২০১৩ থানে ভবন ধস

৪ এপ্রিল ২০১৩,ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে শহরের মুম্ব্রাতে ভবন ধসে পড়ে।[৮][৯] এটাকে সেই এলাকার সবচেয়ে খারাপ বিল্ডিং ধস হিসেবে বলা হয়েছে।[১০][nb ৩]এই ট্র্যাজেডি থেকে প্রায় ১০০ জনের বেশি লোক বেঁচে যায়। এই দুর্ঘটনায় ৭২ জন নিহত (১৮ জন শিশু, ২৩ জন মহিলা, ৩৩ জন পুরুষ সহ) ও ৩৬-৬২ জন আহত হয়। বেঁচে যাওয়াদের সন্ধানে উদ্ধার অভিযান ৬ এপ্রিল ২০১৩ তারিখে শেষ হয়।[১][২][১২]

২০১৩ থানে ভবন ধস
তারিখ৪ এপ্রিল ২০১৩ (2013-04-04)
অবস্থানশিল ফাটা, মুম্ব্রা, থানে, মহারাষ্ট্র, ভারত
স্থানাঙ্ক১৯°০৮′৪৫″ উত্তর ৭৩°০২′৩৬″ পূর্ব / ১৯.১৪৫৮৯৮° উত্তর ৭৩.০৪৩৩৬১° পূর্ব / 19.145898; 73.043361
শিল পাতা, মুম্ব্রা, মুম্বাই মুম্বাই-এ অবস্থিত
শিল পাতা, মুম্ব্রা, মুম্বাই
শিল পাতা, মুম্ব্রা, মুম্বাই
মুম্ব্রা, মুম্বাইের অবস্থান
মৃত
  • সর্বমোট ৭৪ জন[১][২][৩][nb ১]
  • ১৮ জন শিশু, ২৩ জন মহিলা, ৩৩ জন পুরুষ[১]
আহত
  • সর্বমোট ৬০ – ৬২[৬]
  • ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়[৫][nb ২]

কোন ধরনের পরিকল্পনা বা প্রকৌশলিদের তত্ত্বাবধান ছাড়াই মাত্র ৪৫ দিনের মাথায় দাঁড় করানো হয় এ ভবনটির কাঠামো। নির্মাণ কাজ শেষ না হলেও এরই এখানে বেশ কিছু পরিবার বসবাস শুরু করেছিল।[১৩] নিম্নমানের সামগ্রী দিয়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ভবনটির সাততলা তৈরি করে ফেলা হয়। ধসে পড়ার আগে আট তলার কাজ চলছিল।[১৪]

নোট

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন