২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন ও জুলাই মাসে দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে।[১][২] টেস্ট ম্যাচগুলো ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[৩][৪] ২০২২ সালের মে মাসে সফরের একটি খসড়া সূচি ঘোষিত হয়।[৫] ২০২২ সালের ১ জুন সফরের পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত করা হয়।[৬][৭]

২০২২ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
 ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশ
তারিখ১৬ জুন ২০২২ – ১৬ জুলাই ২০২২
অধিনায়কক্রেইগ ব্র্যাথওয়েট (টেস্ট)
নিকোলাস পুরান (ওডিআই ও টি২০আই)
সাকিব আল হাসান (টেস্ট)
তামিম ইকবাল (ওডিআই)
মাহমুদউল্লাহ রিয়াদ (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানকাইল মেয়ারস (১৫৩)সাকিব আল হাসান (১৩৮)
সর্বাধিক উইকেটআলজারি জোসেফ (১২)খালেদ আহমেদ (১০)
সিরিজ সেরা খেলোয়াড়কাইল মেয়ারস (ওয়েস্ট ইন্ডিজ)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রাননিকোলাস পুরান (৯১)তামিম ইকবাল (১১৭)
সর্বাধিক উইকেটগুডাকেশ মোতি (৬)মেহেদী হাসান মিরাজ (৭)
সিরিজ সেরা খেলোয়াড়তামিম ইকবাল (বাংলাদেশ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রাননিকোলাস পুরান (১০৮)সাকিব আল হাসান (১০২)
সর্বাধিক উইকেটরোমারিও শেফার্ড (৬)নাসুম আহমেদ (২)
সাকিব আল হাসান (২)
মাহেদী হাসান (২)
শরিফুল ইসলাম (২)
সিরিজ সেরা খেলোয়াড়নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)

২০২২ সালের ২২ মে মমিনুল হককে টেস্ট দলের অধিনায়ক হিসেবে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরের জন্য দল ঘোষণা করে।[৮] কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ পরাজিত হওয়ার পর মমিনুল হক বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন।[৯] সাকিব আল হাসানকে বাংলাদেশের টেস্ট দলের নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হয়।[১০][১১]

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয়।[১২][১৩] টি২০আই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়লাভ করে।[১৪] ওডিআই সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয়।[১৫]

দলীয় সদস্য

 ওয়েস্ট ইন্ডিজ  বাংলাদেশ
টেস্ট[১৬]ওডিআই[১৭]টি২০আই[১৮]টেস্ট[১৯]ওডিআই[২০]টি২০আই[২১]

চোটের কারণে শহিদুল ইসলাম সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে অসমর্থ বলে গণ্য হন।[২২] ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে তেজনারায়ণ চন্দরপল ও শারমন লুইসকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[২৩] প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সময় পিঠে চোট পাওয়ায় ইয়াসির আলী বাংলাদেশের টেস্ট দল থেকে ছিটকে যান।[২৪] তাঁর পরিবর্তে এনামুল হক বিজয়কে বাংলাদেশের টেস্ট দলে যোগ করা হয়।[২৫] প্রথম টেস্ট শুরুর আগের দিন কেমার রোচকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে যোগ করা হয়।[২৬][২৭] চোটের কারণে মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের ওডিআই ও টি২০আই দল থেকে ছিটকে যান, এবং পূর্বের চোট থেকে সেরে না ওঠায় ইয়াসির আলী পুরো সফরেই খেলতে অসমর্থ বলে গণ্য হন।[২৮] রোমারিও শেফার্ড ও ডমিনিক ড্রেকসকে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের ওডিআই ও টি২০আই দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[২৯] তৃতীয় টি২০আই ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করে যে ওডিআই সিরিজের দলে সাকিব আল হাসান থাকবেন না।[৩০] ওডিআই সিরিজ শুরুর আগের দিন ওয়েস্ট ইন্ডিজের ওডিআই দলে কিমো পলের পরিবর্তে রোমারিও শেফার্ডকে নেয়া হয়।[৩১]

টেস্ট সিরিজ

১ম টেস্ট

১৬–২০ জুন ২০২২
স্কোরকার্ড
১০৩ (৩২.৫ ওভার)
সাকিব আল হাসান ৫১ (৬৭)
জেডেন সিলস ৩/৩৩ (১০ ওভার)
২৬৫ (১১২.৫ ওভার)
ক্রেইগ ব্র্যাথওয়েট ৯৪ (২৬৮)
মেহেদী হাসান মিরাজ ৪/৫৯ (২২.৫ ওভার)
২৪৫ (৯০.৫ ওভার)
নুরুল হাসান ৬৪ (১৪৭)
কেমার রোচ ৫/৫৩ (২৪.৫ ওভার)
৮৮/৩ (২২ ওভার)
জন ক্যাম্পবেল ৫৮* (৬৭)
খালেদ আহমেদ ৩/২৭ (৮ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গুডাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ)-এর টেস্ট অভিষেক হয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১২, বাংলাদেশ ০।

২য় টেস্ট

২৪–২৮ জুন ২০২২
স্কোরকার্ড
২৩৪ (৬৪.২ ওভার)
লিটন কুমার দাস ৫৩ (৭০)
আলজারি জোসেফ ৩/৫০ (১৫ ওভার)
৪০৮ (১২৬.৩ ওভার)
কাইল মেয়ারস ১৪৬ (২০৮)
খালেদ আহমেদ ৫/১০৬ (৩১.৩ ওভার)
১৮৬ (৪৫ ওভার)
নুরুল হাসান ৬০* (৫০)
জেডেন সিলস ৩/২১ (৮ ওভার)
১৩/০ (২.৫ ওভার)
জন ক্যাম্পবেল* (১১)
ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী
ড্যারেন স্যামি ক্রিকেট মাঠ, রডনি বে
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: কাইল মেয়ারস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তৃতীয় দিনে বৃষ্টির কারণে ৩১ ওভার খেলা সম্ভব হয়নি।
  • অ্যান্ডারসন ফিলিপ (ওয়েস্ট ইন্ডিজ)-এর টেস্ট অভিষেক হয়।
  • খালেদ আহমেদ (বাংলাদেশ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৩২]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১২, বাংলাদেশ ০।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২ জুলাই ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১০৫/৮ (১৩ ওভার)
ফলাফল হয়নি
উইন্ডসর পার্ক, রোজো

আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২য় টি২০আই

৩ জুলাই ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৯৩/৫ (২০ ওভার)
 বাংলাদেশ
১৫৮/৬ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জয়ী
উইন্ডসর পার্ক, রোজো

আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)

ম্যাচ সেরা খেলোয়াড়: রভমান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

৭ জুলাই ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৬৩/৫ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৬৯/৫ (১৮.২ ওভার)
নিকোলাস পুরান ৭৪* (৩৯)
নাসুম আহমেদ ২/৪৪ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
প্রভিডেন্স স্টেডিয়াম, প্রভিডেন্স

আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)

ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১০ জুলাই ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৪৯/৯ (৪১ ওভার)
 বাংলাদেশ
১৫১/৪ (৩১.৫ ওভার)
শামার ব্রুকস ৩৩ (৬৬)
শরিফুল ইসলাম ৪/৩৪ (৮ ওভার)
বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
প্রভিডেন্স স্টেডিয়াম, প্রভিডেন্স

আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)

ম্যাচ সেরা খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৪১ ওভারে খেলা হয়।
  • গুডাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ) ও নাসুম আহমেদ (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই

১৩ জুলাই ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১০৮ (৩৫ ওভার)
 বাংলাদেশ
১১২/১ (২০.৪ ওভার)
কিমো পল ২৫* (২৪)
মেহেদী হাসান মিরাজ ৪/২৯ (৮ ওভার)
তামিম ইকবাল ৫০* (৬২)
গুডাকেশ মোতি ১/৩৯ (৭.৪ ওভার)
বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
প্রভিডেন্স স্টেডিয়াম, প্রভিডেন্স

আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)

ম্যাচ সেরা খেলোয়াড়: নাসুম আহমেদ (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

১৬ জুলাই ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৭৮ (৪৮.৪ ওভার)
 বাংলাদেশ
১৭৯/৬ (৪৮.৩ ওভার)
নিকোলাস পুরান ৭৩ (১০৯)
তাইজুল ইসলাম ৫/২৮ (১০ ওভার)
লিটন কুমার দাস ৫০ (৬৫)
গুডাকেশ মোতি ৪/২৩ (১০ ওভার)
বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
প্রভিডেন্স স্টেডিয়াম, প্রভিডেন্স

আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)

ম্যাচ সেরা খেলোয়াড়: তাইজুল ইসলাম (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তাইজুল ইসলাম (বাংলাদেশ) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৩৩]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন