ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাব

ইংরেজ ক্রিকেট ক্লাব
(Durham County Cricket Club থেকে পুনর্নির্দেশিত)

ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাব ইংল্যান্ড এবং ওয়েলসের ঘরোয়া ক্রিকেট অবকাঠামোয় গড়া আঠারোটি কাউন্টি ক্লাবের মধ্যে অন্যতম। ব্যবসায়িক চুক্তিবদ্ধতার কারণে ফেব্রুয়ারি, ২০১৯ সাল থেকে ক্লাবটি ডারহাম ক্রিকেট নামে পরিচিতি পাচ্ছে।[২] ঐতিহাসিক কাউন্টি ডারহামের প্রতিনিধিত্বকারী দল এটি। ১৮৮২ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। শতাব্দীকালেরও অধিক সময় ধরে ক্লাবটি ক্ষুদ্রতর মর্যাদার অধিকারী ও মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপের অন্যতম সদস্য। এ পর্যন্ত সাতবার শিরোপা জয় করে। ১৯৯২ সালে ক্লাবটি কাউন্টি চ্যাম্পিয়নশীপে যুক্ত হয় ও আনুষ্ঠানিকভাবে প্রথম-শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত হয়।

ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাব
টোয়েন্টি২০ নামডারহাম লায়ন্স
কর্মীবৃন্দ
অধিনায়কক্যামেরন বেনক্রফট
কোচজেমস ফ্রাঙ্কলিন
বিদেশি খেলোয়াড়ক্যামেরন বেনক্রফট
স্টুয়ার্ট পয়েন্টার
ডার্সি শর্ট (টি২০)
দলের তথ্য
প্রতিষ্ঠা১৮৮২
স্বাগতিক মাঠরিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লি-স্ট্রিট
ধারণক্ষমতা১৫,০০০
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকলিচেস্টারশায়ার
১৯৯২ সালে
দ্য রেসকোর্স[১]
চ্যাম্পিয়নশীপ জয়
ওয়ান-ডে কাপ জয়
টুয়েন্টি২০ কাপ জয়
ওয়ান-ডে লীগ (বিলুপ্ত) জয়
দাপ্তরিক ওয়েবসাইটডারহাম ক্রিকেট.কো.ইউকে

First-class

One-day

T20

১৯৬৪ সাল থেকে ডারহামকে মাঝে-মধ্যেই লিস্ট এ দল হিসেবে শ্রেণীভূক্ত করা হয় ও ১৯৯২ সাল থেকে পূর্ণাঙ্গ লিস্ট এ দলের মর্যাদা প্রদান করা হয়।[৩] ২০০৩ সাল থেকে দলটি টুয়েন্টি২০ ক্রিকেটে শীর্ষসারির দলরূপে পরিচিত।[৪]

ডারহাম দল স্পেকসেভার্স কাউন্টি চ্যাম্পিয়নশীপ, রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপ ও ন্যাটওয়েস্ট টি২০ ব্ল্যাস্টের উত্তর অঞ্চলে অংশ নিয়েছে। ২০০৮ সালে প্রথমবারের মতো কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে তাক লাগায়। ২০০৯ সালেও তারা এ ধারা অব্যাহত রাখে ও ২০১৩ সালে তৃতীয়বার শিরোপা লাভে সক্ষমতা দেখায়। একদিনের প্রতিযোগিতায় দলটি ২০০৭ সালে ফ্রেন্ডস প্রভিডেন্ট ট্রফি ও ২০১৪ সালে রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপের শিরোপা লাভ করে। ইসিবি কর্তৃক আর্থিক সহায়তা লাভের চুক্তির আওতায় প্রথম বিভাগ থেকে অবনমিত হয়ে ২০১৭ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় বিভাগে অংশ নেয়।[৫][৬]

সীমিত ওভারের প্রতিযোগিতা রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপে ক্লাবের খেলোয়াড়েরা হলুদ ও নীল রংয়ের পোশাক পরিধান করে। টি২০ ব্ল্যাস্টে লাল ও কালো পোশাক খেলোয়াড়দের শরীরে থাকে। বর্তমানে ডারহাম দল এমিরেটস, পোর্ট অব টাইনসহ ১৮৮বেটের সাথে চুক্তিবদ্ধ।[৭] এরপূর্বে ২০০৮ সালে জাতীয়করণের পূর্বে নর্দার্ন রকের সাথে ক্লাবটি ব্যবসায়িক চুক্তি স্থাপন করেছিল। ক্লাবটি চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে তাদের নিজেদের খেলা আয়োজন করে থাকে। এছাড়াও এ মাঠে ২০০৩ সালের ৫ থেকে ৭ জুন তারিখে ইংল্যান্ড-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট খেলা অনুষ্ঠিত হয়েছিল।

সম্মাননা

প্রথম একাদশ সম্মাননা

দ্বিতীয় একাদশ সম্মাননা

  • দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশীপ: ২
    • ২০০৮, ২০১৬
  • দ্বিতীয় একাদশ ট্রফি: ০

আন্তর্জাতিক খেলোয়াড়

পাদটীকা

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন