২০২১ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

বাংলাদেশ ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে, যা জুলাই থেকে অগাস্ট ২০২২-এ অনুষ্ঠিত হয়। [১] ওডিআই সিরিজটি হবে নতুন করে শুরু হওয়া ২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ প্রতিযোগিতার অংশ।[২][৩]

২০২১ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
 জিম্বাবুয়েবাংলাদেশ
তারিখ৩ – ২৭ জুলাই ২০২১
অধিনায়কব্রেন্ডন টেলর (টেস্ট, ওডিআই)
সিকান্দার রাজা (টি২০আই)
মমিনুল হক (টেস্ট)
তামিম ইকবাল (ওডিআই)
মাহমুদুল্লাহ রিয়াদ (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল১ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানব্রেন্ডন টেলর (১৭৩)মাহমুদুল্লাহ রিয়াদ (১৫০)
সর্বাধিক উইকেটব্লেসিং মুজারাবানি (৯)মেহেদী হাসান (৯)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানরেজিস চাকাভা (১৬৪)লিটন দাস (১৫৫)
সর্বাধিক উইকেটলুক জংউই (৬)সাকিব আল হাসান (৮)
সিরিজ সেরা খেলোয়াড়সাকিব আল হাসান (বাংলাদেশ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানওয়েসলি মাধেভেরে (১৫০)সৌম্য সরকার (১২৬)
সর্বাধিক উইকেটলুক জংউই (৫)শরিফুল ইসলাম (৬)
সিরিজ সেরা খেলোয়াড়সৌম্য সরকার (বাংলাদেশ)

দলীয় সদস্য

টেস্টওডিআইটি২০আই
 জিম্বাবুয়ে  বাংলাদেশ  জিম্বাবুয়ে  বাংলাদেশ  জিম্বাবুয়ে  বাংলাদেশ

প্রস্তুতিমূলক খেলা

৩–৪ জুলাই ২০২১
বনাম
৩১৩/২ঘো (৯০ ওভার)
সাকিব আল হাসান ৭৪* (৫৬)
লুক জংউই ১/২৩ (১১ ওভার)
২০২ (৭৪.৫ ওভার)
টিমিসেন মারুমা ৫৮ (১৩২)
সাকিব আল হাসান ৩/৩৪ (১২.৫ ওভার)
২২/০ (৭.১ ওভার)
তামিম ইকবাল ১৮* (৩০)
  • বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৪ জুলাই ২০২১
০৯:৩০
বাংলাদেশ 
২৯৬/৬ (৫০ ওভার)
ফলাফল হয়নি
তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ফরস্টার মুতিজা (জিম্বাবুয়ে) ও ক্রিস্টোফার ফিরি (জিম্বাবুয়ে)
  • বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • খারাপ আলোর কারণে আর কোনও খেলা সম্ভব হয়নি।

একমাত্র টেস্ট

৭–১১ জুলাই ২০২১
Scorecard
বনাম
৪৬৮ (১২৬ ওভার)
মাহমুদুল্লাহ রিয়াদ ১৫০* (২৭৮)
ব্লেসিং মুজারাবানি ৪/৯৪ (২৯ ওভার)
২৭৬ (১১১.৫ ওভার)
তাকুদজওয়ানাশে কৈতানো ৮৭ (৩১১)
মেহেদী হাসান ৫/৮২ (৩১ ওভার)
২৮৪/১ঘো (৬৭.৪ ওভার)
নাজমুল হোসেন শান্ত ১১৭* (১১৮)
রিচার্ড এনগারভা ১/৩৬ (৯ ওভার)
২৫৬ (৯৪.৪ ওভার)
ব্রেন্ডন টেলর ৯২ (৭৩)
মেহেদী হাসান ৪/৬৬ (৩০.৪ ওভার)
  • বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • তাকুদজওয়ানাশে কৈতানো ও ডিওন মাইয়ার্স (জিম্বাবুয়ে) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
  • মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) তার ৫০তম টেস্টে খেলেছেন।[৪]
  • সাদমান ইসলাম (বাংলাদেশ) টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি লাভ করেন।[৫]

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৬ জুলাই ২০২১
০৯:৩০
জিম্বাবুয়ে 
২৭৬/৯ (৫০ ওভার)
 বাংলাদেশ
১২১ (২৮.৫ ওভার)
লিটন দাস ১০২ (১১৪)
লুক জংউই ৩/৫১ (৯ ওভার)
রেজিস চাকাভা ৫৪ (৫১)
সাকিব আল হাসান ৫/৩০ (৯.৫ ওভার)
বাংলাদেশ ১৫৫ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও ল্যাংটন রাসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিটন দাস (বাংলাদেশ)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • তাদিওয়ানশে মারুমণি ও ডিওন মাইয়ার্স (জিম্বাবুয়ে) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
  • ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে) তার ২০০তম ওয়ানডে খেলেছেন।
  • সাকিব আল হাসান এ ম্যাচে ব্রেন্ডন টেলরের উইকেট শিকারের মাধ্যমে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক একদিনের ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি হন।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, জিম্বাবুয়ে ০।

২য় ওডিআই

১৮ জুলাই ২০২১
০৯:৩০
জিম্বাবুয়ে 
২৪০/৯ (৫০ ওভার)
 বাংলাদেশ
২৪২/৭ (৪৯.১ ওভার)
সাকিব আল হাসান ৯৬* (১০৯)
লুক জংউই ২/৪৬ (৮ ওভার)
বাংলাদেশ ৩ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাকিব আল হাসান (বাংলাদেশ)
  • জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, জিম্বাবুয়ে ০।

৩য় ওডিআই

২০ জুলাই ২০২১
০৯:৩০
জিম্বাবুয়ে 
২৯৮ (৪৯.৩ ওভার)
 বাংলাদেশ
৩০২/৫ (৪৮ ওভার)
তামিম ইকবাল ১১২ (৯৭)
ওয়েসলি মাধেভেরে ২/৪৫ (১০ ওভার)
বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: তামিম ইকবাল
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) তার মধ্যে খেলেছে ২০০তম ওডিআই।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, জিম্বাবুয়ে ০।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২২ জুলাই ২০২১
১২:৩০
জিম্বাবুয়ে 
১৫২ (১৯ ওভার)
 বাংলাদেশ
১৫৬/২ (১৮.৫ ওভার)
বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ক্রিস্টোফার ফিরি (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সৌম্য সরকার (বাংলাদেশ)
  • জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ডিওন মাইয়ার্স (জিম্বাবুয়ে) তার টি২০আই অভিষেক হয়।
  • সৌম্য সরকার (বাংলাদেশ) টি২০আইতে তার ১,০০০তম রান করেছেন।

২য় টি২০আই

২৩ জুলাই ২০২১
১২:৩০
জিম্বাবুয়ে 
১৬৬/৬ (২০ ওভার)
 বাংলাদেশ
১৪৩ (১৯.৫ ওভার)
জিম্বাবুয়ে ২৩ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও ফরস্টার মুতিজা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়েসলি মাধেভেরে (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শামিম হোসেন (বাংলাদেশ) তার টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই

২৫ জুলাই ২০২১
১২:৩০
জিম্বাবুয়ে 
১৯৩/৫ (২০ ওভার)
 বাংলাদেশ
১৯৪/৫ (১৯.২ ওভার)
বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সৌম্য সরকার (বাংলাদেশ)
  • জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র


🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন