কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশন

(Congolese Association Football Federation থেকে পুনর্নির্দেশিত)

কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ফরাসি: Fédération Congolaise de Football-Association, ইংরেজি: Congolese Association Football Federation; এছাড়াও সংক্ষেপে এফইসিওপিএ নামে পরিচিত) হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় অবস্থিত।

কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯১৯; ১০৫ বছর আগে (1919)[১]
সদর দপ্তরকিনশাসা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
ফিফা অধিভুক্তি১৯৬৪[১]
ক্যাফ অধিভুক্তি১৯৬৪
সভাপতিগণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র কন্সতঁত ওমারি
সহ-সভাপতি
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেওবালদ বোঁদেমুঙ্গু
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ববো বোঁদেম্বে
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আদোলফে কাবাম্বা
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জঁ মারি তাম্বোয়ে
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দোনাতিয়েঁ শিমাঙ্গা
ওয়েবসাইটwww.fecofa.cd

এই সংস্থাটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিনাফুট, কঙ্গো কাপ এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কন্সতঁত ওমারি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বেলগে সিতুয়াতালা।

কর্মকর্তা

২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থাননাম
সভাপতিকন্সতঁত ওমারি
সহ-সভাপতিথেওবালদ বোঁদেমুঙ্গু
ববো বোঁদেম্বে
আদোলফে কাবাম্বা
জঁ মারি তাম্বোয়ে
দোনাতিয়েঁ শিমাঙ্গা
সাধারণ সম্পাদকবেলগে সিতুয়াতালা
কোষাধ্যক্ষবোকানিয়াঙ্গা বোঁদেম্বে
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকমোদেস্তে এনজিলা ফানান
প্রযুক্তিগত পরিচালকক্রিস্টিয়ান এনসেঙ্গি-বিয়েম্বে
ফুটসাল সমন্বয়কারীমাক্সান্স কান্দো
জাতীয় দলের কোচ (পুরুষ)ক্রিস্টিয়ান এনসেঙ্গি-বিয়েম্বে
জাতীয় দলের কোচ (নারী)মার্সেলো কাদিয়াম্বা
রেফারি সমন্বয়কারী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র-এ ফুটবলটেমপ্লেট:কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশন

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন