২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ২০০মিটার বাটারফ্লাই বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১১১৩ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি বাটারফ্লাই স্ট্রোক প্রতিযোগিতা। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি চারবার পার করতে হয়।

XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ২০০মিটার বাটারফ্লাই
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১১ই আগস্ট (হিট)
১৩ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী৩৯ টি দেশের ৪৪জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
রৌপ্য পদক   হাঙ্গেরি
ব্রোঞ্জ পদক   জাপান
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার পুরুষ মহিলা
১০০মিটারপুরুষমহিলা
২০০মিটারপুরুষমহিলা
৪০০মিটারপুরুষমহিলা
৮০০মিটারমহিলা
১৫০০মিটারপুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটারপুরুষমহিলা
২০০মিটারপুরুষমহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটারপুরুষমহিলা
২০০মিটারপুরুষমহিলা
বাটারফ্লাই
১০০মিটারপুরুষমহিলা
২০০মিটারপুরুষমহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটারপুরুষমহিলা
৪০০মিটারপুরুষমহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটারপুরুষমহিলা
৪×২০০মিটারপুরুষমহিলা
মেডলি রিলে
৪×১০০মিটারপুরুষমহিলা
ম্যারাথন
১০কিমিপুরুষমহিলা

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট ছয়টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে ভাল সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ১:৫৭.৬৭সেকেন্ড(A মান) এবং ২:০১.৮০সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

ফাইনালের সময়, মাইকেল ফেলপসের গগলস জলে ভরে যায়, ফলে দ্বিতীয় পাকের শেষদিক থেকে তিনি চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না। এতদসত্বেও তিনি বিশ্বরেকর্ড করে বিজয়ী হন। শুধু তাই নয়, এই জয়ের ফলে তিনি একজন অলিম্পিক প্রতিযোগী হিসাবে সারাজীবনে সর্বাধিক সোনা জয়ের রেকর্ডও গড়েন। সবমিলিয়ে এটি ছিল তাঁর দশম স্বর্ণপদক; এর পরে তিনি, একই দিনে অনুষ্ঠিত, ৪ x ২০০মিটার ফ্রিস্টাইল রিলে বিভাগে, আরও একটি স্বর্ণপদক জেতেন।[১]

রেকর্ড

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড  মাইকেল ফেলপস (USA)১:৫২.০৯মেলবোর্ন, অস্ট্রেলিয়া২৮শে মার্চ ২০০৭[২]
অলিম্পিক রেকর্ড  মাইকেল ফেলপস (USA)১:৫৪.০৪অ্যাথেন্স, গ্রীস১৭ই আগস্ট ২০০৪-

এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।

তারিখবিভাগনামরাষ্ট্রসময়ORWR
১১ই আগস্টহিট ৬মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৩.৭০OR
১২ই আগস্টসেমিফাইনাল ২মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৩.৭০=OR
১৩ই আগস্টফাইনালমাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫২.০৩ORWR

হিট

ক্রমহিটলেননামদেশসময়টিকা
মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৩.৭০Q, OR
লাজলো সে  হাঙ্গেরি১:৫৪.৪৮Q
কায়ো আলমেইডা  ব্রাজিল১:৫৪.৬৫Q
তাকাশি মাতসুদা  জাপান১:৫৫.০৬Q
পাওয়েল কোর্জেনিওস্কি  পোল্যান্ড১:৫৫.২১Q
নিকোলাই স্কোরোৎসভ  রাশিয়া১:৫৫.৩৩Q
উ পেং  চীন১:৫৫.৩৯Q
গিল স্টোভ্যাল  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৫.৪২Q
মাইকেল রক  গ্রেট ব্রিটেন১:৫৫.৫৫Q
১০মস বার্মিস্টার  নিউজিল্যান্ড১:৫৫.৮০Q
১১রুইচি শিবাতা  জাপান১:৫৫.৮২Q
১২ডিঙ্কো জুকিচ  অস্ট্রিয়া১:৫৫.৯৬Q
১৩আয়োয়ান ঘের্ঘেল  রোমানিয়া১:৫৬.০৯Q
১৪সের্গেই অ্যাডভেনা  ইউক্রেন১:৫৬.২৪Q
১৫চেন ঈন  চীন১:৫৬.৫৫Q
১৬চি-চিই শু  চীনা তাইপেই১:৫৬.৫৯Q
১৭ক্রিস্টফ লেবঁ  ফ্রান্স১:৫৬.৬৩
১৮ট্রাভিস নেদেরপেল্ট  অস্ট্রেলিয়া১:৫৬.৬৪
১৯ম্যাথ্যু ফঁতে  বেলজিয়াম১:৫৬.৬৫
২০নিকোলো বেনি  ইতালি১:৫৬.৯৯
২১ডেনিস সিলান্তিয়েভ  ইউক্রেন১:৫৭.০২
২২তামাস কেরেকজার্তো  হাঙ্গেরি১:৫৭.২৯
২৩হুয়ান ভেলোজ  মেক্সিকো১:৫৭.৩২
২৪পেড্রো অলিভিয়েরা  পর্তুগাল১:৫৭.৪১
২৫অ্যাডাম সিউই  কানাডা১:৫৭.৪৫
২৬সাইমন জডিন  সুইডেন১:৫৭.৭৫
২৭ইয়াসোনাস রোমানোস আলিফান্তিস  গ্রিস১:৫৭.৯৯
২৮অ্যালোন ম্যান্ডেল  ইসরায়েল১:৫৯.২৭NR
২৯জেমস ওয়ালশ  ফিলিপাইন১:৫৯.৩৯NR
৩০ওমর পিঞ্জন  কলম্বিয়া১:৫৯.৪৭
৩১নিক্সা রোকি  ক্রোয়েশিয়া১:৫৯.৫৮
৩২জেভিয়ার নুনেজ  স্পেন২:০০.২৪
৩৩হোসে আন্দ্রেজ গঞ্জালেজ  আর্জেন্টিনা২:০০.৩৬
৩৪জিওংনাম য়ু  দক্ষিণ কোরিয়া২:০১.০০
৩৫জেরেমি নোউলস  বাহামা দ্বীপপুঞ্জ২:০১.০৮
৩৬আলেক্সিস মার্কুয়েজ রিভাস  ভেনেজুয়েলা২:০১.২৫
৩৭ড্যানিয়েল বেগো  মালয়েশিয়া২:০১.২৮
৩৮ডগলাস লেনক্স-সিলভা  পুয়ের্তো রিকো২:০১.৬৯
৩৯জর্জি প্যালাজভ  বুলগেরিয়া২:০১.৮৪
৪০রেহান জাহাঙ্গীর পঞ্চা  ভারত২:০১.৮৯
৪১ভ্লাদান মার্কোভিচ  সার্বিয়া২:০৩.১২
৪২এমানুয়েল ক্রেসিম্বেনি  পেরু২:০২.১৩
৪৩জেভিয়ার হার্নান্ডেজ মারাডিয়াগা  হন্ডুরাস২:০২.২৩
৪৪ডনি বুদিয়ার্তো ইউতোমো  ইন্দোনেশিয়া২:০৩.৪৪

সেমিফাইনাল

ক্রমহিটলেননামদেশসময়টিকা
সেমিফাইনাল ২মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৩.৭০Q, =OR
সেমিফাইনাল ১তাকাশি মাতসুদা  জাপান১:৫৪.০২Q
সেমিফাইনাল ১নিকোলাই স্কোরোৎসভ  রাশিয়া১:৫৪.৩১Q
সেমিফাইনাল ১লাজলো সে  হাঙ্গেরি১:৫৪.৩৫Q
সেমিফাইনাল ২উ পেং  চীন১:৫৪.৯৩Q
সেমিফাইনাল ২কায়ো ডি আলমেইডা  ব্রাজিল১:৫৫.২১Q
সেমিফাইনাল ১মস বার্মিস্টার  নিউজিল্যান্ড১:৫৫.২৬Q
সেমিফাইনাল ২3পাওয়েল কোর্জেনিওস্কি  পোল্যান্ড১:৫৫.৩৫Q
ষেমিফাইনাল ১গিল স্টোভ্যাল  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫৫.৩৬
১০সেমিফাইনাল ১ডিঙ্কো জুকিচ  অস্ট্রিয়া১:৫৫.৬৫
১১সেমিফাইনাল ২চেন ঈন  চীন১:৫৫.৮৮
১২সেমিফাইনাল ২মাইকেল রক  গ্রেট ব্রিটেন১:৫৫.৯০
১৩সেমিফাইনাল ২রুইচি শিবাতা  জাপান১:৫৬.১৭
১৪সেমিফাইনাল ২আয়োয়ান ঘের্ঘেল  রোমানিয়া১:৫৬.৫৭
১৫সেমিফাইনাল ১সের্গেই অ্যাডভেনা  ইউক্রেন১:৫৬.৬৪
১৬সেমিফাইনাল ১চি-চিই শু  চীনা তাইপেই১:৫৭.৪৮

ফাইনাল

ক্রমলেননামদেশসময়টিকা
মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র১:৫২.০৩ডব্লিউআর
লাজলো সে  হাঙ্গেরি১:৫২.৭০ER
তাকাশি মাতসুদা  জাপান১:৫২.৯৭AS
মস বার্মিস্টার  নিউজিল্যান্ড১:৫৪.৩৫CR
উ পেং  চীন১:৫৪.৩৫
পাওয়েল কোর্জেনিওস্কি  পোল্যান্ড১:৫৪.৬০
কায়ো ডি আলমেইডা  ব্রাজিল১:৫৪.৭১
নিকোলাই স্কোরোৎসভ  রাশিয়া১:৫৫.১৪

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন