শিবানন্দ আশ্রম

একটি আন্তর্জাতিক হিন্দু সংগঠন

শিবানন্দ আশ্রম বা ডিভাইন লাইফ সোসাইটি (ডিএলএস) একটি হিন্দু-ধর্মীয় প্রতিষ্ঠান এবং আশ্রম, যা স্বামী শিবানন্দ স্বরস্বতী’র দ্বারা ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি সদরদপ্তর মুনি কি রেতি, হৃষিকেশ, ভারতে আবস্থিত। এখন সারাবিশ্বে এটির কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয় হৃষিকেশেও স্থাপিত হচ্ছে। স্বামী শিবানন্দের শিষ্যরাও স্বাধীনভাবে প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গড়ে তুলছে। যেমন- মরিশাস, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মালেয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ প্রভৃতি জায়গায়। [১][২][৩]

শিবানন্দ আশ্রম
ডিভাইন লাইভ সোসাইটি
সেবা, ভালোবাসা, আত্নসমর্পণ, পরিশুদ্ধি, ধ্যান, অনুধাবন
গঠিত১৯৩৬
প্রতিষ্ঠাতাস্বামী শিবানন্দ
ধরনধর্মীয় প্রতিষ্ঠান
উদ্দেশ্যশিক্ষামূলক ,জনকল্যাণ, ধর্ম-সংক্রান্ত গবেষণা, আধ্যাত্মিকতা
সদরদপ্তরহৃষিকেশ, উত্তরাখণ্ড, ভারত
অবস্থান
  • ৩০০টি শাখা
এলাকাগত সেবা
বিশ্বব্যাপী
ওয়েবসাইটwww.dlshq.org

লক্ষ্য ও কার্যক্রম

শিবানন্দ ঘাটের পাশে শিবানন্দ কুটীর এবং আশ্রম

নিম্নলিখিত উপায়গুলোর মাধ্যমে এই সংগঠন আধ্যাত্মিক জ্ঞান প্রচার করে:

  • যোগ, বেদান্ত প্রভৃতির উপর বই, ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে।
  • আধ্যাত্মিক সমবেত অনুষ্ঠান এবং আলোচনা সভা (সৎসঙ্গ) অনুষ্ঠিত করার মাধ্যমে।
  • যোগ চর্চা করার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে।
  • উৎসাহী ব্যক্তিদের যোগ এবং দর্শনের পদ্ধতিগত অনুশীলনের মাধ্যমে আধ্যাত্মিক জীবন সুন্দরভাবে গড়ে তোলার মাধ্যমে ।
  • দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে।
  • ভারতের প্রাচীন ঐতিহ্য এবং সাংস্কৃতিক অনুশীলন সংরক্ষণ করার মাধ্যমে।

ইতিহাস

১৯৩৬ সালে একটি তীর্থযাত্রা থেকে ফেরার পর, স্বামী শিবানন্দ হৃষিকেশে গঙ্গা নদীর ধারে একটি পুরাতন কুটীরে বাস করতে শুরু করেন। তার দলের অন্যান্য শিষ্যগণও কঠিন পরিস্থিতিতে তার সাথে থাকার জন্য ইচ্ছা পোষণ করেন। অবশেষে একসময় তিনি মানবজাতির সেবা করার উদ্দেশ্যে ডিভাইন লাইফ সোসাইটি প্রতিষ্ঠা করেন। তেহরি গাড়োয়ালের রাজা শিবানন্দ আশ্রম প্রতিষ্ঠার জন্য তাকে কিছু জমি দান করেন।[৪] চিদানন্দ সরস্বতী এই সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে আগস্ট ১৯৬৩ থেকে ২৮ আগস্ট ২০০৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। আবার, কৃষ্ণনন্দ সরস্বতী হৃষিকেশে এই সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে ১৯৫৮ থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

নিরামিষভোজী

শিবানন্দ নৈতিক ও আধ্যাত্মিক কারণে কঠোর ল্যাকটো-ভেজিটেরিয়ান।[৫] তার ডিভাইন লাইফ সোসাইটি এইভাবে নিরামিষ খাবারের পক্ষে।[৬]

বিভাগসমূহ

শিবানন্দ সমাধি মন্দিরের অভ্যন্তর
মুনি কি রেতি-তে গঙ্গা নদীর ওপরে শিবানন্দ ঝুলা ব্রিজ, ১৯৮০ সালে নির্মিত; এটির অবস্থান স্বামী শিবানন্দের কুটীরের পাশেই
  • শিবানন্দ আশ্রম ডিভাইন লাইফ সোসাইটির সদর দপ্তর।
  • ইয়োগা-বেদান্ত ফরেস্ট একাডেমি শিক্ষার্থীদের যোগ অনুশীলনের সময় ব্যক্তিত্ব বিকাশ এবং মানব কল্যাণের জন্য সাধারণ শৃঙ্খলার অংশ হিসেবে প্রশিক্ষণ দেয় ।
  • ইয়োগা-বেদান্ত ফরেস্ট একাডেমি প্রেস কৃষ্টি এবং আধ্যাত্মিক বিষয়ে বই এবং বিভিন্ন সাময়িকী বের করে এছাড়া তার ডিভাইন লাইফ সোসাইটির বিভিন্ন সাহিত্যকর্মও প্রকাশ করে।
  • শিবানন্দ পাবলিকেশন লীগ, ডিভাইন লাইফ সোসাইটির একটি সহযোগী শাখা।
  • ফ্রি লিটারেচার সেকশন সারা পৃথিবীব্যাপী ভক্তদের মাঝে বিভিন্ন বই এবং সাহিত্যকর্ম বিনামূল্যে বিলি করে।
  • শিবানন্দ চ্যারিটেবল হসপিটাল বিনামূল্যে সেবা প্রদান করে এবং ত্রৈমাসিক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
  • শিবানন্দ হোম দুঃস্থ রোগীদের খাদ্য, পোশাক এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম দিয়ে পাশে দাঁড়ায়।

কেন্দ্রসমূহ

ডিভাইন লাইফ সোসাইটির কেন্দ্রগুলো অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, ত্রিনিদাদ ও টোবাগো, কানাডা প্রভৃতি দেশে প্রতিষ্ঠিত হয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন