২০০৬ হিজবুল্লাহ আন্তঃসীমান্ত অভিযান

২০০৬ সালের হিজবুল্লাহ আন্তঃসীমান্ত অভিযান বা অপারেশন ট্রুথফুল প্রমিস ছিল ২০০৬ সালের ১২ ই জুলাই ইসরায়েলি ভূখণ্ডে একটি ইসরায়েলী সামরিক টহলের উপর লেবাননভিত্তিক সংগঠন হিযবুল্লাহ দ্বারা পরিচালিত একটি আন্তঃসীমান্ত আক্রমণ। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ইসরায়েলীয় শহরে রকেট ছোড়া আরম্ভ করতে করতে হিজবুল্লাহর যোদ্ধা দল লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করে [৩] এবং দুটি ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে অতর্কিত হামলা করে তিনজন সৈন্যকে হত্যা করে এবং অন্য দুই সৈন্যকে বন্দী করে। একটি ব্যর্থ উদ্ধার প্রচেষ্টায় লেবাননের ভূখণ্ডে তাদের আরও পাঁচ সেনা নিহত হয়। হিজবুল্লাহ বন্দী সৈন্যদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের হাতে বন্দী লেবাননের বন্দীদের মুক্তির দাবি জানায়। ইসরাইল তা প্রত্যাখ্যান করে এবং এই অভিযানের প্রতিক্রিয়ায় লেবানন জুড়ে বৃহৎ আকারের স্থল ও বিমান অভিযান চালায়।

অপারেশন ট্রুথফুল প্রমিস
عملية الوعد الصادق
মূল যুদ্ধ: ২০০০–২০০৬ শেবা ফার্মস সংঘর্ষ২০০৬ লেবানন যুদ্ধ
তারিখ১২ জুলাই, ২০০৬
Around 9:00 am (GMT+2)
অবস্থান৩৩°০৬′০১″ উত্তর ৩৫°১৯′১২″ পূর্ব / ৩৩.১০০২৮° উত্তর ৩৫.৩২০০০° পূর্ব / 33.10028; 35.32000
ফলাফল

Hezbollah military victory

বিবাদমান পক্ষ
ইসরায়েল ইসরায়েল হিজবুল্লাহ
হতাহত ও ক্ষয়ক্ষতি
8 killed
2 wounded[১]
2 captured
অজানা
2 Israeli civilians wounded[২]

এটি ২০০৬ লেবানন যুদ্ধের সূচনা এবং ২০০০-২০০৬ শেবা ফার্মস সংঘাতের সমাপ্তি চিহ্নিত করে। দুই বছর পর ২০০৮ সালের ১৬ জুলাই সামির কুন্তার এবং চার হিজবুল্লাহ বন্দীর বিনিময়ে হিজবুল্লাহ কর্তৃক দুই বন্দী সৈন্যের মৃতদেহ ইসরায়েলে ফেরত দেওয়া হয়েছিল। হিজবুল্লাহ প্রথমে এই আন্তঃসীমান্ত অভিযানটির নাম দিয়েছিল "সামির আল-কুন্তার ও তার ভাইদের মুক্তি"; কিন্তু শেষ পর্যন্ত এটিকে সংক্ষিপ্ত করে "অপারেশন ট্রুথফুল প্রমিস" ( আরবি: عملية الوعد الصادق) রাখা হয়। [৪]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন