লি রেমিক

লি অ্যান রেমিক (ইংরেজি: Lee Ann Remick; ১৪ ডিসেম্বর ১৯৩৫ - ২ জুলাই ১৯৯১)[১] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ডেজ অব ওয়াইন অ্যান্ড রোজেস (১৯৬২) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৬৬ সালে ব্রডওয়ের ওয়েট আনটিল ডার্ক নাটকে অভিনয় করে মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

লি রেমিক
Lee Remick
১৯৭৪ সালে লন্ডনে রেমিক
জন্ম
লি অ্যান রেমিক

(১৯৩৫-১২-১৪)১৪ ডিসেম্বর ১৯৩৫
মৃত্যু২ জুলাই ১৯৯১(1991-07-02) (বয়স ৫৫)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৫৩-১৯৮৯
দাম্পত্য সঙ্গীবিল কলারেন
(বি. ১৯৫৭; বিচ্ছেদ. ১৯৬৮)

কিপ গোয়ানস
(বি. ১৯৭০; মৃ. ১৯৯১)
সন্তান

রেমিকের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৫৭ সালে আ ফেস ইন দ্য ক্রাউড দিয়ে। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল অ্যানাটমি অব আ মার্ডার (১৯৫৯), ওয়াইল্ড রিভার (১৯৬০), দ্য ডিটেকটিভ (১৯৬৮), দ্য ওমেন (১৯৭৬) এবং দি ইউরোপিয়ান্স (১৯৭৯)। তিনি ১৯৭৩ সালের টেলিভিশন চলচ্চিত্র দ্য ব্লু নাইট এবং ১৯৭৪ সালের মিনি ধারাবাহিক জেনি: লেডি র‍্যান্ডলফ চার্চিল-এ অভিনয় করে শ্রেষ্ঠ নাট্য টিভি ধারাবাহিক অভিনেত্রী বিভাগে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। দ্বিতীয় কাজের জন্য তিনি একটি বাফটা টিভি পুরস্কারও অর্জন করেন। ১৯৯১ সালের এপ্রিলে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন