কনীনিকা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় অভিনেত্রী

কনীনিকা বন্দ্যোপাধ্যায় (জন্ম: ২১ মে ১৯৮০, কলকাতা)[১] হলেন টালিউডের সাথে যুক্ত একজন ভারতীয় অভিনেত্রী। তাকে প্রধানত বাংলা চলচ্চিত্র এবং ধারাবাহিকে দেখা যায়।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়
জন্ম (1980-05-21) ২১ মে ১৯৮০ (বয়স ৪৪)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৩ - বর্তমান
দাম্পত্য সঙ্গীসুরজিৎ হরি (বি. ২০১৭)

প্রাথমিক জীবন

কনীনিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিবনাথ শাস্ত্রী কলেজ থেকে বাণিজ্যে স্নাতক। তিনি টেলিভিশনে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। তাকে প্রথম দেখা যায় জি বাংলায় সম্প্রচারিত স্বপ্ননীল নামের একটি ধারাবাহিকে। বড় পর্দায় তাকে প্রথম দেখা যায় মলয় ভট্টাচার্যের চলচ্চিত্র তিন এক্কে তিন-এ।

চলচ্চিত্রের তালিকা

বছরশিরোনামচরিত্রপরিচালকমন্তব্য
২০২৩এটা আমাদের গল্পসিমরানমানসী সিনহা[২]
মায়ারাজর্ষি দে
২০২০টনিকঅভিজিৎ সেন
২০১৯কণ্ঠনন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়
মুখার্জী দার বউঅদিতি মুখোপাধ্যায়পৃথা চক্রবর্তী
২০১৮হামিনন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়[৩]
হইচই আনলিমিটেড[৪]অনিকেত চট্টোপাধ্যায়
২০১৭বিলু রাক্ষসসোহিনীইন্দ্রাশিস আচার্য
পোস্তবিশেষ উপস্থিতিশিবপ্রসাদ মুখোপাধ্যায়
২০১৬চকলেটসংযুক্তাসুজন মুখোপাধ্যায়
ষড়রিপুকনীআয়ান চক্রবর্তী
২০১৫কাদের কুলের বউরুখসারসৌভিক কুন্ডু
মন চুরিকলাবতীপ্রেমাশিষ দে
ইচ্ছেমতীর গপ্পোসঞ্জিআদিনাথ দাস
২০১৪চতুষ্কোণশ্রীসৃজিত মুখোপাধ্যায়
২০১৩অন্য নাপার্থ সারথি জোয়ারদার
গণেশ টকিজঅঞ্জন দত্ত
মহাপুরুষ ও কাপুরুষঅনিকেত চট্টোপাধ্যায়
২০১২মহাকাশ কাণ্ড[৫]বারো বউনীতীশ রায়
গোড়ায় গন্ডগোলঅনিকেত চট্টোপাধ্যায়
২০১১হ্যালো মেমসাহেবঅতিথি উপস্থিতিনন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়
২০০৮চলো লেট'স গোজুনঅঞ্জন দত্ত
২০০৭আই লভ ইউরবি কিনাগী
২০০৫বাবু মশাইআকাশ
২০০৪আবার আসিব ফিরেগৌরী / পৃথারবি ওঝা
তিন এক্কে তিনমলয় ভট্টাচার্য
২০০৩চোর ও ভগবানবিপ্লব চ্যাটার্জি

টেলিভিশন চলচ্চিত্র[৬]

  • আসমা
  • নীড় ছোট
  • নতুন গান
  • লীলা চিরন্তন
  • তোমার পথ চেয়ে
  • মানভঞ্জন
  • কাদের কুলের বউ

টেলিভিশন ধারাবাহিক

  • মহাপ্রভু
  • এক আকাশের নিচে
  • স্বপ্ননীল
  • কখনো মেঘ কখনো বৃষ্টি
  • রাত ভোর বৃষ্টি
  • এক মাসের গাপ্পো (ঝুমুর)
  • কালার্স বাংলায় রবি ঠাকুরের গল্প
  • নীল সীমানা
  • সরকার কি দুনিয়া
  • অন্দরমহল[৭]

পুরস্কার

  • ২০০৪ সালে আবার আসিব ফিরে চলচ্চিত্রের জন্য ক্রিটিকস চয়েস বিভাগে আনন্দলোক পুরস্কার
  • কালাকার পুরস্কার[৮]
  • অন্দরমহল ধারাবাহিকে পরমেশ্বরীর চরিত্রে অভিনয়ের জন্য জি বাংলা সোনার সংসার পুরস্কার ২০১৮-এ "সেরা বৌমা"

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী