বিষয়বস্তুতে চলুন

কাফিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাফিয়া ( আল কাফিয়া আরবি الکا فيۃ ) আরবি ব্যাকরণের বিখ্যাত নির্ভরযোগ্য গ্রন্থالکافيۃ শব্দটি عافيۃ এর ওযনে ইসমে মাসদার ( বিশেষ্যমুলক ধাতু ) । অর্থ - যথেষ্ট । এর মধস্থিত আলিফ - লামটি তাহ্‌সিনে কালাম তথা বাক্যের সৌন্দর্যের জন্যে নেয়া হয়েছে; যেমনিভাবে الحسنالحسين এর মধ্যে নেয়া হয়েছে ।[১] সংক্ষিপ্ত পরিসরের হলেও এটি আরবি ব্যাকরণের খুঁটিনাটি বিষয়কে সমন্বয়কারী হিসেবে অদ্বিতীয় কিতাব । সাতশত হিজরি থেকে এখনো তা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠ্যভুক্ত রয়েছে । সমাদৃত রয়েছে ।

গ্রন্থকার

আরবি ব্যাকরণ শাস্ত্রের শ্রেষ্ঠতম এই গ্রন্থের লেখক যুগ শ্রেষ্ঠ আরবি ব্যাকরণবিদ আল্লামা জামাল উদ্দিন আবু আমর উসমান ইবনে উমর (রাহ্‌); সংক্ষেপ নাম - ইবনে হাজিব (৫৭০ হিজরি - ৬৪৬ হিজরি ); দেশ - মিশর[২]

সর্ব প্রথম মুদ্রণ

আল - কাফিয়া সর্ব প্রথম রোমে ১৫৯২ খ্রিষ্টাব্দে মুদ্রিত হয় ।[৩]

কাফিয়ার ব্যাখ্যা গ্রন্থ

আরবি, উর্দু, ফার্সিতুর্কি সহ বিভিন্ন ভাষায় এর ব্যাখ্যা গ্রন্থ (মুল সহ) প্রকাশিত হয়েছে । ' কাশফুয্‌ যুনূন 'এর ভাষ্যমতে প্রায় ছাপ্‌পান্নটির ঊর্ধ্বে এর ব্যাখ্যাগ্রন্থ প্রকাশিত হয়েছে ।[৪] আর এখানেই শেষ নয় উত্তরোত্তর তা বৃদ্ধিই পাচ্ছে । পরবর্তী হিসেব অনুযায়ী শুধু আরবি ও ফার্সিতে এর ব্যাখ্যাগ্রন্থের সংখ্যা প্রায় ১৫২ (একশত বায়ান্ন)। কোন কোন বিশেষজ্ঞ লিখেন - কাফিয়ার শরাহ্‌ বা ব্যাখ্যাগ্রন্থের সংখ্যা ৩৬০ (তিন শত ষাট)।[৫]

উল্লেখযোগ্য ব্যাখ্যাগ্রন্থের তালিকা

  • শরহে কাফিয়া - সম্মানিত গ্রন্থকারের নিজের লেখা ব্যাখ্যা গ্রন্থ ।
  • ' ফাওয়ায়েদে জিয়াইয়্যা ' যার বিখ্যাত নাম শরহে জামি - আল্লামা আবদুর রহমান জামি ।
  • শরহে কাফিয়া - আল্লামা সুদী ।
  • শরহে কাফিয়া - কাজি নাসিরুদ্দিন বায়যাবি ।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন