হ্যারি কেরি (অভিনেতা)

আমেরিকান অভিনেতা (1878-1947)

হ্যারি কেরি (ইংরেজি: Harry Carey) নামে পরিচিত দ্বিতীয় হেনরি ডিউইট কেরি (১৬ জানুয়ারি ১৮৭৮ - ২১ সেপ্টেম্বর ১৯৪৭) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি নির্বাক চলচ্চিত্র যুগের শুরুর দিকের তারকাদের মধ্যে অন্যতম। তিনি নাট্যধর্মী মিস্টার স্মিথ গোজ টু ওয়াশিংটন (১৯৩৯) চলচ্চিত্রে সিনেট সভাপতি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

হ্যারি কেরি
Harry Carey
১৯১৯ সালে কেরি
জন্ম
দ্বিতীয় হেনরি ডিউইট কেরি

(১৮৭৮-০১-১৬)১৬ জানুয়ারি ১৮৭৮
মৃত্যু২১ সেপ্টেম্বর ১৯৪৭(1947-09-21) (বয়স ৬৯)
ব্রেন্টউড, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিউডলন সেমেটারি, দ্য ব্রংক্স, নিউ ইয়র্ক
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯০৯-১৯৪৭
দাম্পত্য সঙ্গীঅলিভ কেরি
(বি. ১৯২০; মৃ. ১৯৪৭)
সন্তান২, হ্যারি কেরি জুনিয়র সহ

কেরি অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দ্য গ্রেট মোমেন্ট (১৯২১), ট্রেডার হর্ন (১৯৩১), ইউ অ্যান্ড মি (১৯৩৮), ডুয়েল ইন দ্য সান (১৯৪৬) এবং রেড রিভার (১৯৪৮)। ১৯৪০ সালে হেভেনলি এক্সপ্রেস নাটক দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয় এবং পরে তিনি আহ, ওয়াইল্ডারনেস (১৯৪৪) এবং বাট নট গুডবাই (১৯৪৪) মঞ্চ নাটকে অভিনয় করেন। তিনি প্রখ্যাত অভিনেতা হ্যারি কেরি জুনিয়রের পিতা।

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন