শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশের জামালপুর জেলার মেলান্দহের ভাবকি বাজারে অবস্থিত একটি স্নাতক পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ। এটি বাংলাদেশ বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
ধরনসরকারি প্রকৌশল কলেজ
স্থাপিত২০২২; ২ বছর আগে (2022)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষবিশ্বজিৎ দাস
শিক্ষার্থী২৪০ (২২ সেশন থেকে)
ঠিকানা
শহরের কেন্দ্রস্থল থেকে ৫ কি.মি. পশ্চিমে, ২৭.৩৭ একর (১১.০৮ হেক্টর)
শিক্ষাঙ্গনভাবকি বাজার, মেলান্দহ উপজেলা, জামালপুর
ভাষাইংরেজি
সংক্ষিপ্ত নামএসএইচটেক (ShTEC)
ওয়েবসাইটwww.dot.gov.bd

ইতিহাস

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ২৭.৩৭ একর জমির উপর প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, যেখানে বুটেক্স ১১.৬৭ একর জমির উপর প্রতিষ্ঠিত। শুরুতে SHTEC ১৭ একর জমির উপর প্রতিষ্ঠিত হলেও জনাব মির্জা আজম ৭ একর এবং এলাকার দানবীর লিখন মন্ডলের ওয়ারিশগণ ৭'৫০ একর জমি দান করেছেন। কলেজের বাজেট বরাদ্দ ২৮৩ কোটি টাকা।[১] কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রস্তাব রাখা হলেও নানাবিধ কারণে বুটেক্স অধিভুক্ত করা হয়।

ক্যাম্পাস নির্মাণাধীন অবস্থায় কলেজটির প্রথম প্রাতিষ্ঠানিক কার্যক্রম ২৭ নভেম্বর, ২০২২ সালে শুরু হয়। ২০২২ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ "অরিত্র-০১" এর অরিয়েন্টেশন সম্পন্ন হয় এবং ২৮ নভেম্বর, ২০২২ থেকে ক্লাসে পাঠদান শুরু হয়।দ্বিতীয় ব্যাচ "অনিন্দ্য-০২" এর অরিয়েন্টেশন ৭ ডিসেম্বর,২০২৩ তারিখে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং ১০ ডিসেম্বর রবিবার হতে অনলাইনে ক্লাস শুরু হয়। ক্যাম্পাস নির্মাণ শেষে ১৪ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ (২৯ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজটির শুভ উদ্ভোধন ঘোষণা করেন। শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে বস্ত্র অধিদপ্তরবস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।

অবস্থান

বাংলাদেশের জামালপুর জেলার মেলান্দহের ভাবকি বাজারে অবস্থিত একটি স্নাতক পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ। নকশীকাঁথা, হস্তশিল্পের স্বর্গরাজ্য, নদীবিধৌত অঞ্চল, যমুনা ও পুরাতন ব্রক্ষপুত্রের মিলনস্থল জামালপুর জেলার কেন্দ্র থেকে মাত্র ৫ কি.মি. পশ্চিমে অবস্থিত।

অনুষদ ও বিভাগ

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪ টি ডিপার্টমেন্টে পাঠদান করানো হয়।

বিভাগের নামশিক্ষার্থী সংখ্যা
১.ওয়েট প্রোসেস ইঞ্জিনিয়ারিং৩০ জন
২.অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং৩০ জন
৩.ফেব্রিক ইঞ্জিনিয়ারিং৩০ জন
৪.ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং৩০ জন

শিক্ষার্থীদের মূল্যায়ন

প্রতি পর্ব এবং বর্ষোন্নয়ন পরীক্ষাতে ৪০ শতাংশ নম্বর পেলে ছাত্রছাত্রীরা পরবর্তী পর্বে বা বর্ষে উত্তীর্ণ হতে পারে। সকল পর্বে শ্রেণিকুইজ এবং বোর্ড নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্বে অংশগ্রহণ করার সুযোগ পায়।

শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর এর গ্রেডিং পদ্ধতি
নাম্বার শ্রেণীগ্রেড লেটারসিজিপিএ গ্রেড পয়েন্ট
৮০-১০০A+৪.০০
৭৫-৭৯A৩.৭৫
৭০-৭৪A-৩.৫০
৬৫-৬৯B+৩.২৫
৬০-৬৪B৩.০০
৫৫-৫৯B-২.৭৫
৫০-৫৪C+২.৫০
৪৫-৪৯C২.২৫
৪০-৪৪D২.০০
০০-৩৯F০.০০


অবকাঠামো

  • ২টি লিফট সহ ৬ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক বিল্ডিং (১টি)
  • মাল্টিপারপাস হল (মিলনায়তন)
  • ৬ তলা বিশিষ্ট ছাত্র হল (২টি)
  • ৬ তলা বিশিষ্ট ছাত্রী হল (১টি)
  • ওয়ার্কশপ ও লাইব্রেরী ভবন
  • উইভিং শেড
  • ডাইং শেড
  • স্পিনিং শেড
  • কেন্দ্রীয় মসজিদ
  • শহিদ মিনার
  • ক্যাফেটেরিয়া
  • মুক্তমঞ্চ
  • ভিউয়ার্স গ্যালারি
  • অধ্যক্ষের বাসভবন (প্রিন্সিপাল কোয়ার্টার)
  • অফিসার্স কোয়ার্টার
  • অফিসার্স ডরমিটরি
  • স্টাফ'স কোয়ার্টার
  • সাব-স্টেশন
  • ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

আবাসিক ব্যবস্থা

  • ছাত্র হল - ২টি (৩০০ আসন)
  • ছাত্রী হল - ১টি (২৫০ আসন)

ছাত্র সংগঠন

  1. কালচারাল এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ক্লাব এসএইচটেক
  2. রক্তদান ও সমাজকল্যাণ ক্লাব (নিবর্তন)
  3. এসএইচটেক স্পোর্টস ক্লাব
  4. এসএইচটেক ক্যারিয়ার ক্লাব
  5. এসএইচটেক ডিবেটিং ক্লাব
  6. এসএইচটেক ফটোগ্রাফী সোসাইটি
  7. ইনোভেশন এন্ড রিসার্চ ক্লাব

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী