২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপ

পেশাদার টি২০ কাপ

২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপ হচ্ছে বাংলাদেশে টুয়েন্টি২০ ক্রিকেট এর ধরন অনুযায়ী একটি প্রতিযোগিতা ।[২][৩] প্রতিযোগিতাটি ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে,[৪] ৫টি দলের[৫] মধ্যে অনুষ্ঠিত হতে নির্ধারিত হয়। পরের মাসে, টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাইয়ের পূর্বে প্রায় শতাধিক খেলোয়াড় তাদের ফিটনেস পরীক্ষা দিতে শুরু করে।[৬] ১২ নভেম্বর ২০২০, খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়[৭] এবং নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রতিযোগিতাটি শুরু হবে ঘোষণা করা হয়।[৮][৯] দুদিন পর, বিসিবি প্রতিযোগিতার খেলাগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[১০]

২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপ
তারিখ২৪ নভেম্বর – ১৮ ডিসেম্বর ২০২০
তত্ত্বাবধায়কবাংলাদেশ ক্রিকেট বোর্ড
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
বিজয়ীজেমকন খুলনা (১ম শিরোপা)
রানার-আপগাজী গ্রুপ চট্টগ্রাম
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়মুস্তাফিজুর রহমান[১]
সর্বাধিক রান সংগ্রহকারীলিটন দাস (৩৯৩ রান)
সর্বাধিক উইকেটধারীমুস্তাফিজুর রহমান (২১ উইকেট)

মূলত, ২০২০ এর অক্টোবরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করে যে, এই প্রতিযোগিতাটি হয়তো হতে পারে ২০২১ সালের শুরুতে বাংলাদেশে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের সাথে টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলা জন্য খেলোয়াড় নির্বাচনের একটি সূচক।[১১] অতঃপর, ২০২০ এর ডিসেম্বরে, উভয় দেশের ক্রিকেট বোর্ড টি২০আই ম্যাচগুলো বাদ দিয়ে খেলার সূচীতে সম্মতি প্রকাশ করে।[১২][১৩]

প্রতিযোগিতার ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে পরাজিত করে জেমকন খুলনা শিরোপা জিতে নেয়।[১৪]

প্রতিযোগিতার ধরন

প্রতিটি দল গ্রুপ পর্বে নিজেদের মধ্যে দুইবার মুখোমুখি হবে, এরপর এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ারের পর হবে ফাইনাল। প্রতিদিন ম্যাচের পর এক দিন করে বিরতি থাকবে। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ, শুক্রবার ছাড়া অন্যদিন ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টা ও সন্ধ্যা ৬.৩০ থেকে। শুধু শুক্রবারে দুপুর দুইটা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ম্যাচ দুইটি।

জৈব বলয়ের মধ্যে সবগুলো ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে। তবে কোনো দর্শক থাকবে না মাঠে। সবগুলো দল চারটি করে ম্যাচ খেলবে দিনে ও রাতে। ফাইনালে সংরক্ষিত দিন রাখা হয়েছে।

দলসমূহ

বিসিবি নিশ্চিত করে যে, এই আসরে পাঁচটি দল অংশ নিচ্ছে।[১৫] দলগুলো হলো-

খেলোয়াড়

১২ নভেম্বর খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। সেখানে ১৫৭ জন ক্রিকেটারের মধ্যে থেকে এ, বি, সি, ডি এই চার গ্রেড থেকে প্রতিটি দল ১৬জন করে মোট ৮০ জন ক্রিকেটারকে বেছে নেয়। এ গ্রেডে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান।[১৬][১৭]

গ্রেড এ-তে থাকা সাকিব, তামিম, মুশফিকরা পাবেন ১৫ লাখ টাকা। গ্রেড বি তে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লাখ, সি তে থাকা ক্রিকেটাররা ৬ লাখ ও ডি তে থাকা ক্রিকেটাররা ৪ লাখ।[১৭]

বেক্সিমকো ঢাকা[১৮]ফরচুন বরিশাল[১৯]গাজী গ্রুপ চট্টগ্রাম[২০]জেমকন খুলনা[২১]মিনিস্টার গ্রুপ রাজশাহী[২২]

গ্রুপ পর্যায়

পয়েন্ট তালিকা

অবদলখেলাহাফহপয়েন্টনে.রা.রে.অগ্রসর
গাজী গ্রুপ চট্টগ্রাম (Q)১৪+১.১৫৭বাছাই ১
জেমকন খুলনা (Q)+০.০১৪
বেক্সিমকো ঢাকা (Q)−০.৩২২এলিমিনেটর
ফরচুন বরিশাল (Q)−০.৩৬৭
মিনিস্টার গ্রুপ রাজশাহী−০.৪৫৯

প্রতিযোগিতার অগ্রগতি

দল
গ্রুপ পর্যায়নকআউট
এ/বা১বা২ফা
বেক্সিমকো ঢাকাহা
ফরচুন বরিশালহা
গাজী গ্রুপ চট্টগ্রাম১০১২১৪হাহা
জেমকন খুলনা
মিনিস্টার গ্রুপ রাজশাহীবাতিল
জয়হারফলাফল হয়নি
টীকা: প্রতিটি গ্রুপ ম্যাচের শেষে মোট পয়েন্ট তালিকাভুক্ত করা হয়েছে।
টীকা: ম্যাচের সারাংশ দেখতে পয়েন্ট (গ্রুপ ম্যাচ) বা জ/হা (নকআউট) ক্লিক করুন। হালনাগাদ: ১৫ ডিসেম্বর, ২০২০
অতিথি দল →
ঢাকাবরিশালচট্টগ্রামখুলনারাজশাহী
স্থানীয় দল ↓
বেক্সিমকো ঢাকা (ঢাকা)বরিশাল
২ রান
ঢাকা
৭ উইকেট
খুলনা
৩৭ রান
রাজশাহী
২ রান
ফরচুন বরিশাল (বরিশাল)ঢাকা
৭ রান
চট্টগ্রাম
১০ রান
খুলনা
৪ উইকেট
বরিশাল
৮ উইকেট
গাজী গ্রুপ চট্টগ্রাম (চট্টগ্রাম)চট্টগ্রাম
৯ উইকেট
চট্টগ্রাম
৭ উইকেট
চট্টগ্রাম
৩ উইকেট
চট্টগ্রাম
১ রান
জেমকন খুলনা (খুলনা)ঢাকা
২০ রান
খুলনা
৪৮ রান
চট্টগ্রাম
৯ উইকেট
রাজশাহী
৬ উইকেট
মিনিস্টার গ্রুপ রাজশাহী (রাজশাহী)ঢাকা
২৫ রান
বরিশাল
৫ উইকেট
চট্টগ্রাম
৩৬ রান
খুলনা
৫ উইকেট
দলীয় ফলাফল→স্থানীয় দল জয়ীড্রঅতিথি দল জয়ী ফ/হ

সর্বশেষ হালনাগাদ: ১২ ডিসেম্বর ২০২০

সময়সূচী

২৪ নভেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১৬৭/৫ (২০ ওভার)
মাহেদী হাসান ৫০ (৩২)
মুক্তার আলী ৩/২২ (৪ ওভার)
  • বেক্সিমকো ঢাকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৪ নভেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১৫২/৯ (২০ ওভার)
জেমকন খুলনা
১৫৫/৬ (১৯.৫ ওভার)
আরিফুল হক ৪৮ (৩৪)
সুমন খান ২/২১ (৪ ওভার)
  • জেমকন খুলনা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৬ নভেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৪৬/৬ (২০ ওভার)
আরিফুল হক ৪১* (৩১)
মুকিদুল ইসলাম ২/৪৪ (৪ ওভার)
  • জেমকন খুলনা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৬ নভেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
৮৮ (১৬.২ ওভার)
সৌম্য সরকার ৪৪* (২৯)
নাসুম আহমেদ ১/৫ (১ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শাহাদাত হোসেন (বেক্সিমকো ঢাকা) টি২০ ক্রিকেটে অভিষেক করে।

২৮ নভেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
জেমকন খুলনা
৮৬ (১৭.৫ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৮ নভেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১৩৬/৫ (১৯ ওভার)
তামিম ইকবাল ৭৭* (৬১)
মুকিদুল ইসলাম ২/২৭ (৪ ওভার)
  • ফরচুন বরিশাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রেজাউর রহমান রাজা মিনিস্টার গ্রুপ রাজশাহী টি২০ ক্রিকেটে অভিষেক করে।

৩০ নভেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১৪১/৮ (২০ ওভার)
লিটন দাস ৩৫ (২৫)
আবু জায়েদ ২/৪২ (৪ ওভার)
  • ফরচুন বরিশাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩০ নভেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৪৬/৮ (২০ ওভার)
বেক্সিমকো ঢাকা
১০৯ (১৯.২ ওভার)
মুশফিকুর রহিম ৩৭ (৩৫)
শুভাগত হোম ৩/১৩ (৩.২ ওভার)
  • বেক্সিমকো ঢাকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শফিকুল ইসলাম (বেক্সিমকো ঢাকা) টি২০ ক্রিকেটে অভিষেক করে।

২ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১০৮/৮ (২০ ওভার)
বেক্সিমকো ঢাকা
১০৯/৩ (১৮.৫ ওভার)
  • বেক্সিমকো ঢাকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
লিটন দাস ৭৮ (৫৩)
মুকিদুল ইসলাম ৩/৩০ (৪ ওভার)
  • মিনিস্টার গ্রুপ রাজশাহী টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪ ডিসেম্বর ২০২০
১৪:০০
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৭৩/৬ (২০ ওভার)
ফরচুন বরিশাল
১২৫ (১৯.৫ ওভার)
তৌহিদ হৃদয় ৩৩ (২৭)
শহীদুল ইসলাম ২/১৭ (২.৫ ওভার)
  • ফরচুন বরিশাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪ ডিসেম্বর ২০২০
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১৭৫/৫ (২০ ওভার)
ইয়াসির আলী ৬৭ (৩৯)
মুকিদুল ইসলাম ২/৩৮ (৩ ওভার)
ফজলে মাহমুদ ৫৮ (৪০)
মুক্তার আলী ৪/৩৭ (৪ ওভার)
  • মিনিস্টার গ্রুপ রাজশাহী টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৬ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১৪৫/৪ (২০ ওভার)
লিটন দাস ৪৭ (৩৯)
মুক্তার আলী ৩/৩৯ (৪ ওভার)

৬ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৪৬/৫ (২০ ওভার)
জহুরুল ইসলাম ৪৩ (৪০)
মুকিদুল ইসলাম ২/৩১ (৩.২ ওভার)
  • জেমকন খুলনা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৮ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
২২১/২ (১৮.১ ওভার)

৮ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৫৭/৯ (২০ ওভার)
শুভাগত হোম ৩২* (১৪)
শরিফুল ইসলাম ৩/৩৪ (৪ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১০ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১৭৯/৭ (২০ ওভার)
জেমকন খুলনা
১৫৯ (২০ ওভার)
জহুরুল ইসলাম ৫৩ (৩৬)
রবিউল ইসলাম রবি ৫/২৭ (৩.৩ ওভার)
  • জেমকন খুলনা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রবিউল ইসলাম রবি (বেক্সিমকো ঢাকা) টুয়েন্টি২০ ক্রিকেটে তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট সংগ্রহ করে।[২৫]

১০ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১৪৯/৬ (২০ ওভার)
গাজী গ্রুপ চট্টগ্রাম
১৫৩/৩ (১৮.৪ ওভার)
সৌম্য সরকার ৬২ (৩৭)
সুমন খান ২/৩০ (৪ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১২ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
সৌম্য সরকার ৬৩ (৪৮)
আনিসুল ইসলাম ইমন ২/২১ (৩.৩ ওভার)
নুরুল হাসান ২৮ (২৮)
নাহিদুল ইসলাম ৩/১৯ (৪ ওভার)
  • মিনিস্টার গ্রুপ রাজশাহী টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১২ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১৯৩/৩ (২০ ওভার)
বেক্সিমকো ঢাকা
১৯১/৬ (২০ ওভার)
তৌহিদ হৃদয় ৫১ (২২)
আল-আমিন ১/৫ (১ ওভার)
  • বেক্সিমকো ঢাকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

প্লে-অফ

প্রিলিমিনারীফাইনাল
 ১৮ ডিসেম্বর ২০২০ — ঢাকা
১৪ ডিসেম্বর ২০২০ — ঢাকা
গাজী গ্রুপ চট্টগ্রাম১৬৩ (২০ ওভার)
জেমকন খুলনা২১০/৭ (২০ ওভার)জেমকন খুলনা১৫৫/৭(২০ ওভার)
জেমকন খুলনা ৪৭ রানে বিজয়ী  গাজী গ্রুপ চট্টগ্রাম১৫০/৬(২০ ওভার)
জেমকন খুলনা ৫ রানে বিজয়ী  
১৫ ডিসেম্বর ২০২০ — ঢাকা
গাজী গ্রুপ চট্টগ্রাম১১৭/৩(১৯.১ ওভার)
বেক্সিমকো ঢাকা১১৬ (২০ ওভার)
গাজী গ্রুপ চট্টগ্রাম ৭ উইকেটে বিজয়ী  
১৪ ডিসেম্বর ২০২০ — ঢাকা
বেক্সিমকো ঢাকা ১৫০/৮ (২০ ওভার)
ফরচুন বরিশাল১৪১/৯ (২০ ওভার)
বেক্সিমকো ঢাকা ৯ রানে বিজয়ী  

এলিমিনেটর
১৪ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১৫০/৮ (২০ ওভার)
ফরচুন বরিশাল
১৪১/৯ (২০ ওভার)
আফিফ হোসেন ৫৫ (৩৫)
মুক্তার আলী ৩/১৮ (২ ওভার)
  • ফরচুন বরিশাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

বাছাই ১
১৪ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
জেমকন খুলনা
২১০/৭ (২০ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মাশরাফি বিন মর্তুজা (জেমকন খুলনা) টুয়েন্টি২০ ক্রিকেটে তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট সংগ্রহ করে।[২৬]

বাছাই ২
১৫ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১১৬ (২০ ওভার)
গাজী গ্রুপ চট্টগ্রাম
১১৭/৩ (১৯.১ ওভার)
আল আমিন ২৫ (১৮)
মুস্তাফিজুর রহমান ৩/৩২ (৪ ওভার)
লিটন দাস ৪০ (৪৯)
আল আমিন ১/৪ (১.১ ওভার)
  • বেক্সিমকো ঢাকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

১৮ ডিসেম্বর ২০২০
১৯.০০ (দিন/রাত)
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৫৫/৭ (২০ ওভার)
সৈকত আলী ৫৩ (৪৫)
শহীদুল ইসলাম ২/৩৩ (৪ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

পুরস্কার

ক্যাটাগরিটাকার পরিমাণ
চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য পাবে১,৫০,০০০/-
রানার-আপ দলের প্রত্যেক সদস্য পাবে৭৫,০০০/-
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়৩,০০,০০০/-
ফাইনাল সেরা খেলোয়াড়১,০০,০০০/-
আসর সেরা ব্যাটসম্যান২,০০,০০০/-
আসর সেরা বোলার২,০০,০০০/-
স্পেশাল ৪ জন পারফর্মার১,০০,০০০/-
উৎস : [১]

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও টুর্নামেন্ট সেরা বোলার: মোস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)। গোটা টুর্নামেন্টে ১০ ম্যাচে সবচেয়ে কম ৬.২৫ ইকনোমি রেটে নিয়েছেন ২২ উইকেট। এক ম্যাচে মাত্র ৫ রান দিয়ে নেন ৪ উইকেট।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইনালে দলের বিপর্যয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন খুলনার অধিনায়ক। মাত্র ৪৮ বলে খেলেন ৭০ রানের অপরাজিত ইনিংস। তার ইনিংসে ভর করেই চ্যাম্পিয়ন হয় খুলনা।

টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান: লিটন কুমার দাস। গোটা আসরেই ছিলেন দারুণ ধারাবাহিক। তার স্ট্রাইক রেটও ছিল দুর্দান্ত। ১১৯.৪৫ স্ট্রাইক রেটে ৪৯.১২ গড়ে ৩টি অর্ধশতকসহ করেন ৩৯৩ রান।

টুর্নামেন্টের বিশেষ টুর্নামেন্ট: চারজনের হাতে উঠেছে এই খেতাব। নাজমুল হোসেন শান্ত: রাজশাহীর হয়ে দুর্দান্ত অধিনায়কত্বের সঙ্গে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। ৩৭.৬২ গড়ে ২টি অর্ধশতক ও ১টি শত রানের ইনিংসসহ করেন ৩০১ রান। পারভেজ হোসেন ইমন: বরিশালের হয়ে ৯ ম্যাচ খেলা পারভেজ হোসেন ইমনের ব্যাটিং নজর কেড়েছে সবার। অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা এই তরুণ ব্যাটসম্যান ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে জিতিয়েছিলেন দলকে। ২৯.১২ স্ট্রাইক রেটে মোট সংগ্রহ করেন ২৩৩ রান। শরিফুল ইসলাম: অনূর্ধ-১৯ দল থেকে আসা এই তরুণ পেসার চট্টগ্রামের হয়ে ১০ ম্যাচে নেন ১৬ উইকেট। রবিউল ইসলাম রবি: বেক্সিমক ঢাকার হয়ে খেলা রবি এই টুর্নামেন্টে প্রথম পাঁচ উইকেট নেন। টুর্নামেন্টে নজরকাড়া বোলিংয়ে নিয়েছেন ৮ ম্যাচে ৬.৯৪ ইকনোমিতে ১৩ উইকেট।[১৪][২৭]

পরিসংখ্যান

দলীয় পরিসংখ্যান

সর্বাধিক দলীয় সংগ্রহ
ক্রমদলস্কোরওভাররান রেটইনিংসপ্রতিপক্ষতারিখফলাফল
ফরচুন বরিশাল২২১/২১৮.১১২.১৬২য়মিনিস্টার গ্রুপ রাজশাহী৮ ডিসেম্বর ২০২০বিজয়ী
মিনিস্টার গ্রুপ রাজশাহী২২০/৭২০১১১মফরচুন বরিশাল৮ ডিসেম্বর ২০২০পরাজিত
জেমকন খুলনা২১০/৭২০১০.০৫১মগাজী গ্রুপ চট্টগ্রাম১৪ ডিসেম্বর ২০২০বিজয়ী
ফরচুন বরিশাল১৯৩/৩২০৯.৬৫১মবেক্সিমকো ঢাকা১২ ডিসেম্বর ২০২০বিজয়ী
বেক্সিমকো ঢাকা১৯১/৬২০৯.৫৫২য়ফরচুন বরিশাল১২ ডিসেম্বর ২০২০পরাজিত
বেক্সিমকো ঢাকা১৭৯/৭২০৮.৯৫১মজেমকন খুলনা১০ ডিসেম্বর ২০২০বিজয়ী
গাজী গ্রুপ চট্টগ্রাম১৭৬/৫২০৮.৮১মমিনিস্টার গ্রুপ রাজশাহী২ ডিসেম্বর ২০২০বিজয়ী
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০, উৎস : ক্রিকইনফো

ব্যাটিং

সর্বাধিক রান
ক্রমখেলোয়াড়দলখেলাইনিংসরানসেরাগড়স্টাই৫০১০০
লিটন কুমার দাসগাজী গ্রুপ চট্টগ্রাম১০১০৩৯৩৭৮*৪৯.১২১১৯.৪৫৪১
তামিম ইকবালফরচুন বরিশাল৩২৪৭৭*৪০.৫১১৫.৩০৩৫
নাজমুল হোসেন শান্তমিনিস্টার গ্রুপ রাজশাহী৩০১১০৯*৩৭.৬২১৫৬.৭৭২১২২
ইয়াসির আলীবেক্সিমকো ঢাকা২৯৪৬৭৩৬.৭৫১২৪.৫৭২৪
সৌম্য সরকারগাজী গ্রুপ চট্টগ্রাম১১১১২৯২৭৩*২৯.২১২৫.৮৬১২২৯
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০, উৎস : ক্রিকইনফো
বাউন্ডারীর পরিসংখ্যান
সর্বমোট চার
৫৭৩ [২৮]
চারখেলোয়াড়দলইনিংস
৪১লিটন দাসগাজী গ্রুপ চট্টগ্রাম
৩৫তামিম ইকবালফরচুন বরিশাল
২৯সৌম্য সরকারগাজী গ্রুপ চট্টগ্রাম১০
২৭সৌম্য সরকারগাজী গ্রুপ চট্টগ্রাম১১
২৫মুশফিকুর রহিমবেক্সিমকো ঢাকা১০
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০[২৮]
সর্বমোট ছয়
২৮৩[২৮]
ছয়খেলোয়াড়দলইনিংস
২১নাজমুল হোসেন শান্তমিনিস্টার গ্রুপ রাজশাহী
১৯মোহাম্মদ নাইমবেক্সিমকো ঢাকা১০
১৫পারভেজ হোসেন ইমনফরচুন বরিশাল
১২সৌম্য সরকারগাজী গ্রুপ চট্টগ্রাম১১
১১মাহেদী হাসানমিনিস্টার গ্রুপ রাজশাহী
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০ [২৮]


ক্রমদলম্যাচচার
গাজী গ্রুপ চট্টগ্রাম১১১৩২
জেমকন খুলনা১০১৩৯
ফরচুন বরিশাল১১২
বেক্সিমকো ঢাকা১০১০৪
মিনিস্টার গ্রুপ রাজশাহী৮৬
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০ [২৮]
ক্রমদলম্যাচছয়
মিনিস্টার গ্রুপ রাজশাহী৭২
বেক্সিমকো ঢাকা১০৫৭
ফরচুন বরিশাল৫৪
গাজী গ্রুপ চট্টগ্রাম১০৫১
জেমকন খুলনা৪৯
সর্বশেষ হালনাগাদ : ১৫ ডিসেম্বর ২০২০ [২৮]

বোলিং

সর্বাধিক উইকেট
ক্রমখেলোয়াড়দলখেলাইনিংসউইকেটসেরাগড়ইকোনমি
মুস্তাফিজুর রহমানগাজী গ্রুপ চট্টগ্রাম১০১০২২৪/৫১১.০৪৬.২৫
মুক্তার আলীবেক্সিমকো ঢাকা১০১০১৭৪/৩৭১৬.৭৬৯.১৯
কামরুল ইসলাম রাব্বিফরচুন বরিশাল১৬৪/২১১৭.৮৭৮.৬৬
শরিফুল ইসলামগাজী গ্রুপ চট্টগ্রাম১০১০১৬৩/২৭১৯.০০৮.০০
শহীদুল ইসলামজেমকন খুলনা‌৭‌‌ ৭১৩৪/১৭১৩.২৩৭.৫৩
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০, উৎস : ক্রিকইনফো

ফিল্ডিং

সর্বাধিক ক্যাচ

উইকেট রক্ষক হিসাবে সংগ্রহ করা ক্যাচগুলো এই পরিসংখ্যানের উল্লেখ করা হয়নি।

ক্রমখেলোয়াড়দলখেলাইনিংসক্যাচসর্বাধিক
শামিম হোসেনজেমকন খুলনা১০১০১২
জহুরুল ইসলামজেমকন খুলনা১০১০
সৌম্য সরকারগাজী গ্রুপ চট্টগ্রাম১১১১
মাহমুদুল্লাহজেমকন খুলনা১০১০
শুভাগত হোমজেমকন খুলনা
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০, উৎস : ক্রিকইনফো

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন