১৯৪৮ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

১৯৪৮ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইংল্যান্ড সফর করে। অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করেন ডন ব্র্যাডম্যান। এটি তার চতুর্থ ও সর্বশেষ ইংল্যান্ড সফর ছিল। প্রথম টেস্টখেলুড়ে দল হিসেবে অস্ট্রেলিয়া দলটি সম্পূর্ণ ইংল্যান্ড সফরে কোন খেলায় না হারার জন্য সবিশেষ খ্যাতি পায়। এরফলে দলটি ‘অপরাজেয়’ বা ‘অজেয়’ দলরূপে ডাক নামে নামাঙ্কিত হয়। এভাবেই দলটি সর্বকালের সেরা দল হিসেবে ক্রিকেটবোদ্ধা মহলে স্বীকৃতি লাভ করে। অস্ট্রেলীয় ফেডারেল সরকার দলটিকে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পরিচ্ছন্ন ক্রীড়া দলের মর্যাদা দেয়।[১]

Man in double breasted suit, hair parted down the middle, sitting on a long bench in a sports stadium, posing with a cricket bat, held vertical and supported on his thigh.
অস্ট্রেলীয় অধিনায়ক ডোনাল্ড ব্র্যাডম্যান

সম্পূর্ণ সফরে ৫ টেস্টসহ অস্ট্রেলিয়া সর্বমোট ৩১টি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেয়। এছাড়াও অতিরিক্ত আরও তিনটি খেলায় অংশ নিয়েছিল তারা। তন্মধ্যে স্কটল্যান্ডে দু’টি প্রথম-শ্রেণীর ক্রিকেটবিহীন খেলায়ও অংশ নেয়। এ সফরটিতে তাঁরা বেশ ব্যস্ত ছিল। ১৪৪দিনের মধ্যে ১১২দিনই খেলায় অংশ নিতে হয়েছে। এর অর্থ দাঁড়ায় যে, কেবলমাত্র রবিবার বাদে সবগুলো দিনই তাঁরা খেলে। প্রথম-শ্রেণীর ক্রিকেটের খেলাগুলোয় ২৩ জয় ও ৮ ড্র করে। সর্বমোট ২৫ জয় ও ৯ ড্র করে। তাঁদের অনেকগুলো জয়ই ছিল বিরাট ব্যবধানের। টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে ইংল্যান্ডের দলের বিপক্ষে জয় পায় অস্ট্রেলিয়া দল। কেবলমাত্র একটি টেস্ট ড্রয়ে পরিণত হয়েছিল।

অস্ট্রেলিয়া দলের মূল শক্তি মূলতঃ তাঁদের স্মরণীয় ব্যাটিং লাইন-আপকে ঘিরে গড়ে উঠে। ডন ব্র্যাডম্যান, আর্থার মরিস, সহঃ অধিনায়ক লিন্ডসে হ্যাসেট, নীল হার্ভেসিড বার্নস ব্যাটিংয়ে এবং রে লিন্ডওয়াল, কিথ মিলারবিল জনস্টন ফাস্ট বোলিংয়ে নেতৃত্ব দিয়েছিল।

সফরকারী দল

অ্যাশেজ টেস্ট

১ম টেস্ট

ইংল্যান্ড১৬৫

জেসি লেকার ৬৩
ডব্লিউএ জনস্টন ৫/৩৬

৪৪১

ডিসিএস কম্পটন ১৮৪
কেআর মিলার ৪/১২৫

অস্ট্রেলিয়া ৮ উইকেটে বিজয়ী[২]

ট্রেন্ট ব্রিজ, নটিংহাম
আম্পায়ার: এফ চেস্টার, ই কুক

অস্ট্রেলিয়া৫০৯

ডিজি ব্র্যাডম্যান ১৩৮
জেসি লেকার ৪/১৩৮

৯৮/২

এসজি বার্নস ৬৪*
এভি বেডসার ২/৪৬

২য় টেস্ট

অস্ট্রেলিয়া৩৫০

এআর মরিস ১০৫
এভি বেডসার ৪/১০০

৪৬০/৭ডি.

এসজি বার্নস ১৪১
এডব্লিউডি ইয়ার্ডলি ২/৩৬

অস্ট্রেলিয়া ৪০৯ রানে বিজয়ী[৩]

লর্ডস, লন্ডন
আম্পায়ার: সিএন ওলি, ডি ডেভিস

ইংল্যান্ড২১৫

ডিসিএস কম্পটন ৫৩
আরআর লিন্ডওয়াল ৫/৭০

১৮৬

সি. ওয়াশব্রুকএইচই ডলারি ৩৭
ইআরএইচ তোশ্যাক ৫/৪০

৩য় টেস্ট

ইংল্যান্ড৩৬৩

ডিসিএস কম্পটন ১৪৫*
আরআর লিন্ডওয়াল ৪/৯৯

১৭৪/৩ডি.

সি. ওয়াশব্রুক ৮৫*
ইআরএইচ তোশ্যাক ১/২৬

ড্র[৪]

ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
আম্পায়ার: ডি ডেভিস, এফ চেস্টার

অস্ট্রেলিয়া২২১

এআর মরিস ৫১
এ ভি বেডসার ৪/৮১

৯২/১

এআর মরিস ৫৪*
জেএ ইয়ং ১/৩১

৪র্থ টেস্ট

ইংল্যান্ড৪৯৬

সি. ওয়াশব্রুক ১৪৩
এসজে লক্সটন ৩/৫৫

৩৬৫/৫ডি.

ডিসিএস কম্পটন ৬৬
ডব্লিউএ জনস্টন ৪/৯৫

অস্ট্রেলিয়া ৭ উইকেটে বিজয়ী[৫]

হেডিংলি, লিডস
আম্পায়ার: এফ চেস্টার, এইচজি বল্ডউইন

অস্ট্রেলিয়া৪৫৮

আরএন হার্ভে ১১২
এভি বেডসার ৩/৯২

৪০৪/৩

এআর মরিস ১৮২
কে ক্রানস্টন ১/২৮

৫ম টেস্ট

ইংল্যান্ড৫২

এল হাটন ৩০
আরআর লিন্ডওয়াল ৬/২০

১৮৮

এল হাটন ৬৪
ডব্লিউ এ জনস্টন ৪/৪০

অস্ট্রেলিয়া ইনিংস ও ১৪৯ রানে বিজয়ী[৬]

দি ওভাল, লন্ডন
আম্পায়ার: ডি ডেভিস, এইচজি বল্ডউইন

অস্ট্রেলিয়া৩৮৯

এআর মরিস ১৯৬
ডব্লিউই হোলিস ৫/১৩১


গ্রেট ব্রিটেনে অন্যান্য খেলা

ব ওরচেস্টারশায়ার

২৮, ২৯ ও ৩০ এপ্রিল, ওরচেস্টার। ওরচেস্টারশায়ার (২৩৩ ও ২১২) ইনিংস ও ১৭ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় (৪৬২/৮ডি.)।[৭]

ব লিচেস্টারশায়ার

১, ৩ ও ৪ মে লিচেস্টার। অস্ট্রেলিয়া (৪৪৮) লিচেস্টারশায়ারকে (১৩০ ও ১৪৭) ইনিংস ও ১৭১ রানে পরাজিত করে।[৮]

ব ইয়র্কশায়ার

৫ ও ৬ মে, ব্রাডফোর্ড। ইয়র্কশায়ার (৭১ ও ৮৯) ৪ উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়ার (১০১ ও ৬৩/৬) কাছে পরাজিত হয়।[৯]

ব সারে

৮, ১০ ও ১১ মে, দি ওভাল। অস্ট্রেলিয়া (৬৩২) ইনিংস ও ২৯৬ রানের ব্যবধানে সারে (১৪১ ও ১৯৫) দলের বিপক্ষে জয়ী হয়।[১০]

ব কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

১২, ১৩ ও ১৪ মে, ফেনার্স, কেমব্রিজ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (১৬৭ ও ১৯৬) ইনিংস ও ৫১ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার (৪১৪/৪ডি.) কাছে পরাজিত হয়।[১১]

ব এসেক্স

১৫ ও ১৭ মে, সাউথএন্ড। অস্ট্রেলিয়া (৭২১) ইনিংস ও ৪৫১ রানের ব্যবধানে এসেক্সকে (৮৩ ও ১৮৭) পরাজিত করে।[১২]

ব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

১৯, ২০ ও ২১ মে, অক্সফোর্ড। অস্ট্রেলিয়া (৪৩১) ইনিংস ও ৯০ রানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে (১৮৫ ও ১৫৬) পরাজিত করে।[১৩]

ব মেরিলেবোন ক্রিকেট ক্লাব

২২, ২৪ ও ২৫ মে, লর্ডস। অস্ট্রেলিয়া (৫৫২) মেরিলেবোন ক্রিকেট ক্লাবকে (১৮৯ ও ২০৫) ইনিংস ও ১৫৮ রানে পরাজিত করে।[১৪]

ব ল্যাঙ্কাশায়ার

২৬, ২৭ ও ২৮ মে, ম্যানচেস্টার। অস্ট্রেলিয়া (২০৪ ও ২৫৯/৪) ল্যাঙ্কাশায়ারের (১৮২) সাথে ড্র করে।[১৫]

ব নটিংহ্যামশায়ার

২৯, ৩১ মে ও ১ জুন, নটিংহামনটিংহ্যামশায়ার (১৭৯ ও ২০০/৮) অস্ট্রেলিয়ার (৪০০) সাথে ড্র করে।[১৬]

ব হ্যাম্পশায়ার

২, ৩ ও ৪ জুন, সাউদাম্পটন। হ্যাম্পশায়ার (১৯৫ ও ১০৩) অস্ট্রেলিয়ার (১১৭ ও ১৮২/২) কাছে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত হয়।[১৭]

ব সাসেক্স

৫ ও ৭ জুন, হোভ। সাসেক্স (৮৬ ও ১৩৮) অস্ট্রেলিয়ার (৫৪৯/৫ডি.) কাছে ইনিংস ও ৩২৫ রানে পরাভূত হয়।[১৮]

ব নর্দাম্পটনশায়ার

১৬, ১৭ ও ১৮ জুন, নর্দাম্পটন। নর্দাম্পটনশায়ার (১১৮ ও ১৬৯) অস্ট্রেলিয়ার (৩৫২/৮ডি.) কাছে ইনিংস ও ৬৪ রানে পরাজিত হয়।[১৯]

ব হ্যাম্পশায়ার

২, ৩ ও ৪ জুন, সাউদাম্পটন। হ্যাম্পশায়ার (১৯৫ ও ১০৩) ৮ উইকেটে অস্ট্রেলিয়ার (১১৭ ও ১৮২/২) কাছে পরাজিত হয়।[১৭]

ব সাসেক্স

৫ ও ৭ জুন, হোভ। সাসেক্স (৮৬ ও ১৩৮) ইনিংস ও ৩২৫ রানে অস্ট্রেলিয়ার (৫৪৯/৫ডি.) কাছে পরাজিত হয়।[১৮]

ব নর্দাম্পটনশায়ার

১৬, ১৭ ও ১৮ জুন, নর্দাম্পটন। নর্দাম্পটনশায়ার (১১৯ ও ১৬৯) অস্ট্রেলিয়ার (৩৫২/৮ডি.) কাছে ইনিংস ও ৬৪ রানে পরাজিত হয়।[১৯]

ব ইয়র্কশায়ার

১৯, ২১ ও ২২ জুন, শেফিল্ড। অস্ট্রেলিয়া (২৪৯ ও ২৮৫/৫ডি,) ইয়র্কশায়ারের (২০৬ ও ৮৫/৪) সাথে ড্র করে।[২০]

ব সারে

৩০ জুন, ১-২ জুলাই, দি ওভালসারে (২২১ ও ২৮৯) অস্ট্রেলিয়ার (৩৮৯ ও ১২২/০) কাছে ১০ উইকেটে পরাজিত হয়।[২১]

ব গ্লুচেস্টারশায়ার

৩, ৫ ও ৬ জুলাই, ব্রিস্টল। অস্ট্রেলিয়া (৭৭৪/৭) গ্লুচেস্টারশায়ারকে (২৭৯ ও ১৩২) ইনিংস ও ৩৬৩ রানে পরাজিত করে।[২২]

ব মিডলসেক্স

১৭, ১৯ ও ২০ জুলাই, মিডলসেক্স (২০৩ ও ১৩৫) অস্ট্রেলিয়ার কাছে (৩১৭ ও ২২/০) দশ উইকেটে পরাভূত হয়।[২৩]

ব ডার্বিশায়ার

২৮, ২৯ ও ৩০ জুলাই, ডার্বি। অস্ট্রেলিয়া (৪৫৬) ডার্বিশায়ারকে (২৪০ ও ১৮২) ইনিংস ও ৩৪ রানে পরাজিত করে।[২৪]

ব গ্ল্যামারগন

৩১ জুলাই ও ২-৩ আগস্ট, সোয়ানসী। গ্ল্যামারগন (১৯৭) অস্ট্রেলিয়ার (২১৫/৩) সাথে ড্র করে।[২৫]

ব ওয়ারউইকশায়ার

৪, ৫ ও ৬ আগস্ট, বার্মিংহামওয়ারউইকশায়ার (১৩৮ ও ১৫৫) অস্ট্রেলিয়ার (২৫৪ ও ৪১/১) কাছে ৯ উইকেটে পরাজিত হয়।[২৬]

ব ল্যাঙ্কাশায়ার

৭, ৯ ও ১০ আগস্ট, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার। অস্ট্রেলিয়া (৩২১ ও ২৬৫/৩ডি.) ল্যাঙ্কাশায়ারের সাথে (১৩০ ও ১৯৯/৭) ড্র করে।[২৭]

ব ডারহাম

১১ ও ১২ আগস্ট, সান্ডারল্যান্ড। অস্ট্রেলিয়া (২৮২) ডারহামের (৭৩/৫) সাথে ড্র করে।[২৮]

ব কেন্ট

২১ ও ২৩ আগস্ট, ক্যান্টারবারি। অস্ট্রেলিয়া (৩৬১) কেন্টকে (৫১ ও ১২৪) ইনিংস ও ১৮৬ রানে পরাজিত করে।[২৯]

ব জেন্টলম্যান অব ইংল্যান্ড

২৫, ২৬ ও ২৭ আগস্ট, লর্ডস। অস্ট্রেলিয়া (৬১০/৫ডি.) জেন্টলম্যান অব ইংল্যান্ডকে (২৪৫ ও ২৮৪) ইনিংস ও ৮১ রানে পরাজিত করে।[৩০]

ব সমারসেট

২৮ ও ৩০ আগস্ট, টানটন। অস্ট্রেলিয়া (৫৬০/৫ডি.) সমারসেটকে (১১৫ ও ৭১) ইনিংস ও ৩৭৪ রানে পরাজিত করে।[৩১]

ব সাউথ অব ইংল্যান্ড

১, ২ ও ৩ সেপ্টেম্বর, হ্যাস্টিংস। অস্ট্রেলিয়া (৫২২/৭ডি.) সাউথ অব ইংল্যান্ডের (২৯৮) সাথে ড্র করে।[৩২]

ব এইচডিজি লেভেসন-গাওয়ার্স একাদশ

৮, ৯ ও ১০ সেপ্টেম্বর, স্কারবোরা। এইচডিজি লেভেসন গাওয়ার একাদশ (১৭৭ ও ৭৫/২) অস্ট্রেলিয়ার (৪৮৯/৮ডি.) সাথে ড্র করে।[৩৩]

ব স্কটল্যান্ড

১৩ ও ১৪ সেপ্টেম্বর, এডিনবরা। অস্ট্রেলিয়া (২৩৬) স্কটল্যান্ডকে (৮৫ ও ১১১) ইনিংস ও ৪০ রানে পরাজিত করে।[৩৪]

ব স্কটল্যান্ড

১৭ ও ১৮ সেপ্টেম্বর, অ্যাবরদিনস্কটল্যান্ড (১৭৮ ও ১৪২) অস্ট্রেলিয়ার (৪০৭/৬ডি.) কাছে ইনিংস ও ৮৭ রানে পরাজিত হয়।[৩৫]

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

আরও দেখুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী