  • ‘য়’ বর্ণের সঙ্গে উ বা ঊ-কার যুক্ত হলে বর্ণটি উ-কার ধ্বনির মতো উচ্চারিত হয় । যেমন: আয়ু, বায়ু, স্নায়ু ইত্যাদি।
  • ‘য়’ বর্ণের পূর্বে অবস্থিত বর্ণের সঙ্গে আ-কার ব্যতীত অন্য কোনও কার-চিহ্ন যুক্ত থাকলে ওই ‘য়’ সাধারণত ‘য়ো’-রূপে উচ্চারিত হয়। যেমন: বিধেয় (এই শব্দে ‘য়’-এর পূর্ব বর্ণের সঙ্গে এ-কার যুক্ত আছে। তাই ‘য়’-এর উচ্চারণ হয় ‘বিধেয়ো’), কেন্দ্রীয় (কেন্ দ্রিয়ো), জলীয় (জোলিয়ো), পানীয় (পানিয়ো), প্রান্তীয় (প্রান্ তিয়ো), নির্ণেয় (নির্‌নেয়ো), হেয় (হেয়ো), প্রিয় (প্রিয়ো), ম্রিয়মাণ (ম্রিয়োমান্), জাতীয় (জাতিয়ো), বন্দনীয় (বন্দোনিয়ো), নিন্দনীয় (নিন্ দোনিয়ো), মানবীয় (মানোবিয়ো), করণীয় (করোনিয়ো), পেয় (পেয়ো) ইত্যাদি।

উদাহরণ

  • টিয়া
  • য়না
  • পায়রা
  • য়না
  • য়সা
  • য়
  • য়
  • য়
  • খায়
  • য়
  • যায়

কম্পিউটিং কোড

অক্ষর
ইউনিকোড নামবাংলা অক্ষর য়
এনকোডিংদশমিকহেক্স
ইউনিকোড2527U+09DF
ইউটিএফ-৮224 167 159E0 A7 9F
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্রয়য়

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • উইকিমিডিয়া কমন্সে য় সম্পর্কিত মিডিয়া দেখুন।
  • উইকিঅভিধানে য়-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন