সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা (ইংরেজি: St. Xavier's University, Kolkata) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নিউ টাউন উপশহরে অবস্থিত একটি বেসরকারি জেসুইট বিশ্ববিদ্যালয়। ২০১৭ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা
অন্যান্য নাম
ইংরেজি: St. Xavier's University, Kolkata
নীতিবাক্যNihil Ultra (লাতিন)
বাংলায় নীতিবাক্য
দূরে নেই কিছু
ধরনবেসরকারি রোমান ক্যাথলিক গবেষণা অলাভজনক
স্থাপিত৮ ফেব্রুয়ারি ২০১৭; ৭ বছর আগে (2017-02-08)
ধর্মীয় অধিভুক্তি
ক্যাথলিক গির্জা (জেসুইট)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইউজিসি
আচার্যরাফেল জে হাইড
উপাচার্যজন ফেলিক্স রাজ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫০৮ (২০২২)
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১২৯১ (২০২২)
শিক্ষার্থী২৬,০০০ (২০২০)
স্নাতক১৭,৫১৭ (২০২০)
স্নাতকোত্তর২,৫০৮ (২০২০)
২৫০ (২০২০)
অবস্থান, ,
২২°৩৩′৪৩″ উত্তর ৮৮°২৯′১৫″ পূর্ব / ২২.৫৬১৯° উত্তর ৮৮.৪৮৭৫° পূর্ব / 22.5619; 88.4875
শিক্ষাঙ্গন১৬.৬৪ একর (৬.৭৩ হেক্টর)
প্যাট্রন সেন্টসেন্ট ফ্রান্সিস জেভিয়ার
সংক্ষিপ্ত নামজেভিয়ারিয়ান
ওয়েবসাইটwww.sxuk.edu.in
মানচিত্র
বৃত্ত হাউজ, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা

ইতিহাস

২০১১ সালে ফেলিক্স রাজের সভাপতিত্বে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদ একটি দশবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১২ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার পরিকল্পনাটি অনুমোদন করেন। ২০১৩ সালে সরকারের থেকে জমি কিনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় "সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা আইন" পাস হয়। এই আইনে বলা হয়, পশ্চিমবঙ্গের জেসুইট কলেজগুলি এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে পারবে এবং জেসুইট প্রভিন্সিয়ালের সভাপতিত্বে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা এডুকেশনাল ট্রাস্ট হবে এই বিশ্ববিদ্যালয়ের মালিক।[১] এছাড়া ৩৬ সদস্যের একটি গভর্নিং বডি, একজিকিউটিভ কাউন্সিল, ১৩ সদস্যের একটি একজিকিউটিভ কাউন্সিল, অ্যাকাডেমিক কাউন্সিল, ফ্যাকাল্টি কাউন্সিল, বোর্ড অফ স্টাডিজ ও ফাইনান্স কমিটি গঠিত হয়।[২]

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি উক্ত আইন মোতাবেক সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই মাসেই ফেলিক্স রাজ বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।[৩]

মূল বিশ্ববিদ্যালয় ভবনটি ছয়তলা। এই ভবনে একাধিক গ্যালারি ও অ্যাম্ফিথিয়েটারের ধাঁচে নির্মিত কয়েকটি শ্রেণীকক্ষ আছে।[৪] মূল ভবনের কাছেই বৃহদায়তন একটি জেসুইট আবাসও নির্মিত হয়েছে।[৫] সেন্ট জেভিয়ার্স কলেজটি অবশ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কলেজ হিসেবে গণ্য হবে।[৬]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন