লরা হাডক

ব্রিটিশ অভিনেত্রী

লরা জেন হাডক (জন্ম ২১ আগস্ট ১৯৮৫)[১] একজন ইংরেজ অভিনেত্রী। অনেস্ট ধারাবাহিকে কেসি কার্টার, দা ভিঞ্চি'স ডিমনস'-এ লুক্রেজিয়া, গার্ডিয়ানস অব দি গ্যালাক্সি এবং গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম ২-এ মেরেডিত কুইল, দ্য ইনবেটুইনার্স-এ এলিসন এবং ট্রান্সফরমার্স: দি লাস্ট নাইট চলচিত্রে ভিভিয়ান উইম্বলি চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত।

লরা হাডক
জন্ম
লরা জেন হাডক

(1985-08-21) ২১ আগস্ট ১৯৮৫ (বয়স ৩৮)
এনফিল্ড, লন্ডন, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীস্যাম ক্ল্যাফলিন (বি. ২০১৩; বিচ্ছেদ. ২০১৯)
সন্তান

প্রাথমিক জীবন

হাডক লন্ডনের এনফিল্ডে জন্মগ্রহণ করেন।[২] তিনি হার্টফোর্টশায়ারের হার্পেনডেনে বড় হয়েছেন। সেখানে তিনি সেন্ট জর্জ'স স্কুলে পড়াশোনা করেছেন।[৩] ১৭ বছর বয়সে তিনি স্কুল ছেড়ে অভিনয় শেখার জন্য লন্ডন চলে যান। চিসউইকের আর্টস এডুকেশনাল স্কুলে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন।[৪]

পেশাজীবন

হাডক কমেডি শোকেসের টেলিভিশন পাইলট প্লাস ওয়ানে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে অভিষেক করেন।[তথ্যসূত্র প্রয়োজন] এছাড়াও তিনি দ্য প্যালেস, মাই ফ্যামেলি, দ্য কালার অব ম্যাজিক, আ পকেট ফুল অব রাই এবং অনেস্ট। তাকে ব্রিটিশ ধারাবাহিক ওয়াইল্ড অ্যাট হার্টের মার্কিন সংস্করণ লাইফ ইজ ওয়াইল্ডেও দেখা গেছে।[৫] হাডক আইটিভি১-এর কৌতুকধর্মী নাটক মানডে মানডেরর কেন্দ্রীয় চরিত্র নাতাশার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও তাকে হাউ নট টু লিভ ইউর লাইফ ধারাবাহিকের দ্বিতীয় ও তৃতীয় সিরিজে সামান্তা চরিত্রে দেখা যায়। ধারাবাহিকটিতে পূর্ববর্তী কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করা সিনিয়েড মোইনিহানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।[৫]

২০১১ সালে তিনি সিনেম্যাক্স/স্কাইয়ের টিভি নাটক স্ট্রাইক ব্যাক: প্রজেক্ট ডন-এর দুই পর্বে অবৈধ অস্ত্র ব্যবসায়ীর অপহৃত কন্যা হিসেবে অভিনয় করেছেন। তিনি ২০১৩ সালের ধারাবাহিক দা ভিঞ্চি'স ডিমনস-এ লরেঞ্জো ডি মেদিচির উপপত্নী ও লিওনার্দো দা ভিঞ্চির প্রেমিকা লুক্রেজিয়া চরিত্রে অভিনয় করেন।[৬][৭] হাডক অভিনীত মঞ্চনাটকের মধ্যে রয়েছে ফেমাস লাস্ট[৮] এবং নর্দান স্টেজে মঞ্চায়িত রাদারফোর্ড অ্যান্ড সান[৯] ২০১৪ সালে তিনি গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি চলচ্চিত্রে মেরেডিথ কুইল চরিত্রে অভিনয় করেছেন এবং ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটির সিক্যূয়াল গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ২-এ তাকে একই চরিত্রে দেখা যায়। তিনি আটিভির ধারাবাহিক দ্য লেভেলে অভিনয় করেছেন। এছাড়াও মাইকেল বে পরিচালিত ২০১৭ সালের ২১ জুন মুক্তিপ্রাপ্ত ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট চলচ্চিত্রে ভিভিয়ান ওয়েম্বলি চরিত্রে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন

হাডক ২০১৩ সালে অভিনেতা স্যাম ক্ল্যাফিনকে বিয়ে করেছিলেন।[১০] ২০১৫ সালে জন্ম নেওয়া তাদের পুত্র সন্তানের নাম পিপ[১১] এবং ২০১৮ সালে জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম মার্গট।[১২] ২০১৯ সালে ২০ আগস্ট হাডক এবং ক্ল্যাফিন তাদের আইনি প্রক্রিয়ায় আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন।[১৩]

চলচ্চিত্র তালিকা

চলচ্চিত্র

বছরশিরোনামচরিত্রমন্তব্য
২০১১ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জারলরেইন কুইলআটোগ্রাফ চাওয়া নারী। পরে পিটার কুইলের দাদী হওয়ার কথা বলা হয়েছিল।[১৪]
দ্য ইনবিটুইনার্স মুভিঅ্যালিসনমনোনিত – সেরা নারী নবাগতের জন্য এম্পায়ার অ্যাওয়ার্ড
২০১২স্টোরেজ ২৪নিকি
হাউজ ককটেইলদ্য বিউটিফুলস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০১৪গার্ডিয়ানস অব দি গ্যালাক্সিমেরিডিথ কুইল
আ ওয়ান্ডারফুল ক্রিস্টমাস টাইমশেরি
২০১৫সুপারববজুন
২০১৭গার্ডিয়ানস অব দি গ্যালাক্সি ভলিউম ২মেরিডিথ কুইল
ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইটভিভিয়ান উইম্বলি
২০২১ডাউনটাউন অ্যাবি ২দৃশ্যায়ন চলছে

টেলিভিশন

বছরশিরোনামচরিত্রমন্তব্য
২০০৭মাই ফ্যামিলিমেলেনিপর্ব: "লাইফ বিগিনস অ্যাট ফিফটি"
কমেডি শোকেসনিকিপর্ব: "প্লাস ওয়ান"
দ্য কালার অব ম্যাজিকবেথানটেলিভিশন চলচ্চিত্র
২০০৮মার্পল: আ পকেট ফুল অব রিমিজ গ্রসভেনরটেলিভিশন চলচ্চিত্র
অনেস্টকেসি কার্টার
দ্য প্যালেসলেডি অ্যারাবেলা ওর্থেসলি ওলসি২ পর্ব
২০০৯মানডেই মানডেইনাতাশা
২০০৯–২০১১হাউ নট টু লিভ ইউর লাইফসামান্তা
২০১১স্ট্রাইকব্যাক: প্রজেক্ট ডনড. ক্লেইর সমার্সবাই২ পর্ব
রেইজ অব দি ইয়েতিঅ্যাশলিটেলিভিশন চলচ্চিত্র
২০১২আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্সবার্লি বলার্ড
মিসিংসুজান গ্রান্থাম২ পর্ব
২০১৩ডান্সিং অন দি এজজোসেপিনপর্ব: "ইন্টারভিউইং লুই"
২০১৩–২০১৫দা ভিঞ্চিস ডিমনলুক্রেজিয়া দোনাতি
২০১৪রিপার স্ট্রিটলেডি ভেরাপর্ব ৬: "দ্য ইনকন্ট্রোভারটিবল ট্রুথ"
২০১৫লুথারমেগান ক্যান্টার২ পর্ব
২০১৬দ্য মাসকিটার্সপওলিন[১৫]
দ্য লেভেলহেইলে ব্রেক
২০১৯দ্য ক্যাপচারহান্না রবার্টস
২০২০হোয়াইট লাইনসজো ওয়াকারমূখ্য চরিত্র

মঞ্চ

বছরশিরোনামভূমিকামন্তব্য
২০০৯ফেমাস লাস্টট্রিনাঅরেঞ্জ ট্রি থিয়েটার [৮]
২০০৯রাদারফোর্ট অ্যান্ড সানমেরিনর্দান স্টেজ
২০১০ওল্ড জিমি'জ ডটারবিলিদ্য গ্রেইট থিয়েটার অব হল্যান্ড

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন