২০২১–২২ বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের মার্চ ও এপ্রিল মাসে দুটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে।[১][২] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়,[৩][৪] এবং ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[৫][৬] ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ও ভেন্যু নিশ্চিত করে।[৭][৮]

২০২১–২২ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
 দক্ষিণ আফ্রিকাবাংলাদেশ
তারিখ১৮ মার্চ ২০২২ – ১২ এপ্রিল ২০২২
অধিনায়কডিন এলগার (টেস্ট)
তেম্বা বাভুমা (ওডিআই)
মমিনুল হক (টেস্ট)
তামিম ইকবাল (ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানডিন এলগার (২২৭)মাহমুদুল হাসান জয় (১৪১)
সর্বাধিক উইকেটকেশব মহারাজ (১৬)তাইজুল ইসলাম (৯)
মেহেদী হাসান মিরাজ (৯)
সিরিজ সেরা খেলোয়াড়কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানর‌্যাসি ফন ডের ডুসেন (৯৮)তামিম ইকবাল (১২৯)
সর্বাধিক উইকেটকাগিসো রাবাদা (৬)তাসকিন আহমেদ (৮)
সিরিজ সেরা খেলোয়াড়তাসকিন আহমেদ (বাংলাদেশ)

ওডিআই সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৯] টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয়।[১০]

দলীয় সদস্য

 দক্ষিণ আফ্রিকা  বাংলাদেশ
টেস্ট[১১]ওডিআই[১২]টেস্ট[১৩]ওডিআই[১৪]

সফরের পূর্বে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেয়ার ইচ্ছা পোষণ করেন।[১৫] বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিকভাবে তাঁর অনুরোধে সম্মতি জ্ঞাপন করে।[১৬] কিন্তু পরবর্তীতে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনার পর সাকিব আল হাসান সফরে যেতে রাজি হন।[১৭] সাকিব আল হাসানের পরিবারের কিছু সদস্য কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হলে তিনি টেস্ট সিরিজের পূর্বেই দেশে ফিরে যান।[১৮] প্রথম টেস্ট চলার সময়ে বিসিবি ম্যাচটি শেষ হওয়ার পর তাসকিন আহমেদশরিফুল ইসলামের দেশে ফিরে আসার খবর নিশ্চিত করে।[১৯] ২০২২ সালের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলোয়াড়রা বাংলাদেশের বিরুদ্ধে খেলার পরিবর্তে ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নেন।[২০]

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৮ মার্চ ২০২২
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
৩১৪/৭ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৭৬ (৪৮.৫ ওভার)
সাকিব আল হাসান ৭৭ (৬৪)
কেশব মহারাজ ২/৫৬ (১০ ওভার)
বাংলাদেশ ৩৮ রানে জয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাকিব আল হাসান (বাংলাদেশ)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, দক্ষিণ আফ্রিকা ০।

২য় ওডিআই

২০ মার্চ ২০২২
১০:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৯৪/৯ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৯৫/৩ (৩৭.২ ওভার)
আফিফ হোসেন ৭২ (১০৭)
কাগিসো রাবাদা ৫/৩৯ (১০ ওভার)
কুইন্টন ডে কক ৬২ (৪১)
আফিফ হোসেন ১/১৫ (৫ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
ওয়ান্ডারারস স্টেডিয়াম, স্যান্ডটন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১০, বাংলাদেশ ০।

৩য় ওডিআই

২৩ মার্চ ২০২২
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৫৪ (৩৭ ওভার)
 বাংলাদেশ
১৫৬/১ (২৬.৩ ওভার)
তামিম ইকবাল ৮৭* (৮২)
কেশব মহারাজ ১/৩৬ (৭ ওভার)
বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাসকিন আহমেদ (বাংলাদেশ)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, দক্ষিণ আফ্রিকা ০।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

৩১ মার্চ–৪ এপ্রিল ২০২২
স্কোরকার্ড
বনাম
৩৬৭ (১২১ ওভার)
তেম্বা বাভুমা ৯৩ (১৯০)
খালেদ আহমেদ ৪/৯২ (২৫ ওভার)
২৯৮ (১১৫.৫ ওভার)
মাহমুদুল হাসান জয় ১৩৭ (৩২৬)
সাইমন হারমার ৪/১০৩ (৪০ ওভার)
২০৪ (৭৪ ওভার)
ডিন এলগার ৬৪ (১০২)
এবাদত হোসেন ৩/৪০ (১৩ ওভার)
৫৩ (১৯ ওভার)
নাজমুল হোসেন শান্ত ২৬ (৫২)
কেশব মহারাজ ৭/৩২ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী
কিংসমিড ক্রিকেট মাঠ, ডারবান

আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)

ম্যাচ সেরা খেলোয়াড়: কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম, তৃতীয় ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ১৩.১ ওভার, ১৩ ওভার ও ২০ ওভার খেলা সম্ভব হয়নি।
  • রায়ান রিকেলটন ও লিজাদ উইলিয়ামস (দক্ষিণ আফ্রিকা)-এর টেস্ট অভিষেক হয়।
  • মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২১][২২]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, বাংলাদেশ ০।

২য় টেস্ট

৮–১২ এপ্রিল ২০২২
স্কোরকার্ড
বনাম
৪৫৩ (১৩৬.২ ওভার)
কেশব মহারাজ ৮৪ (৯৫)
তাইজুল ইসলাম ৬/১৩৫ (৫০ ওভার)
২১৭ (৭৪.২ ওভার)
মুশফিকুর রহিম ৫১ (১৩৬)
ভিয়ান মুল্ডার ৩/২৫ (১৩ ওভার)
১৭৬/৬ঘো (৩৯.৫ ওভার)
সরেল এরভে ৪১ (৬৬)
তাইজুল ইসলাম ৩/৬৭ (১৫ ওভার)
৮০ (২৩.৩ ওভার)
লিটন কুমার দাস ২৭ (৩৩)
কেশব মহারাজ ৭/৪০ (১২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে জয়ী
সেন্ট জর্জ'স পার্ক ক্রিকেট স্টেডিয়াম, ঘেবেখা

আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)

ম্যাচ সেরা খেলোয়াড়: কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খায়া জোন্দো (দক্ষিণ আফ্রিকা)-এর টেস্ট অভিষেক হয়।
  • সরেল এরভে (দক্ষিণ আফ্রিকা) ও ভিয়ান মুল্ডার (দক্ষিণ আফ্রিকা)-এর বদলি হিসেবে খেলেন খায়া জোন্দো ও গ্লেন্টন স্টুরমান।[২৩]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, বাংলাদেশ ০।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন