ল্যান্স নায়েক

ল্যান্স নায়েক ভারতপাকিস্তান সেনাবাহিনীর সর্বনিম্ন নন-কমিশনড অফিসার পদবি। এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সদ্যগঠিত বাংলাদেশ সেনাবাহিনীতে এ পদবিটি প্রচলিত ছিল। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এ পদবিটি কর্পোরাল পদবি দিয়ে প্রতিস্থাপিত হয়। এ পদের উৎপত্তি ১৯৪৭ পূর্ববর্তী ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে। ল্যান্স নায়েক পদবি সামরিক উর্দিতে একটি শ্যাভরন দিয়ে চিহ্নিত হয়।

ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক শ্যাভরন

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্যে সর্বোচ্চ সামরিক পদক-প্রাপ্ত সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে দুইজন- মুন্সি আব্দুর রউফনূর মোহাম্মদ শেখ ছিলেন ল্যান্স নায়েক পদবির।

এছাড়াও সমসাময়িক ভারত-পাকিস্তান যুদ্ধে অসাধারণ বীরত্ব-প্রদর্শন করে ভারতের সর্বোচ্চ সামরিক পদক পরম বীর চক্রে ভূষিত হন ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক এলবার্ট এক্কা। ইতোপূর্বে ১৯৪৮ সালে জম্মু-কাশ্মীরে পাক-ভারত মোকাবেলায় বীরত্বের জন্য একই পদক লাভ করেন ল্যান্স নায়েক করম সিং।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন