উষ্ণ আর্দ্র উচ্চ-প্রবাহের অক্সিজেন নল চিকিৎসা

শ্বাসকষ্টে ভোগা রোগীর অক্সিজেনের অভাব পূরণ করার জন্য সহায়তামূলক চিকিৎসা পদ্ধতি
(HFNC থেকে পুনর্নির্দেশিত)

উষ্ণ আর্দ্র উচ্চ-প্রবাহের অক্সিজেন নল চিকিৎসা শ্বসনতন্ত্রীয় কর্মকাণ্ডে সহায়তাকারী এক ধরনের চিকিৎসা পদ্ধতি যাতে কোনও রোগীর ফুসফুসে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা (৩৭° সেলসিয়াস) ও মানবদেহের আদর্শ সম্পৃক্ত বাষ্পীয় চাপের সাথে মিল রেখে (প্রায় ১০০% আপেক্ষিক আর্দ্রতার) উষ্ণ ও আর্দ্র করা অক্সিজেন গ্যাস প্রতি মিনিটে ৪০ লিটার থেকে সর্বোচ্চ ৬০ লিটার পরিমাণে নাকে স্থাপিত নলের মাধ্যমে সরবরাহ করা হয়। শ্বাসযন্ত্রের তীব্র ও দীর্ঘস্থায়ী সমস্যার জন্য এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়।

উষ্ণ আর্দ্র উচ্চ-প্রবাহের অক্সিজেন নল চিকিৎসা
উষ্ণ আর্দ্র উচ্চ-প্রবাহের অক্সিজেন নল চিকিৎসার রেখাচিত্র
অন্য নামHigh flow nasal cannula
আইসিডি-১০-পিসিএসZ99.81

ইংরেজি পরিভাষায় একে হিটেড হিউমিডিফায়েড হাই-ফ্লো থেরাপি (Heated humidified high-flow therapy, সংক্ষেপে HHHF), হাই ফ্লো থেরাপি (High Flow Therapy), হাই ফ্লো নেজাল অক্সিজেন (High-Flow Nasal Oxygen, সংক্ষেপে HFNO), হাই ফ্লো নেজাল ক্যানুলা (High-Flow Nasal Cannula, সংক্ষেপে HFNC), ইত্যাদি নামে ডাকা হয়।

সুবিধা

উষ্ণ ও আর্দ্র উচ্চ-প্রবাহের অক্সিজেন নল চিকিৎসা ব্যবহার করার সুবিধাগুলি হল:[১]

  • শ্বাসপথে প্রতিবন্ধকতা ও ক্লোমনালীর সংকোচন হ্রাস পায়।
  • শ্লৈষ্মিক ঝিল্লি ও সিলিয়াসমূহের কর্মক্ষমতা অব্যাহত থাকে, ফলে শ্বাসনালি থেকে ক্ষরিত পদার্থসমূহের নিষ্কাশন উন্নত হয়।
  • শ্বসনকৃত বায়ুকে উষ্ণ ও আর্দ্র করতে রোগীর কম শক্তি বা ক্যালরি খরচ করতে হয়। সাধারণ বায়ুপ্রবাহ শুষ্ক ও শীতল হয় বলে রোগীর শ্বাসযন্ত্রকে অধিকতর শক্তি ব্যয় করতে হয়।
  • শ্বাসতন্ত্রের নিষ্ক্রিয় স্থানে অবস্থিত কার্বন ডাই-অক্সাইড গ্যাস পরিষ্কার হয়ে বেরিয়ে আসে।
  • মধ্যচ্ছদা পেশীর উপর চাপ হ্রাস পায়।
  • রোগীর আরাম ও সহ্যক্ষমতা বৃদ্ধি পায়। রোগী কথা বলতে পারেন কেননা রোগীর শ্বাসনালিতে নল থাকে না কিংবা মুখে মুখোশ পরানো থাকে না।
  • ফুসফুস বেশি করে অক্সিজেন শোষণ করে। প্রশ্বাসের সাথে গৃহীত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়।
  • কৃত্রিম শ্বাসযন্ত্রের কারণে ফুসফুসীয় ক্ষতির সম্ভাবনা হ্রাস পায়।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন