লশকর-ই-তাইয়েবা

(লস্কর-ই-তৈবা থেকে পুনর্নির্দেশিত)

লশকর-ই-তাইয়েবা (উর্দু: لشکرطیبہ‎‎ [ˈləʃkər ˈt̪ɛːjbaː]; অর্থে মঙ্গলের সৈন্য অনুবাদ অর্থে ন্যায়নিষ্ঠার সৈন্য, অথবা নিষ্পাপ সৈন্য)[২][৫][৬] এছাড়া লস্কর-ই-তাইয়েবা, লস্কর-ই-তাইয়িবা দক্ষিণ এশিয়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত অন্যতম বৃহত্তম সন্ত্রাসী দল।[৭]

লশকর-ই-তাইয়েবা
لشکرطیبہ
লস্কর-ই-তৈয়বার পতাকা
প্রতিষ্ঠা১৯৯০[১][২][৩]–বর্তমান
বিচরনপাকিস্তান, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ[৪]
সন্ত্রাসী কর্মকান্ডকার্গিল যুদ্ধ
ভারত অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী কার্যক্রম
২০০৮ মুম্বাই হামলা
২০০১ ভারতীয় সংসদ ভবন হামলা
মিত্রআল-কায়েদা
হারকাত-উল-জিহাদ-আল-ইসলামী
তাহরিক-ই-নাফজ-ই-শরিয়াত-ই-মহাম্মদী
তালিবান
প্রতিদ্বন্দ্বীভারত সরকার
ভারতের সামরিক বাহিনী
রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)
মার্কিন সৈন্য বল
সেন্ট্রাল ইন্টেলিজেস এজেন্সি (CIA)

১৯৯০ সালে হাফেজ মোহাম্মদ সাঈদ, আবদুল্লাহ ইউসুফ আযযাম[৮][৯][১০] ও জাফর ইকবাল[১১][১২] আফগানিস্তানে লস্কর-ই-তৈয়বা প্রতিষ্ঠা করেন[১৩]। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরের নিকটে মুরিদকে নামক জায়গায় এর সদর অবস্থিত।[৫] এই দলটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন ক্যাম্প চালনা করে।[৩]

নেতৃত্ব

  • হাফেজ মোহাম্মদ সাঈদ - পাকিস্তানে থাকেন -জামাত-উদ-দাওয়ার আমির।[১৪] তবে মুম্বাই হামলার ব্যাপারে তার জড়িত থাকার জন্য অস্বীকার করে বলেন, আমি লস্করের প্রধান নই।[১৫]
  • আবদুল রেহমান মক্কী - পাকিস্তানে থাকেন। এই গোষ্টীর দ্বিতীয় শীর্ষ নেতা। সাঈদের শ্যালক।[১৬] মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ধরিয়ে দিতে পারলে কিংবা অবস্থান বলতে পারলে ২ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।[১৭][১৮]
  • জাকিউর রহমান লকভি - পাকিস্তানি সামরিক বাহিনীর হেফাজতে আটক আছেন।[১৯] লস্করের সিনিয়র নেতা। তার বিরুদ্ধে মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।[২০][২১]
  • ইউসুফ মুজাম্মিল - অপর সিনিয়র নেতা। মুম্বাই হামলায় আজমল কাসাভের সাথে বন্ধুকযুদ্ধে লিপ্ত হন। তিনিও পাক-সামরিক বাহিনীর হেফাজতে আটক আছেন।[২০]
  • জাফর শাহ - পাকিস্তানে আটক আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে তিনি আইএসআই’র সাথে লস্করের লিয়াজোঁ করে মুম্বাইয়ে, হামলায় মুখ্য ভূমিকা পালন করেন।[২২][২৩]
  • মুহাম্মদ আশরাফ - লস্করের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা, মুম্বাই হামলায় তারও জড়িত থাকার অভিযোগ রয়েছে। জাতিসংঘের তালিকায় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তার স্থান রয়েছে।[২৪] এর আগের জিও টিভি এক প্রতিবেদনে বলে- ছয় বছর আগে আশরাফ মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে মারা গেছেন।[২৫][২৬]
  • মাহমুদ মোহাম্মদ আহমেদ বাহাজিক - লস্করের সৌদি আরব শাখার নেতা এবং অন্যতম অর্থ যোগানদাতা। তার নামও জাতিসংঘের সন্ত্রাসবাদ পৃষ্ঠপোষকের তালিকায় রয়েছে।[২৪][২৬]
  • নাসের জাভেদ - কাশ্মীরে অভিযান পরিচালনাকারীদের মধ্যে সিনিয়র। [২৭] যুক্তরাজ্যে বোমা হামলার সাথে তার যোগসুত্র রয়েছে এবং নিষিদ্ধ।"[২৮]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী