লুজনের ধনেশ

পাখির প্রজাতি

লুজন ধনেশ (Penelopides manillae), যাদেরকে মাঝে মাঝে Luzon Tarictic Hornbill, এই নামেও দাকা হয় হল ধনেশ প্রজাতির একধরনের পাখি যারা প্রধানত বিউসেরোটিডি পরিবারের অন্তর্ভুক্ত। এদেরকে লুজন দ্বীপপুঞ্জের ঘন জঙ্গলে দেখতে পাওয়া যায় এবং ফিলিপাইনের আশেপাশের দ্বীপপুঞ্জগুলোতেও দেখতে পাওয়া যায়। এদেরকে ভিসায়ন ধনেশদের উপজাতি বলে ধরা হয়।[২]

লুজন ধনেশ
পুরুষ (ওপরে) এবং মহিলা (নিচে)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:প্রাণী জগৎ
পর্ব:কর্ডাটা
শ্রেণী:পক্ষী
বর্গ:Coraciiformes
পরিবার:Bucerotidae
গণ:Penelopides
প্রজাতি:P. manillae
দ্বিপদী নাম
Penelopides manillae
(Boddaert, 1783)
প্রতিশব্দ

Penelopides panini manillae

লুজন ধনেশদের দুটো উপজাতি আছে: এরা মূলত পোলিল্লো দ্বীপপুঞ্জ এবং পাটনানোঙ্গান এই দুটো দ্বীপপুঞ্জতে বিপুল ভাবে বিস্তৃত।[২] এদেরকে প্রধানত মাংসের লোভে শিকার করা হয় কিন্তু এখন এদের শিকার অনেকটাই কমে গেছে কারণ সরকার এদের ওপরে শিকার করার আইন কানুন বার করেছে।

গ্যালারি

তথ্যসূত্র


🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন