বিষয়বস্তুতে চলুন

কাটজেব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকবর কাটজেব পরিহিত অবস্থায়

কাটজেব (কামারবন্দ, কেয়াবাঁধ, কামারবন্দ) ছিল একটি পোশাকের কোমরবন্দ যা শরীরকে ঘিরে রাখে, যার শেষপ্রান্ত কোমরের চারদিকে ঘুরে এসে সামনের দিকে ঝুলন্ত থাকে। এটি ছিল একধরনের উত্তরীয় যাকে পটকাও বলা হয়।[১][২]

নামের উৎপত্তি

কাটজেব একটি সমাসসংস্কৃত শব্দ কটি মানে কোমর, আর ফারসিতে জেব মানে শোভা। মুঘলরা এটি জামার (কোট) উপরে পরত। কাটজেব হল তৃতীয় মুঘল সম্রাট আকবরের একটি কোমরবন্ধ, যিনি খুব ফ্যাশন সচেতন ছিলেন এবং অনেক সমসাময়িক পোশাকের নতুন নাম দিয়েছিলেন। আবুল ফজল ইবনে মুবারক আইন-ই-আকবরীতে এগুলো বর্ণনা করেছেন।[৩][৪][৫][৬][৭][৮]

দরবারের পোশাক

কাটজেব ছিল একটি ছোট আয়তাকার কাপড়ের টুকরো কিন্তু এটি পোশাকের একটি অপরিহার্য পোশাক ছিল যার মধ্যে একটি জামা (কোট), শাল, পাগড়ি, তানজেব (ট্রাউজারও) অন্তর্ভুক্ত ছিল। কাটজেব পরিহিত অবস্থায় তরবারি বা ছুরি দিয়ে সম্রাটদের অনেক মুঘল চিত্রকর্ম রয়েছে।[৯][১০]

আকবরের রাজত্বের সময় কাটজেব দুইধরনের ছিল। একটি দীর্ঘ এবং অন্যটি সংক্ষিপ্ত, এই দুটি দৈর্ঘ্যের কাটজেব ছিল। শ্রমিক, দাস এবং দরবারীদের প্রায়শই খাটো কাটজেব পরতেন। সম্রাট আকবর ও নামীদামী ব্যক্তিবর্গ লম্বা কাটজেব পরতেন, অনেকসময় দুই রকমের কাটজেব একসাথেও পরতেন।সাধারণত একটি একক কাটজেবই যথেষ্ট, এবং এগুলি বিভিন্ন উপায়ে পরা হত।[১১]

শৈলী

কাটজেব সাধারণ কাপড়ের বেল্টের মতো বস্ত্র যা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ফিতাযুক্ত, সুতা দিয়ে নকশা করা, কারুকার্যখচিত, কাপড়ের উপর রং করা বা মুদ্রিত। কাতজেব কোমরের চারদিকে পরা হতো। এতে অনেকসময় ছুরি বা তরবারি বহন করে হতো। বিভিন্ন ধরনের ও বিভিন্ন গুণমানসম্পন্ন কাটজেব পাওয়া যেত।

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন