রজার হার্পার

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

রজার অ্যান্ড্রু হার্পার (ইংরেজি: Roger Harper; জন্ম: ১৭ মার্চ, ১৯৬৩) গায়ানার জর্জটাউন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। বর্তমানে তিনি কোচের দায়িত্ব পালন করছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পক্ষে টেস্টএকদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

রজার হার্পার
২০০৬ সালের সংগৃহীত স্থিরচিত্রে রজার হার্পার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রজার অ্যান্ড্রু হার্পার
জন্ম (1963-03-17) ১৭ মার্চ ১৯৬৩ (বয়স ৬১)
জর্জটাউন, গায়ানা
উচ্চতা৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ-ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
সম্পর্কমার্ক হার্পার (ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৮১)
১০ ডিসেম্বর ১৯৮৩ বনাম ভারত
শেষ টেস্ট৮ ডিসেম্বর ১৯৯৩ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪০)
১৩ অক্টোবর ১৯৮৩ বনাম ভারত
শেষ ওডিআই১৩ এপ্রিল ১৯৯৬ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৯-১৯৯০ডেমেরারা
১৯৭৯-১৯৯৭গায়ানা
১৯৮৫-১৯৮৭নর্দাম্পটনশায়ার
১৯৮৯-১৯৯৬বাকাপ সিসি
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআইএফসিএলএ
ম্যাচ সংখ্যা২৫১০৫২০০২১৪
রানের সংখ্যা৫৩৫৮৫৫৭,৪৮০২,৬৫০
ব্যাটিং গড়১৮.৪৪১৬.১৩৩৪.০০২১.৯০
১০০/৫০০/৩০/০১০/৩৬০/৬
সর্বোচ্চ রান৭৪৪৫*২৩৪৬৯*
বল করেছে৩,৬১৫৫,১৭৫৩৭,৮২৬১০,৪০৩
উইকেট৪৬১০০৫৬৭২১০
বোলিং গড়২৮.০৬৩৪.৩১২৫.৯৭৩০.৭৯
ইনিংসে ৫ উইকেট২৮
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং৬/৫৭৪/৪০৬/২৪৫/৩৭
ক্যাচ/স্ট্যাম্পিং৩৬/–৫৫/–২৬২/–১২০/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৪ নভেম্বর ২০১৪

রজার হার্পার অল-রাউন্ডার হিসেবেই দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাট করার পাশাপাশি ডানহাতে অফ ব্রেক বোলিং করতেন তিনি। ১৯৮৩ থেকে ১৯৯৬ পর্যন্ত সর্বমোট ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আধিপত্য বিস্তার করেছেন। পরবর্তীকালে তাকে অবিশ্বাস্য ফিল্ডার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।[১]

খেলোয়াড়ী জীবন

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুই শতাধিক প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিয়েছেন। তার টেস্ট বোলিং গড় ২৮.০৬ যা ল্যান্স গিবসের চেয়েও শ্রেয়তর। কমপক্ষে ২৫ টেস্ট উইকেট লাভকারী ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারদের মধ্যে তিনিই শীর্ষস্থান দখল করেছেন।

১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি তার সেরা বোলিং করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ৪৭ রানে ৪ উইকেট পেয়ে ওয়েস্ট ইন্ডিজকে খেলার নিয়ন্ত্রণে এনেছিল।

অবসর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ২০০০ থেকে ২০০৩ সাল মেয়াদে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ মনোনীত হন। এরপর ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজ যুব দলের ব্যবস্থাপকের দায়িত্ব পান। ২০০৫ সালের ডিসেম্বরের শেষদিকে ক্রিকেট কেনিয়ার পক্ষ থেকে তাকে কেনিয়া ক্রিকেট দলের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়। অন্তর্বর্তীকালীন কোচ মুদাসসর নজরের পরিবর্তে তার এ দায়িত্বভার জানুয়ারি, ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে হারপার বলেছিলেন যে, কোচের দায়িত্বে ফিরে আসায় তিনি সত্যিকার অর্থেই আনন্দিত যা ক্রিকেটের উচ্চ পর্যায়ের সাথে সম্পৃক্ত।[২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
অ্যালেন ডসন
পেশাদার নেলসন ক্রিকেট ক্লাব
১৯৯৮-১৯৯৯
উত্তরসূরী
কিথ আর্থারটন
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন