লুনা ই-৩ নং. ২

লুনা ই-৩ নং. ২,[১] কখনও কখনও নাসা কর্তৃক লুনা ১৯৬০বি হিসাবে চিহ্নিত করা হয়,[২] হলো লুনা কর্মসূচির অংশ হিসাবে ১৯৬০ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান যা উৎক্ষেপণ ব্যর্থতায় হারিয়ে যায়। এটি ছিলো ২৭৯-কিলোগ্রাম (৬১৫ পা) ভর বিশিষ্ট লুনা ই-৩ মহাকাশযান,[৩] দুটির মধ্যে দ্বিতীয় উৎক্ষেপণ করাটি,[৪] যে দুটিই উৎক্ষেপণ ব্যর্থতায় হারিয়ে গিয়েছে।[৪] দূরের দিক সহ চাঁদের পৃষ্ঠের চিত্র গ্রহণের জন্য এটি একটি চক্রাকার গতিপথে চাঁদের চারপাশে উড়ে যাওয়ার উদ্দেশ্যে প্রেরিত হয়েছিলো। ই-৩ মহাকাশযানের নকশা ই-২এ-এর মতো ছিল যা আগের লুনা ৩ অভিযানের জন্য ব্যবহার করা হয়েছিলো। যাইহোক, তারা উচ্চতর রেজুলিউশন ক্যামেরা বহন করে এবং কাছা দিয়ে উড়ে যাবার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

লুনা ই-৩ নং. ২
অভিযানের ধরনলুনার ফ্লাইবাই
অভিযানের সময়কালকক্ষপথে পৌঁছতে ব্যর্থ
মহাকাশযানের বৈশিষ্ট্য
মহাকাশযানের ধরনই-৩
প্রস্তুতকারকপরীক্ষামূলক নকশা ব্যুরো (ওকেবি-১)
উৎক্ষেপণ ভর২৭৯ কিলোগ্রাম (৬১৫ পা)
অভিযানের শুরু
উৎক্ষেপণ তারিখ১৬ এপ্রিল ১৯৬০, ১৬:০৭:৪১ (1960-04-16UTC16:07:41Z); ইউটিসি
উৎক্ষেপণ রকেটলুনা ৮কে৭২ (নং এল১-৯এ)
উৎক্ষেপণ স্থানবাইকোনুর, সাইট ১/৫
----
লুনা কর্মসূচি
← লুনা ই-৩ নং. ১লুনা ই-৬ নং. ২

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Orbital launches in 1960

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন