৪র্থ মেরিল-প্রথম আলো পুরস্কার

৪র্থ মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের তৃতীয় আয়োজন। ২০০১ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০২ সালে আয়োজিত এই আয়োজন ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হানিফ সংকেত[১] তিনি দ্বিতীয়বারের মত এই পুরস্কারের উপস্থাপনা করেন।[২]

৪র্থ মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ২০০২
স্থানবাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকহানিফ সংকেত
আলোকপাত
শ্রেষ্ঠ অভিনেতাচলচ্চিত্র
রিয়াজ
টেলিভিশন
জাহিদ হাসান
চলচ্চিত্র
শ্বশুরবাড়ী জিন্দাবাদ
টেলিভিশন
নীলাঞ্জনা
শ্রেষ্ঠ অভিনেত্রীচলচ্চিত্র
শাবনূর
টেলিভিশন
শমী কায়সার
চলচ্চিত্র
শ্বশুরবাড়ী জিন্দাবাদ
টেলিভিশন
নীলাঞ্জনা
 ← ৩য়মেরিল-প্রথম আলো পুরস্কার৫ম → 

এই আয়োজনে ১৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। পাঠক জরিপের ১০টি বিভাগে ৪টি করে মনোনয়ন দেওয়া হয় এবং পাঠকের ভোটে সেরাদের নির্বাচন করা হয়। সমালোচকদের বিচারে ৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

আবুল হায়াত অভিজ্ঞান টিভি নাটকের জন্য সেরা নাট্যকার ও সেরা নির্দেশক বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন। অন্যদিকে গিয়াস উদ্দিন সেলিম দুটি ভিন্ন টিভি নাটকের (হাউজ ওয়াইফপাপ-পূণ্য) জন্য সেরা নাট্যকার ও সেরা নির্দেশক বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন এবং সেরা নির্দেশক বিভাগে পুরস্কৃত হন।

এই আয়োজনে প্রথমবারের মত আজীবন সম্মাননা প্রদান শুরু হয়। প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী সোহরাব হোসেনকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

বিজয়ী ও মনোনীতদের তালিকা

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

সেরা গায়ক বিভাগে বিজয়ী আসিফ আকবর
সেরা মডেল পুরুষ ও নারী বিভাগে বিজয়ী নোবেলমৌ
সেরা টিভি অভিনেত্রী (সমালোচক) বিভাগে বিজয়ী আফসানা মিমি
সোহরাব হোসেন আজীবন সম্মাননা গ্রহীতা
সেরা চলচ্চিত্র অভিনেতাসেরা চলচ্চিত্র অভিনেত্রী
সেরা টিভি অভিনেতাসেরা টিভি অভিনেত্রী
সেরা গায়কসেরা গায়িকা
সেরা মডেল (পুরুষ)সেরা মডেল (নারী)
সেরা ব্যান্ডসেরা ম্যাগাজিন অনুষ্ঠান

সমালোচক

সেরা নাট্যকারসেরা নির্দেশক
সেরা টিভি অভিনেতাসেরা টিভি অভিনেত্রী
বিশেষ পুরস্কার - সেরা চিত্রগ্রাহক
  • কামরুল হাসান খসরু - পাপ-পুণ্য

অনুষ্ঠান

পুরস্কার প্রদান

প্রদানকারীপুরস্কারের বিভাগ
ফরিদা পারভীনসেরা গায়ক
মুস্তাফা জামান আব্বাসীসেরা গায়িকা
মাহিন খানসেরা মডেল (পুরুষ)
গোলাম মুস্তাফাসেরা মডেল (নারী)
ববিতাসেরা চলচ্চিত্র অভিনেতা
বুলবুল আহমেদসেরা চলচ্চিত্র অভিনেত্রী
বশির আহমেদসেরা ব্যান্ড
মাহবুব জামিলসেরা ম্যাগাজিন অনুষ্ঠান
আনোয়ারাসেরা টিভি অভিনেতা
রাজ্জাকসেরা টিভি অভিনেত্রী
নিতুন কুন্ডুআজীবন সম্মাননা
সেলিম আল দীনসেরা নির্দেশক
আব্দুল লতিফ বাচ্চুসেরা নাট্যকার
মতিউর রহমানসেরা টিভি অভিনেতা (সমালোচক)

পরিবেশনা

পরিবেশকপরিবেশনা
ফরিদা পারভীন, রথীন্দ্রনাথ রায়, কিরণ চন্দ্র রায়গান - "মিলন হবে কত দিনে", "প্রেমের মরা সহজ নয়", "ওরে সাম্পানওয়ালা", "পাগল চণ্ডীদাসে", "পাগল মনরে", "মনে বাবলা পাতার", "সাধের লাউ"
তারিন, অপি করিম, শ্রাবন্তী, বিজরী বরকতুল্লাহনৃত্য
ফেরদৌস আহমেদশামীম আরা নিপানৃত্য - "ও প্রাণের রাজা"
জাহিদ হাসান, রিয়াজ, শমী কায়সারযাত্রাপালা
মৌ, তানিয়া, সুইটি, ফয়সাল আহসান, নোবেলফ্যাশন শো

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী