১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিকে সম্মিলিত দল

১৯৯২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে সম্মিলিত দল  বার্সেলোনা, স্পেন এ, পনেরোটি প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রের মধ্যে বারোটি দেশই জোটভুক্ত হয়ে অংশগ্রহণ করেছিল। এছাড়া এস্তোনিয়া, লাটভিয়া, এবং লিথুয়ানিয়া আলাদাভাবে অংশগ্রহণ করেছিল। পূর্বে এদের কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস দল (Commonwealth of Independent States) হিসেবে অভিহিত করা হত, যদিও পরে জর্জিয়া অন্তর্ভুক্ত হয়েছিল।

অলিম্পিক গেমসে সমন্বিত দল

১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিকে সম্মিলিত দল
আইওসি কোড   EUN
১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিক বার্সেলোনা
প্রতিযোগী২৭টিটি ক্রীড়ায় ৪৭৫ (৩১০ জন পুরুষ এবং ১৬৫ জন নারী) জন
পতাকা বাহকআলেকজান্ডার কারেলিন (কুস্তি)
পদক
স্থান: 1
স্বর্ণ
৪৫
রৌপ্য
৩৮
ব্রোঞ্জ
২৯
মোট
১১২

সম্মিলিত দল পরে ১৯৯২ সালে শীতকালীন অলিম্পিকে ও অংশ নিয়েছিল। সেখানে আইওসি (IOC) কর্তৃক এর নাম ভুক্ত হয় EUN (ফ্রেঞ্চ- Equipe Unifiée)। মোট ৪৭৫ জন প্রতিযোগী, ৩১০ জন পুরুষ এবং ১৬৫ জন নারী, ২৭টি খেলায় ২৩৪টি ইভেন্ট এ অংশগ্রহণ করেছিল।[১]

সদস্য

গ্রীষ্মকালীন পদক তালিকা

পদক বিজয়ী

জাতীয়তা পার্শ্বে লিপিবদ্ধ হল

স্বর্ণ

  • দৌড়ঝাপ, নারীদের ৩০০০ মিঃ – ইয়েলেনা রোমানোভা (  রাশিয়া)
  • দৌড়ঝাপ, পুরুষদের ৫০ কি.মি. হাটা – আন্দ্রে পের্লোভ (  রাশিয়া)
  • দৌড়ঝাপ, নারীদের ম্যারাথন – ভ্যালেনটিনা ইয়েগারোভা (  রাশিয়া)
  • দৌড়ঝাপ, পুরুষদের লৌহগোলক নিক্ষেপ – আন্দ্রে আবদুভালয়েভ ( তাজিকিস্তান)
  • দৌড়ঝাপ, পুরুষদের পোল ভল্ট – ম্যাক্সিম তারাসভ (  রাশিয়া)
  • দৌড়ঝাপ, নারীদের গোলক নিক্ষেপ – সুইটলানা ক্রিয়াভেলোভা (  রাশিয়া)
  • দৌড়ঝাপ, নারীদের ৪ × ৪০০ মিঃ – ওলগা ব্রিজিনা (  ইউক্রেন), লুদমিলা ডিজিয়েগালোভা (  ইউক্রেন), ওলগা নাজারোভা (  রাশিয়া), লিলিয়া নুরতদিনোভা (বাছাই,  রাশিয়া), ইয়েলানা রুজিনি (  রাশিয়া), মারিনা শমিননা (বাছাই,  রাশিয়া)
  • বাস্কেটবল, নারীদের দলগত – ইয়েলেনা বারানোভা (  রাশিয়া), এলেন বাঙ্গাতিয়েন্টস (  রাশিয়া), ইরিনা গার্লিটস (  কাজাখস্তান), ইয়েলেনা খোদাশোভা (  রাশিয়া), ইরিনা মিংখ (  রাশিয়া), ইয়েলেনা শাভোবিভিচ (  বেলারুশ), ইরিনা সেনমিকাভা (  রাশিয়া), মারিনা কশেংকো(  ইউক্রেন), ইয়েলেনা তোরনিকিডু (  উজবেকিস্তান), স্যাৎলানা জাবুলুয়েভা, নাটালিয়া জাসুলস্কিয়া (  রাশিয়া), ইয়েলেনা ঝিরকো (  ইউক্রেন)
  • নৌকা চালনা, C-2 ৫০০ মিঃ –দিমিত্রি দুভগালেনক এবং আলেকজান্ডার মাসেকভ (উভয়ের দেশ  বেলারুশ)
  • তরবারী খেলা (স্যাবার), পুরুষদের দলগত – গ্রিগরি কিরিয়েংকো (  রাশিয়া), আলেকজান্ডার শির্শোভ (  রাশিয়া), হোরহি পোহোজোভ (  ইউক্রেন), বদিম গুটিয়েত (  ইউক্রেন), স্ট্যানিস্লাভ পোজদনিকভ (  রাশিয়া)
  • শরীরচর্চা, নারীদের সর্বত – তাতিয়ানা গুতসু (  ইউক্রেন)
  • শরীরচর্চা, পুরুষদের সর্বত – ভিতালি শেরভো (  বেলারুশ)
  • শরীরচর্চা, বীম – তাতিয়ানা লিশেংকো (  ইউক্রেন)
  • শরীরচর্চা, প্যারালাল বার – ভিতালি শেরভো (  বেলারুশ
  • শরীরচর্চা, পমেল হর্স – ভিতালি শেরভো (  বেলারুশ)
  • শরীরচর্চা, রিং – ভিতালি শেরভো (  বেলারুশ)
  • শরীরচর্চা, পুরুষদের ভল্ট – ভিতালি শেরভো (  বেলারুশ)
  • শরীরচর্চা, পুরুষদের দলগত – ভ্যালেরি বেলেংকো (  আজারবাইজান), ইগোর কোরবচিনস্কি (  ইউক্রেন), গ্রিগরি মিসিউটিন (  ইউক্রেন), রুস্তম শরিপভ (  ইউক্রেন), ভিতালি শেরভো (  বেলারুশ), অ্যালেক্সেই ভোরোপেভ (  রাশিয়া)
  • শরীরচর্চা, নারীদের দলগত – স্যাৎলানা বোগুইন্স্ক্যা (  বেলারুশ), তাতিয়ানা গুতসু (  ইউক্রেন), রুজিয়া গালিয়য়েভা (  রাশিয়া), তাতিয়ানা লিশেংকো (  ইউক্রেন), এলেনা গ্রেডনিভা (  রাশিয়া), ওক্সানা চুসোভিটিনা (  উজবেকিস্তান)
  • হ্যান্ডবল, পুরুষদের দলগত – আন্দ্রে বারবাশিনস্কি (  বেলারুশ), সের্গেই বেবেশকো (  ইউক্রেন), তালন্ত দুইশেবাইয়েভ (  কিরগিজস্তান), দিমিত্রি ফিলিপভ (  রাশিয়া), ইউরি গারভিলোভ (  ইউক্রেন), ভ্যালেরি গোপিন (  রাশিয়া), ভিয়াশেসলেভ গিরিপিসিন (  রাশিয়া), ওলেগ গ্র্যাবনেভ (  রাশিয়া), মিখাইল ইয়াকিমোভিচ (  বেলারুশ), ওলেগ কিসেলিয়েভ (  রাশিয়া), ভ্যাসিলি কুডিনভ (  রাশিয়া), আন্দ্রে লাভরভ (  রাশিয়া), আন্দ্রে মিনেভস্কি (  বেলারুশ), ইগোর চুমক (  রাশিয়া), ইগোর ভ্যাসিলিয়েভ (  রাশিয়া)
  • জুডো, পুরুষদের ৬০ কেজি – নাজিম হোসেইনভ (  আজারবাইজান)
  • জুডো, পুরুষদের +৯৫ কেজি – ডেভিড খাখালেইশভিলি (  জর্জিয়া)
  • ছন্দবদ্ধ শরীরচর্চা, ব্যক্তিগত সর্বত – আলেকজান্দ্রা টিমোশেঙ্কো (  ইউক্রেন)
  • নিশানাভেদ, পুরুষদের ৫০ মিঃ রাইফেল তিন অবস্থান – হ্রাশিয়া পেটিকিয়ান (  আর্মেনিয়া)
  • নিশানাভেদ, পুরুষদের ১০ মিঃ এয়ার রাইফেল – ইউরি ফেদকিন (  রাশিয়া)
  • নিশানাভেদ, পুরুষদের ৫০ মিঃ পিস্তল – কনস্টান্টসিন লুকাশিক (  বেলারুশ)
  • নিশানাভেদ, নারীদের ২৫ মিঃ পিস্তল – মারিনা লগভিনেংকো (  রাশিয়া)
  • নিশানাভেদ,নারীদের ১০ মিঃ এয়ার পিস্তল – মারিনা লগভিনেংকো (  রাশিয়া) সাতার, পুরুষদের ৫০ মিঃ ফ্রিস্টাইল – আলেকজান্ডার পোপভ (  রাশিয়া)
  • সাঁতার, পুরুষদের ১০০ মিঃ ফ্রিস্টাইল – আলেকজান্ডার পোপভ (  রাশিয়া)
  • সাঁতার, পুরুষদের ২০০ মিঃ ফ্রিস্টাইল – ইয়েভগিনি সাদোভ্যি (  রাশিয়া)
  • সাঁতার, পুরুষদের ৪০০ মিঃ ফ্রিস্টাইল – ইয়েভগিনি সাদোভ্যি (  রাশিয়া)
  • সাঁতার, নারীদের ১০০ মিঃ ব্রেস্টস্ট্রোক– ইলিনা রোদকোভস্কায়া (  বেলারুশ)
  • সাঁতার, পুরুষদের ৪ × ২০০ মিঃ ফ্রিস্টাইল – দিমিত্রি লেপিকভ, ভ্লাদিমার পিশেনেকো, ভেনিয়ামিন টায়ানোভিচ, ইয়েভগিনি সাদোভিয়ী, আলেক্সি কুডরাভেটেভ (বাছাই), ইউরি মুখিন (বাছাই) (সকলের দেশ  রাশিয়া)
  • ভারাত্তোলন, ৬৭.৫ কেজি – ইসরায়েল মিলিতোসিয়ান (  আর্মেনিয়া)
  • ভারাত্তোলন, ৭৫ কেজি – টিউডার কাসাপু (  মলদোভা)
  • ভারাত্তোলন, ৯০ কেজি – আকাকিয়ো কিকিওয়ালা (  জর্জিয়া)
  • ভারাত্তোলন, ১০০ কেজি – ভিক্টর ত্রেগাবভ (  রাশিয়া)
  • ভারাত্তোলন, +১১০ কেজি – আলেকজান্ডার কুরলভিচ (  বেলারুশ
  • কুস্তি, ফ্রিস্টাইল ৬৮ কেজি – আর্সেন ফাদজায়েভ (  রাশিয়া)
  • কুস্তি, ফ্রিস্টাইল ৯০ কেজি – মখার্বেক খাদারসেভ (  রাশিয়া)
  • কুস্তি, ফ্রিস্টাইল ১০০ কেজি – লেরি খবিলভ (  জর্জিয়া)
  • কুস্তি, গ্রেকো-রোমান ৪৮ কেজি – ওলেগু কোচেনেকো (  ইউক্রেন)
  • কুস্তি, গ্রেকো-রোমান ৭৪ কেজি – মনাতসাকান ইস্কান্দারিয়ান (  আর্মেনিয়া)
  • কুস্তি, গ্রেকো-রোমান ১৩০ কেজি – আলেকজান্ডার ক্যারেলিন (  রাশিয়া)

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন