সাবা কমর

পাকিস্তানি অভিনেত্রী-মডেল

সাবা কমার জামান[১] (উর্দু: صبا قمر زمان) হলেন একজন পাকিস্তানি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ বেতনভোগী অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি 'লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস', 'নিগার পুরস্কার' এবং 'হাম অ্যাওয়ার্ডস' পেয়েছেন।[২][৩]

সাবা কমর
২০১৭ সালে সাবা কমর
জন্ম
সাবা কমর জামান

৫ এপ্রিল ১৯৮৪ (1984-04-05) (বয়স ৪০)
জাতীয়তাপাকিস্তানি
পেশাটোলিভিশন অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন২০০৪–বর্তমান
পরিচিতির কারণপাকিস্তানি ড্রামস
সম্মাননাপ্রাইড অফ পারফরমেন্স

সাবা কমর ম্যাঁ অওরত হুঁ (২০০৫) নামে টেলিভিশন ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন।

প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন

হায়দ্রাবাদে জন্মগ্রহণ, গুজরানওয়ালাতে বেড়ে ওঠা সাবার কমর আরও পড়াশোনা করার জন্য লাহোরে এসেছিলেন। লাহোরে পিটিভি হোম-এর টিভি সিরিজ 'ম্যাঁ অওরত হুঁ'তে অভিনয়ের মধ্য দিয়ে সাবা কমর অভিনয় শুরু করেন।[৪] তিনি ২৩ জুলাই ২০১১ তারিখে 'টিঙ্কে' তে তার অভিনয়ের জন্য ১৬ তম বার্ষিক পিটিভি পুরস্কারে সর্বজনীন ও জুরি পছন্দ বিভাগে সেরা টিভি অভিনেত্রী হিসেবে পিটিভি অ্যাওয়ার্ড জিতেছিলেন। এই পিটিভি হোম এর সামাজিক নাটকগুলির একটি 'বিনতে আদম'-এ তিনি অভিনয় করেন। ধারাবাহিকটিতে তার ভূমিকা তিনি দরিদ্র পরিবারের একজন যুবককে ভালোবাসেন এবং তার নিষ্ঠুর পিতার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করেন। বিনতে আদম একটি প্রধান সমালোচনামূলক এবং বাণিজ্যিক ভাবে সফল ছিলো তবে, সমালোচকেরা মনে করেন যে তার ভূমিকাটি একটি অভিনেত্রী দৃষ্টিকোণ থেকে সীমিত ছিল।[৩] 'দাস্তা'-এর সুরাইয়া চরিত্রে তার অভিনয়ের জন্য তিনি 'পাকিস্তান মিডিয়া অ্যাওয়ার্ডস' (২০১০) -এ সেরা টিভি অভিনেত্রী ট্রফি জিতেছিলেন এবং ১৬ তম বার্ষিক পিটিভি অ্যাওয়ার্ডে তিনি সর্বজনীন ও জুরি পছন্দ বিভাগে সেরা টিভি অভিনেত্রী ট্রফি লাভ করেছিলেন (২০১১)। 'তেরা প্যায়ার নেহি ভুলে' তে তার ভূমিকার জন্য তিনি ১৭তম বার্ষিক পিটিভি অ্যাওয়ার্ডস (২০১২)-এ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন।[৪]

২০১৫ সালে, তিনি সারমাদ খুসাট পরিচালিত প্রথম চলচ্চিত্র 'মান্টো'তে অভিনয় করেন।[৫] তিনি 'লাহোর সে আগে' (২০১৬) চলচ্চিত্রে তারা আহমেদ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।[৬] তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পে, সকেত চৌধুরীর চলচ্চিত্র 'হিন্দি মিডিয়াম'-এ ইরফান খানের বিপরীতে অভিনয় করেন।[৭]

অভিনীত চলচ্চিত্রসমূহ

বছরশিরোনামচরিত্রমন্তব্য
২০১৫মান্টোনূর জেহানপ্রথম চলচ্চিত্র
২০১৬লাহোর সে আগেতারা আহমেদ
৮৯৬৯মোতিয়া
২০১৭হিন্দি মিডিয়ামমীতা বাত্রাভারতীয় চলচ্চিত্র
২০২২ঘাবরানা নেহি হ্যায়জুবেদা[৮]
কামলিহিনা[৯]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন