স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য ধারাবাহিক)

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য ধারাবাহিক) হল স্ক্রিন অ্যাক্টরস গিল্ড প্রদত্ত নাট্যধর্মী ধারাবাহিকে প্রধান অভিনেতা হিসেবে সেরা পারদর্শীতা দেখানোর জন্য প্রদেয় বার্ষিক পুরস্কার। ১৯৯৪ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ডেনিস ফ্রাঞ্জ এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি এনওয়াইপিডি ব্লু (১৯৯৪) টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন। জেমস গ্যান্ডলফিনি দ্য সোপরানোস টিভি ধারাবাহিকে অভিনয় করে এই বিভাগে সর্বাধিক তিনবার পুরস্কার অর্জন করেছেন। সাম্প্রতিক বিজয়ী পিটার ডিংকলেজ গেম অব থ্রোনস (২০১৯) টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।[১]

স্যাগ সেরা অভিনেতা - নাট্য ধারাবাহিক
সাম্প্রতিক বিজয়ী: পিটার ডিংকলেজ
বিবরণপার্শ্ব চরিত্রে অভিনেতার অসাধারণ অভিনয়
অবস্থানলস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএসএজি-এএফটিআরএ
প্রথম পুরস্কৃত১৯৯৫
সর্বশেষ পুরস্কৃত২০২০
বর্তমানে আধৃতপিটার ডিংকলেজ
(গেম অব থ্রোনস-এর জন্য)
ওয়েবসাইটsagawards.org

বিজয়ী ও মনোনীতদের তালিকা

ডেনিস ফ্রাঞ্জ এনওয়াইপিডি ব্লু টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য ১৯৯৫ ও ১৯৯৭ সালে দুইবার এই বিভাগে পুরস্কৃত হন।
অ্যান্থনি এডওয়ার্ডস ইআর টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য ১৯৯৬ ও ১৯৯৮ সালে দুইবার এই বিভাগে পুরস্কৃত হন।
স্যাম ওয়াটারস্টন ল অ্যান্ড অর্ডার টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য ১৯৯৯ সালে এই বিভাগে পুরস্কৃত হন।
জেমস গ্যান্ডলফিনি দ্য সোপরানোস টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য ২০০০, ২০০৩ ও ২০০৮ সালে তিনবার এই বিভাগে পুরস্কৃত হন।
মার্টিন শিন দ্য ওয়েস্ট উইং টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য ২০০১ ও ২০০২ সালে দুইবার এই বিভাগে পুরস্কৃত হন।
জেসন বেটম্যান ওজার্ক (২০১৭) টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য ২০১৯ সালে এই বিভাগে পুরস্কৃত হন।
  বিজয়ী নির্দেশ করে।

১৯৯০-এর দশক

বছরমনোনীতভূমিকাটিভি ধারাবাহিকসূত্র
১৯৯৪
(১ম)
ডেনিস ফ্রাঞ্জঅ্যান্ডি সিপোভিৎজএনওয়াইপিডি ব্লু[২]
১৯৯৫
(২য়)
অ্যান্থনি এডওয়ার্ডসমার্ক গ্রিনইআর[৩]
১৯৯৬
(৩য়)
ডেনিস ফ্রাঞ্জঅ্যান্ডি সিপোভিৎজএনওয়াইপিডি ব্লু[৪]
১৯৯৭
(৪র্থ)
অ্যান্থনি এডওয়ার্ডসমার্ক গ্রিনইআর[৫]
১৯৯৮
(৫ম)
স্যাম ওয়াটারস্টনজ্যাক ম্যাকয়ল অ্যান্ড অর্ডার[৬]
১৯৯৯
(৬ষ্ঠ)
জেমস গ্যান্ডলফিনিটনি সোপরানোদ্য সোপরানোস[৭]

২০০০-এর দশক

বছরমনোনীতভূমিকাটিভি ধারাবাহিকসূত্র
২০০০
(৭ম)
মার্টিন শিনজোসিয়া বার্টলেটদ্য ওয়েস্ট উইং[৮]
২০০১
(৮ম)
মার্টিন শিনজোসিয়া বার্টলেটদ্য ওয়েস্ট উইং[৯]
২০০২
(৯ম)
জেমস গ্যান্ডলফিনিটনি সোপরানোদ্য সোপরানোস[১০]
২০০৩
(১০ম)
কিয়েফার সাদারল্যান্ডজ্যাক বাউয়ারটুয়েন্টি ফোর[১১]
২০০৪
(১১তম)
জেরি অরবাচ (মরণোত্তর)লেনি ব্রিসকোল অ্যান্ড অর্ডার[১২]
২০০৫
(১২তম)
কিয়েফার সাদারল্যান্ডজ্যাক বাউয়ারটুয়েন্টি ফোর[১৩]
২০০৬
(১৩তম)
হিউ লরিগ্রেগরি হাউজহাউজ[১৪]
২০০৭
(১৪তম)
জেমস গ্যান্ডলফিনিটনি সোপরানোদ্য সোপরানোস[১৫]
২০০৮
(১৫তম)
হিউ লরিগ্রেগরি হাউজহাউজ[১৬]
২০০৯
(১৬তম)
মাইকেল সি. হলডেক্সটার মরগানডেক্সটার[১৭]

২০১০-এর দশক

বছরমনোনীতভূমিকাচলচ্চিত্রসূত্র
২০১০
(১৭তম)
স্টিভ বুসেমিনাকি টমসনবোর্ডওয়াক এম্পায়ার[১৮]
২০১১
(১৮তম)
স্টিভ বুসেমিনাকি টমসনবোর্ডওয়াক এম্পায়ার[১৯]
২০১২
(৯ম)
ব্রায়ান ক্র্যানস্টনওয়াল্টার হোয়াইটব্রেকিং ব্যাড[২০]
২০১৩
(২০তম)
ব্রায়ান ক্র্যানস্টনওয়াল্টার হোয়াইটব্রেকিং ব্যাড[২১]
২০১৪
(২১তম)
কেভিন স্পেসিফ্রান্সিস আন্ডারউডহাউজ অব কার্ডস[২২]
২০১৫
(২২তম)
কেভিন স্পেসিফ্রান্সিস আন্ডারউডহাউজ অব কার্ডস[২৩]
২০১৬
(২৩তম)
জন লিথগোউইনস্টন চার্চিলদ্য ক্রাউন[২৪]
২০১৭
(২৪তম)
স্টার্লিং কে. ব্রাউনর‍্যান্ডল পিয়াররসনদিস ইজ আস[২৫]
২০১৮
(২৫তম)
জেসন বেটম্যানমার্টি বির্ডওজার্ক[২৬]
২০১৯
(২৬তম)
পিটার ডিংকলেজটিরিয়ন ল্যানিস্টারগেম অব থ্রোনস[২৭]

পরিসংখ্যান

পরিসংখ্যানঅভিনেতা / টিভি ধারাবাহিকসংখ্যা
সর্বাধিকবার পুরস্কার বিজয়ী অভিনেতাজেমস গ্যান্ডলফিনি
সর্বাধিকবার মনোনয়ন প্রাপ্ত অভিনেতাডেনিস ফ্রাঞ্জ
পুরস্কার জয় না করে সর্বাধিকবার মনোনয়ন প্রাপ্ত অভিনেতাজো হ্যাম
সর্বাধিকবার পুরস্কার বিজয়ী টিভি ধারাবাহিকদ্য সোপরানোস
সর্বাধিকবার মনোনয়ন প্রাপ্ত টিভি ধারাবাহিকএনওয়াইপিডি ব্লু১৩

একাধিকবার বিজয়ী

৩ বার
২ বার

আরও দেখুন

  • নাট্যধর্মী ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
  • গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিক)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা - নাট্য ধারাবাহিক

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন