মার্সেল হালস্টেনবার্গ

জার্মান ফুটবলারার

মার্সেল হালস্টেনবার্গ (জার্মান: Marcel Halstenberg; জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৯৯১) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়[২] তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপৎসিশ এবং জার্মানি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[৩]

মার্সেল হালস্টেনবার্গ
২০২০ সালে আরবি লাইপৎসিশের হয়ে হালস্টেনবার্গ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমার্সেল হালস্টেনবার্গ
জন্ম (1991-09-27) ২৭ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩২)
জন্ম স্থানলাৎসেন, জার্মানি
উচ্চতা১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[১]
মাঠে অবস্থানরক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আরবি লাইপৎসিশ
জার্সি নম্বর২৩
যুব পর্যায়
0000–১৯৯৯জার্মানিয়া গ্রাসডর্ফ
১৯৯৯–২০১০হানোফার ৯৬
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১০–২০১১হানোফার ৯৬ ২১৯(০)
২০১১–২০১৩বরুসিয়া ডর্টমুন্ড ২৬৮(৬)
২০১৩–২০১৫জাংকট পাওলি৫৪(৬)
২০১৫–আরবি লাইপৎসিশ১৪৯(১২)
জাতীয় দল
২০১৭–জার্মানি(১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৪৩, ২৭ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৪৩, ২৭ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৭ সালে, হালস্টেনবার্গ জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে ১টি গোল করেছেন। ব্যক্তিগতভাবে, হালস্টেনবার্গ বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৮–১৯ মৌসুমে বুন্দেসলিগার মৌসুম সেরা দলে অন্তর্ভুক্তি অন্যতম।

প্রারম্ভিক জীবন

মার্সেল হালস্টেনবার্গ ১৯৯১ সালের ২৭শে সেপ্টেম্বর তারিখে জার্মানির লাৎসেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন