২০২৩ ইংল্যান্ডে আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল বনাম বাংলাদেশ

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[১][২] সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩]

২০২৩ ইংল্যান্ডে আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল বনাম বাংলাদেশ
 
 আয়ারল্যান্ডবাংলাদেশ
তারিখ৯ মে ২০২৩ – ১৪ মে ২০২৩
অধিনায়কঅ্যান্ড্রু ব্যালবার্নিতামিম ইকবাল
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রানহ্যারি টেকটর (২০৬)নাজমুল হোসেন শান্ত (১৯৬)
সর্বাধিক উইকেটমার্ক অ্যাডেয়ার (৭)হাসান মাহমুদ (৫)
সিরিজ সেরা খেলোয়াড়নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)

সিরিজটি প্রাথমিকভাবে আয়ারল্যান্ডে আয়োজিত হওয়ার কথা থাকলেও ২০২৩ সালের মার্চ মাসে সিরিজটি ইংল্যান্ডে আয়োজনের কথা নিশ্চিত করা হয়।[৪] সিরিজ চলাকালে আয়ারল্যান্ডে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের চেলমসফোর্ডে সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[৫]

আয়ারল্যান্ড দলের জন্য সিরিজ শুরুর আগে ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টে সরাসরি উত্তরণের স্বার্থে সিরিজের তিনটি ম্যাচেই জয় লাভের প্রয়োজন ছিল।[৬] বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচে ফল না আসায় আয়ারল্যান্ডের পরিবর্তে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা উত্তীর্ণ হয়।[৭] একই সাথে ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টে আয়ারল্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত হয়।[৮]

সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়লাভ করে।[৯]

দলীয় সদস্য

 আয়ারল্যান্ড[১০][১১]  বাংলাদেশ[১২][১৩]

ওডিআই সিরিজ

১ম ওডিআই

৯ মে ২০২৩
১০:৪৫
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৪৬/৯ (৫০ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড
৬৫/৩ (১৬.৩ ওভার)
মুশফিকুর রহিম ৬১ (৭০)
জশুয়া লিটল ৩/৬১ (১০ ওভার)
হ্যারি টেকটর ২১* (৩৭)
তাইজুল ইসলাম ১/৫ (২ ওভার)
ফলাফল হয়নি
কাউন্টি ক্রিকেট মাঠ, চেলমসফোর্ড
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: আয়ারল্যান্ড ৫, বাংলাদেশ ৫।

২য় ওডিআই

১২ মে ২০২৩
১০:৪৫
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
৩১৯/৬ (৪৫ ওভার)
বনাম
 বাংলাদেশ
৩২০/৭ (৪৪.৩ ওভার)
হ্যারি টেকটর ১৪০ (১১৩)
হাসান মাহমুদ ২/৪৮ (৯ ওভার)
বাংলাদেশ ৩ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, চেলমসফোর্ড
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও পল রেনল্ডস (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৪৫ ওভারে খেলা হয়।
  • নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৪]
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, আয়ারল্যান্ড ০।

৩য় ওডিআই

১৪ মে ২০২৩
১০:৪৫
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৭৪ (৪৮.৫ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড
২৬৯/৯ (৫০ ওভার)
তামিম ইকবাল ৬৯ (৮২)
মার্ক অ্যাডেয়ার ৪/৪০ (৮.৫ ওভার)
বাংলাদেশ ৫ রানে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, চেলমসফোর্ড
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মৃত্যুঞ্জয় চৌধুরীরনি তালুকদার (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, আয়ারল্যান্ড ০।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন