ফুটবল ক্লাব খায়দুক স্পিত

(HNK Hajduk Split থেকে পুনর্নির্দেশিত)

খ্রভাতস্কি নগোমেতনি ক্লুব খায়দুক স্পিত (ক্রোয়েশীয়: Hrvatski Nogometni Klub Hajduk Split, ইংরেজি: HNK Hajduk Split; এছাড়াও ক্রোয়েশীয় ফুটবল ক্লাব খায়দুক স্পিত, ফুটবল ক্লাব খায়দুক স্পিত, এফসি খায়দুক স্পিত অথবা শুধুমাত্র খায়দুক স্পিত নামে পরিচিত) হচ্ছে স্প্লিত শহর ভিত্তিক একটি ক্রোয়েশীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে ক্রোয়েশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগে খেলে। এই ক্লাবটি ১৯১১ সালের ১৩ই ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি খায়দুক স্পিত তাদের সকল হোম ম্যাচ স্প্লিতের স্তাদিওন পলয়ুদে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৪,১৯৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইগর তদোর এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মারিন ব্রবিচ। ক্রোয়েশীয় মধ্যমাঠের খেলোয়াড় মিয়ো সাকতাশ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

খায়দুক স্পিত
পূর্ণ নামখ্রভাতস্কি নগোমেতনি ক্লুব খায়দুক স্পিত
ডাকনামবিলি (সাদা)
মায়স্তোরি স মোরা (সমুদ্রের অধিপতি)
সংক্ষিপ্ত নামখায়দুক, এইচএজে
প্রতিষ্ঠিত১৩ ফেব্রুয়ারি ১৯১১; ১১৩ বছর আগে (1911-02-13)
মাঠস্তাদিওন পলয়ুদ[১]
ধারণক্ষমতা৩৪,১৯৮
মালিকস্প্লিত শহর (৬৫.৯২%)
উদ্রুগা "নাশ খায়দুক" (২৪.৫৩%)
অন্যান্য (৯.৫৫%)
সভাপতিক্রোয়েশিয়া মারিন ব্রবিচ
ম্যানেজারক্রোয়েশিয়া ইগর তদোর[২]
লিগক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ
২০১৮–১৯৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি খায়দুক স্পিত এপর্যন্ত ৩৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৫টি ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ, ৬টি ক্রোয়েশীয় কাপ, ৫টি ক্রোয়েশীয় সুপার কাপ, ৯টি যুগোস্লাভ দ্বিতীয় লীগ এবং ৮টি যুগোস্লাভ কাপ শিরোপা রয়েছে।

অর্জন

ঘরোয়া

  • ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ
    • বিজয়ী (৬): ১৯৯২, ১৯৯৩–৯৪, ১৯৯৪–৯৫, ২০০০–০১, ২০০৩–০৪, ২০০৪–০৫
  • ক্রোয়েশীয় ফুটবল কাপ
    • বিজয়ী (৬): ১৯৯২–৯৩, ১৯৯৪–৯৫, ১৯৯৯–২০০০, ২০০২–০৩, ২০০৯–১০, ২০১২–১৩
  • ক্রোয়েশীয় ফুটবল সুপার কাপ
    • বিজয়ী (৫): ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪, ২০০৪, ২০০৫
  • যুগোস্লাভ প্রথম লীগ
    • বিজয়ী (৯): ১৯২৭, ১৯২৯, ১৯৫০, ১৯৫২, ১৯৫৪–৫৫, ১৯৭০–৭১, ১৯৭৩–৭৪, ১৯৭৪–৭৫, ১৯৭৮–৭৯
  • যুগোস্লাভ কাপ
    • বিজয়ী (৯): ১৯৬৬–৬৭, ১৯৭১–৭২, ১৯৭২–৭৩, ১৯৭৩–৭৪, ১৯৭৫–৭৬, ১৯৭৬–৭৭, ১৯৮৩–৮৪, ১৯৮৬–৮৭, ১৯৯০–৯১

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফুটবল ক্লাব খায়দুক স্পিতটেমপ্লেট:ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন