C
লাতিন বর্ণমালার ৩য় অক্ষর
C (সি) লাতিন বর্ণমালার তৃতীয় বর্ণ। ইংরেজি ভাষায় বর্ণটির উচ্চারণ cee ( /ˈsiː/)। [১]
ইতিহাস
ফিনিশীয় gaml | আরবী ǧīm | হিব্রু gimel | গ্রীক Gamma | ইটুরিয়ান C | সনাতন ল্যাটিন C (G) |
---|---|---|---|---|---|
"C" বর্ণের উদ্ভব সেমেটিক gimel বা "G" থেকে । ধারণা করা হয় প্রতীকটি মিশরীয় চিত্রলিপি থেকে নেওয়া হয়েছে । কেউ কেউ বলেন সেমেটিক gimel অর্থ উট । এই gimel এর চিত্রলিপি উটের মাথা এবং ঘাড়ের মত বলে এরূপ নামকরণ করা হয়েছে ।[২]
প্রতিলিপিকরণে ব্যবহার
অন্যান্য ব্যবহার
রোমান সংখ্যায় c দিয়ে ১০০ বোঝায় ।[৩]
C দিয়ে রাসায়নিক মৌল কার্বণ কে প্রকাশ করা হয় ।
সম্পর্কযুক্ত বর্ণ
পূর্ব ইতিহাস,বিস্তার,নতুন উদ্ভব
- 𐤂 : সেমেটিক বর্ণ Gimel,যা থেকে নিম্নোক্ত বর্ণ এসেছে
- Γ γ : গ্রিক বর্ণ Gamma,রএখান থেকে C এসছে ।
- G g : ল্যাটিন বর্ণ G, যা ল্যাটিন C থেকে এসেছে ।
- Γ γ : গ্রিক বর্ণ Gamma,রএখান থেকে C এসছে ।
- C সম্পর্কীয় ধ্বনীতাত্ত্বিক শব্দ :
- ɕ
- ʗ : প্রাসারিত C
- কিছু বৈশিষ্ট্যসূচক C প্রতীক : Ć ć Ĉ ĉ Č č Ċ ċ Ḉ ḉ Ƈ ƈ C̈ c̈ Ȼ ȼ Ç ç
চিহ্ন এবং প্রতীক
- © : কপিরাইট প্রতীক
- ℃ : ডিগ্রী সেলসিয়াস
- ¢ : সেন্ট
- ₡ : কোলন (মুদ্রা)
- ₢ : ব্রাজিলিয়ান কুজেরিও (মুদ্রা)
- ₵ : ঘানার মুদ্রা
- ₠ : ইউরোপিয়ান মুদ্রার একক CE
- ℂ : দ্বৈত C
- ℭ : কালোবর্ন C
কম্পিউটার কোড
অক্ষর | C | c | ||
---|---|---|---|---|
ইউনিকোড নাম | লাতিন বড় হাতের অক্ষর C | লাতিন ছোট হাতের অক্ষর C | ||
এনকোডিং | দশমিক | হেক্স | দশমিক | হেক্স |
ইউনিকোড | 67 | U+0043 | 99 | U+0063 |
ইউটিএফ-৮ | 67 | 43 | 99 | 63 |
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র | C | C | c | c |
ইবিসিডিআইসি পরিবার | 195 | C3 | 131 | 83 |
অ্যাস্কি ১ | 67 | 43 | 99 | 63 |
- ১ এছাড়াও DOS, উইন্ডোজ, আইএসও-৮৮৫৯ এবং এনকোডিংগুলির ম্যাকিনটোশ পরিবারসহ আসকি ভিত্তিক এনকোডিংগুলির জন্য।
অন্যান্য উপস্থাপনা
তথ্যসূত্র
🔥 Top keywords: স্বাধীনতা দিবস (ভারত)মুহাম্মদ ইউনূসওয়াহিদউদ্দিন মাহমুদজাহাঙ্গীর আলম চৌধুরীখালেদা জিয়াসোহাগী জাহান তনু হত্যাকাণ্ডপ্রধান পাতালুৎফুজ্জামান বাবর১৯৭৪-এর দুর্ভিক্ষরোকেয়া প্রাচীমুহাম্মদ ফাওজুল কবির খানসালমান এফ রহমানশেখ মুজিবুর রহমানআসিফ নজরুলভারতের জাতীয় পতাকাবিশেষ:অনুসন্ধানআলী ইমাম মজুমদারশেখ হাসিনাশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডআ ফ ম খালিদ হোসেনজিয়াউর রহমানবাংলাদেশ আওয়ামী লীগআবদুল হামিদ খান ভাসানীজনগণমনকল্পনা চাকমাবাংলাদেশের জাতীয় শোক দিবসপিনাকী ভট্টাচার্যনাফিসা কামালবাংলাদেশবীর্যএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশ জাতীয়তাবাদী দল২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনভারতের স্বাধীনতা বিপ্লবীদের তালিকাশরিফুল হক ডালিমসারজিস আলমএস আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজসজীব ওয়াজেদফেলানী হত্যাকাণ্ড