হরিষ জয়রাজ

ভারতের তামিল চলচ্চিত্র সঙ্গীত পরিচালক

হরিষ জয়রাজ (জন্ম ৮ জানুয়ারি ১৯৭৫) ভারতের তামিল চলচ্চিত্র শিল্পের একজন জনপ্রিয় সঙ্গীত পরিচালক যিনি মিন্নালে (২০০১) চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচলনা করেন। মূলত তামিল চলচ্চিত্রের সঙ্গীতকার হলেও হরিষ তেলুগু এবং হিন্দি ভাষার সঙ্গীতও কম্পোজ করেছেন।

হরিষ জয়রাজ
ஹாரிஸ் ஜெயராஜ்
প্রাথমিক তথ্য
জন্মনামহরিষ জয়রাজ
উপনামএইচজে, হ্যারিস
জন্ম (1975-01-08) ৮ জানুয়ারি ১৯৭৫ (বয়স ৪৯)
চেন্নাই, তামিলনাড়ু, ভারত
ধরনফিল্ম স্কোর, ওয়ার্ল্ড মিউজিক
পেশামিউজিক কম্পোজার, রেকোর্ড প্রোডিউসার, মিউজিক ডাইরেক্টর, এ্যারেঞ্জার, অর্কেস্ট্রেটর, কন্ডাক্টর, গীতিকার, গান লেখক
বাদ্যযন্ত্র
  • গীটার
  • সিন্থেসাইযার
  • পিয়ানো
  • পারকাশন
  • কিবোর্ড ইন্সট্রুমেন্ট
কার্যকাল২০০১-বর্তমান

পূর্ব জীবন

হরিষ চেন্নাইতে বড় হন, তার জন্ম হয়েছিলো একটি মধ্যবিত্ত খ্রিষ্টান পরিবারে।[১] তিনি কে কে নগরের কৃষ্ণস্বামী ম্যাট্রিক স্কুলে পড়েন। হরিষের বাবার নাম এস এম জয়কুমার যিনি একজন ফিল্ম গীটারিস্ট ছিলেন এবং মালয়ালম চলচ্চিত্রের সঙ্গীতকার শ্যামের একজন সহকারী হিসেবে কাজ করতেন এবং পরে একজন ভালো চলচ্চিত্র সঙ্গীত পরিচালক বনে যান। ছয় বছর বয়সে হরিষ ক্যারনাটিক মিউজিক প্রথমবারের মত শেখেন।[২] তার বাবা তাকে গীটারিস্ট হিসেবে তৈরি করতে চেয়েছিলেন এবং তাকে জনাব এ আব্দুল সাত্তারের কাছে ক্ল্যাসিকাল গীটার বাজানো শেখার জন্য পাঠাতেন।[৩] চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় হরিষ লন্ডনের ট্রিনিটি কলেজ অব মিউজিকে এশিয়ানদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন।[৪]

হরিষ ১৯৮৭ সালে মাত্র ১২ বছর বয়সে একজন গীটারিস্ট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন।[৫] চলচ্চিত্রে তার প্রথম গান ছিলো ভোজপুরী ভাষায় যার নাম ছিলো প্যায়ার কি হুইস্কি। যদিও এ সম্পর্কে কেউ জানতে পারেনি। ২০০১ সালে মুক্তি পাওয়া হিন্দি চলচ্চিত্র র‍্যাহনা হে তেরে দিল মেঁ তে হরিষের কম্পোজ করা গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। তিনি কিবোর্ড খেলা শুরু করেন এবং সিন্থেসাইযার্স এর প্রতি আগ্রহ বিকশিত করেন। এরপর তিনি তার রোল্যান্ড এমসি ৫০০ দ্বারা প্রোগ্রামিং করা শুরু করেন এবং কন্নড়, তামিল, তেলুগু, হিন্দি এবং মালায়ালাম ভাষার সঙ্গীতকারদের অধীনে প্রোগ্রামার হিসেবে কাজ করেন, প্রায় ২৫ জনেরও বেশি সঙ্গীতকারের অধীনে কাজ করেন হরিষ এবং ২০০০ সাল পর্যন্ত প্রায় ৬০০টিরও বেশি প্রকল্পে কাজ করেন।[৬] তিনি গুরুত্বপূর্ণ মিউজিক কম্পোজারের অধীনে কাজ করেন যেমন রাজ-কোটি জুটি (তেলুগু চলচ্চিত্র), এ আর রহমান (তামিল চলচ্চিত্র), সাধু কোকিলা (কন্নড় চলচ্চিত্র), মণি শর্মা (তেলুগু এবং তামিল চলচ্চিত্র), কার্তিক রাজা (তামিল চলচ্চিত্র) এবং বিদ্যাসাগর (তামিল, তেলুগু এবং মালয়ালম চলচ্চিত্র)।[৭] হরিষ একসময় তামিল সঙ্গীতপরিচালক এম এস বিশ্বনাথান এবং হিন্দি সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণ কে অনুসরণ করতেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন