হের্মান স্টাইন্‌টল

জার্মান ভাষাবিজ্ঞানী
(H. Steinthal থেকে পুনর্নির্দেশিত)

হের্মান স্টাইন্‌টল (জার্মান: Heymann/Hermann Steinthal) (১৬ মে, ১৮২৩ - ১৪ মার্চ, ১৮৯৯) একজন জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন।

Heymann Steinthal

প্রাথমিক জীবন

হের্মান ১৮২৩ সালের ১৬ মে গ্র্যেপ্‌ৎসিশ, আন্‌হাল্ট এ জন্মগ্রহণ করেন। তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান ও দর্শন বিষয়ে পড়াশুনা করেন।

কর্মজীবন

১৮৫০ সালে তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান ও পুরাণতত্ত্বের প্রিফাৎডজেন্ট হিসেবে যোগদান করেন। তিনি ভিল্‌হেল্ম ফন হুম্বোল্ট এর কাজ দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং ১৮৮৪ সালে তার ভাষাবিজ্ঞান সম্পর্কিত কাজ সম্পাদনা করেন। ১৮৫২ সাল থেকে ১৮৫৫ সালে স্টাইন্‌টল প্যারিসে বসবাস করেন। সেখানে তিনি চীনা ভাষা নিয়ে গবেষণা করেন এবং ১৮৬৩ সালে তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৮৭২ সাল থেকে তিনি বার্লিনের ইহুদি ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানে ওল্ড টেস্টামেন্টের ইতিহাস ও ধর্মতাত্ত্বিক দর্শনের লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। ১৮৬০ সালে তিনি মরিৎজ লাজারুস নামে মনোবিজ্ঞান ও ভাষাবিজ্ঞানের উপর একটি সাময়িকী প্রতিষ্ঠা করেন। ১৮৮৩ সাল থেকে তিনি ডয়চ-ইস্রায়েলিতিশ্চার জেমেইনডেবান্ড এর একজন পরিচালক ছিলেন।

তথ্যসূত্র

  • H. S. Morais, Eminent Israelites of the Nineteenth Century, Philadelphia, 1880, pp. 233–335;
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন