লাওসের প্রদেশ

লাওস বা সরকারীভাবে লাও গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্রটিতে মোট ১৭টি প্রদেশ (লাও: ແຂວງ, খেওং, খ্বাং বা খৌয়েং), একটি দাপ্তরিক এলাকা (কাম্ফেং নাখোন) তথা ভিয়েনতিয়েন রাজধানী শহর পৌরসভা (ນະຄອນຫຼວງ, নাখোন লুয়াং, বা না কোণ ল্বাং ভিয়েনতিয়েন) রয়েছে৷ ১৯৯৪ খ্রিস্টাব্দে সাইসম্বুনে একটি বিশেষ মর্যাদাযুক্ত প্রশাসনিক এলাকা (ເຂດພິເສດ, ক্ষেত ফিসেট) গঠন করা হলেও ১৩ই জানুয়ারি ২০০৬ খ্রিস্টাব্দে তার বিশেষ অঞ্চলের মর্যাদা লুপ্ত করা হয়৷[] ২০১৩ খ্রিস্টাব্দ নাগাদ পূর্বতন সাইসম্বুন বিশেষ অঞ্চলের বেশ কিছুটা অঞ্চল নিয়ে সাইসম্বুন প্রদেশ গঠন করা হয়৷

লাওসের প্রদেশ
ແຂວງ
খৌয়াং
শ্রেণিঐকিক রাষ্ট্র
অবস্থান লাওস
সংখ্যা১৮
জনসংখ্যা৮৫,১৬৮ (সাইসম্বুন) থেকে ৮,২৬২,৮৬৪ (সুবর্ণক্ষেত)
আয়তন৩,৯২০ কিমি (১,৫১০ মা) (ভিয়েনতিয়েন) – ২১,৭৭৪ কিমি (৮,৪০৭ মা) (সুবর্ণক্ষেত)
সরকার
উপবিভাগ
  • জেলা

লাওসের প্রদেশ ও দাপ্তরিক এলাকা

অবস্থাননামসদরজনসংখ্যা
(২০১৫ জনগণনা)
ক্ষেত্রফল (বর্গকিমি)জনঘনত্বআইএসও ৩১৬৬-২
আত্তাপেউ প্রদেশআত্তাপেউ
(সমক্ষয় জেলা)
১,৩৯,৬২৮১০,৩২০১৪LA-AT
বোকেও প্রদেশ
বান হুয়েজয়
(হুয়েজয় জেলা)
১,৭৯,২৪৩৬,১৯৬২৯LA-BK
বোলিখামসাই প্রদেশপাক্ষান
(পাক্ষান জেলা)
২,৭৩,৬৯১১৪,৮৬৩১৮LA-BL
চামপাসাক প্রদেশপাক্ষে
(পাক্ষে জেলা)
৬,৯৪,০২৩১৫,৪১৫৪৫LA-CH
হুয়াফান প্রদেশসামনেউ
(সামনেউ জেলা)
২,৮৯,৩৯৩১৬,৫০০১৮LA-HO
খাম্মুয়ান প্রদেশথাখেক
(থাখেক জেলা)
৩,৯২,০৫২১৬,৩১৫২৪LA-KH
লুয়াং নামথা প্রদেশলুয়াং নামথা
(নামথা জেলা)
১,৭৫,৭৫৩৯,৩২৫১৯LA-LM
লুয়াং প্রাবাং প্রদেশলুয়াং প্রাবাং
(লুয়াং প্রাবাং জেলা)
৪,৩১,৮৮৯১৬,৮৭৫২৬LA-LP
উদোমসাই প্রদেশসাই
(সাই জেলা)
৩,০৭,৬২২১৫,৩৭০২০LA-OU
ফোংসালি প্রদেশফংসালি
(ফংসালি জেলা)
১,৭৭,৯৮৯১৬,২৭০১১LA-PH
সালাবন প্রদেশসালাবন
(সরাবন জেলা)
৩,৯৬,৯৪২১০,৬৯১৩৭LA-SL
সাবন্নাখেতসুবর্ণক্ষেত
(ক্ষান্তবৌলী জেলা)
৯,৬৬,৬৯৭২১,৭৭৪৪৫LA-SV
ভিয়েনতিয়েন প্রদেশফনহং
(ফনহং জেলা)
৪,১৯,০৯০১৮,৫২৬২৩LA-VI
ভিয়েনতিয়েন দাপ্তরিক এলাকাভিয়েনতিয়েন৮,২০,৯৪০৩,৯২০২০৯LA-VT
সৈন্যবুলি প্রদেশসৈন্যবুলি
(সেনাবুলি জেলা)
৩,৮১,৩৭৬১৬,৩৮৯২৩LA-XA
সেকং প্রদেশসেকং
(লাম্মাম জেলা)
১,১৩,০৪৮৭,৬৬৫১৫LA-XE
সাইসম্বুন প্রদেশঅনুবং
(অনুবং জেলা)
৮৫,১৬৮৪,৫০৬১৯LA-XS
সিয়াংখুয়াং প্রদেশ
ফোনসাবন
(পেক জেলা)
২,৪৪,৬৮৪১৫,৮৮০১৫LA-XI

জনসংখ্যা

প্রতিটি প্রদেশের জনসংখ্যা ২০১৫ খ্রিস্টাব্দের জনগণনায় নথিভুক্ত করা রয়েছে৷[]

ইতিহাস

১৯৮৯ খ্রিস্টাব্দে ভিয়েনতিয়েন প্রদেশ থেকে ভিয়েনতিয়েন রাজধানী অঞ্চলকে আলাদা করা হয় এবং নতুন ভিয়েনতিয়েন প্রদেশের রাজধানী মুয়াং ফনহঙে স্থানান্তরিত করা হয়৷ ১৯৯৪ খ্রিস্টাব্দে বালিখামসাই, ভিয়েনতিয়েন ও সিয়াংখুয়াং প্রদেশ থেকে কিছু কিছু অঞ্চল নিয়ে সাইসম্বুন বিশেষ অঞ্চল গঠন করা হয়৷ ২০০৬ খ্রিস্টাব্দে সাইসম্বুন থেকে বিশেষ অঞ্চলের মর্যাদা লোপ করা হয় এবং ঐ প্রদেশের লঙসান, সাইসম্বুন, ফুন এবং হোম জেলা ভিয়েনতিয়েন প্রদেশের সাথে ও থাতোম জেলা সিয়াংখুয়াং প্রদেশের সাথে যুক্ত করা হয়৷

প্রশাসনিক অধোস্তর

লাওসের প্রতিটি জেলা একাধিক জেলায় (মুয়াঙ) ও প্রতিটি জেলা একাধিক গ্রামসমষ্টি (বান) নিয়ে গঠিত৷

ভূগোল

প্রদেশগুলিকে তিনটি স্তরে ভাগ করা যায় যথা, উত্তর (ফংসালি থেকে সৈন্যবুলি, লুয়াং প্রাবাং ও সিয়াংখুয়াং পর্যন্ত), কেন্দ্রীয় (ভিয়েনতিয়েন ও বালিখামসাই) এবং দক্ষিণ (খাম্মুয়ান থেকে চামপাসাক অবধি)৷

তথ্যসূত্র

🔥 Top keywords: হরিচাঁদ ঠাকুরশবে কদরবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসূরা ক্বদরসনজীদা খাতুনপ্রধান পাতাবিশেষ:অনুসন্ধানসালাতুত তাসবীহআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাহামজা চৌধুরীএশার নামাজএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)তাহাজ্জুদকাজী মোতাহার হোসেনওয়াহিদুল হকবিতর নামাজঢাকা-১১মুহাম্মদ ইউনূসঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশফিতরা২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলাদেশসাদেক হোসেন খোকাইশরাক হোসেনফিফা বিশ্ব র‌্যাঙ্কিংছায়ানটকুরআনের সূরাসমূহের তালিকাজুমাতুল বিদারবীন্দ্রনাথ ঠাকুর২০২৬ ফিফা বিশ্বকাপTamara Bunkeঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২০যাকাতসূরা ইয়াসীনব্রাজিল জাতীয় ফুটবল দলসেজদার আয়াতআযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশমিয়া খলিফা